তোমাকে................

লিখেছেন লিখেছেন ব্যর্থ জীবন ০৬ এপ্রিল, ২০১৪, ০৪:৩৫:১১ বিকাল

আমার কোন কষ্ট নেই,কারণ আমি তোমাকে কাছে পাই এবং তোমার সঙ্গে কথা বলি রাতের আকাশ দেখে , ঝিলমিল তারাদের মাঝে একটি তারা হয়ে । আমি তোমার সঙ্গে কথা বলি চাঁদের দিকে তাকিয়ে মুঠি মুঠি জোসনা গায়ে মেখে ।

রাতের আকাশ ,তারাদের ঝিলিমিলি এবং চাঁদের জোসনা, এসব যে তোমার দান, আমার জন্য !

আমার কোন দুঃখ নেই , কারণ আমি তোমার সঙ্গে কথা বলি সন্ধ্যার আঁধারে জোনাকির আলোকসজ্জা দেখে নীড়ে ফিরে আসা পাখীটি হয়ে । আমি তোমার সঙ্গে কথা বলি পূব আকাশে রাঙ্গা সূর্যের উদয় দেখে কোমল রোদের পরশ নিয়ে !

সন্ধ্যার আঁধার, জোনাকির আলো এবং রাঙ্গা সূর্যের হাসি, এসব যে তোমার দান, আমার জন্য !

আমার কোন বেদনা নেই, কারণ আমি যে তোমাকে অনুভব করি জলভরা মেঘে ! এবং তোমার সঙ্গে কথা বলি বৃষ্টিধোয়া আকাশে রংধনু দেখে, সাতটি রঙের মাঝে মিশে গিয়ে ! আমি তোমার সঙ্গে কথা বলি বাগানের সদ্য ফোটা ফুল দেখে ফুলের রেণু হয়ে ।

এই রংধনুর বর্ণচ্ছটা এবং ফুলের এই সৌন্দর্য্যশোভা, এসব যে তোমার দান, আমার জন্য !

আমার কোন হতাশা নেই, কারণ আমি তোমাকে দেখতে পাই নদীর তীরে কাশবনের শুভ্রতায় এবং তোমার সঙ্গে কথা বলি নদীর কুলকুল বয়ে চলা দেখে, শুভ্র বলাকা এবং গাঙচিল হয়ে । আমি তোমার সঙ্গে কথা বলি সরষেমাঠের হলুদ দেখে রঙ্গীন প্রজাপতি হয়ে !

নদীর এই কুলকুল বয়ে চলা, সরষেমাঠে হলুদের এই ঢেউ খেলা, এসব যে তোমার দান, আমার জন্য !

আমি সুখী ! আমি পরিপূর্ণ ! আমি সার্থক ! আমি ধন্য ! কারণ আমি তোমার এবং তুমি আমার ! আমার সকল স্তুতি বন্দনা তোমার জন্য ! আমার সকাল-সন্ধ্যা তোমার জন্য ! আমার জীবন-মৃত্যু তোমার জন্য !

তোমার করুণার একটি বিন্দু হোক শুধু আমার জন্য......!

বিষয়: বিবিধ

১২০১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203353
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আমি সুখী ! আমি পরিপূর্ণ ! আমি সার্থক ! আমি ধন্য ! কারণ আমি তোমার এবং তুমি আমার ! আমার সকল স্তুতি বন্দনা তোমার জন্য ! আমার সকাল-সন্ধ্যা তোমার জন্য ! আমার জীবন-মৃত্যু তোমার জন্য !

অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
203361
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৭
ব্যর্থ জীবন লিখেছেন : ধন্যবাদ আপনাকে উত্‍সাহিত করার জন্যে........
204240
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৩২

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File