হৃদয়....................

লিখেছেন লিখেছেন ব্যর্থ জীবন ০৫ এপ্রিল, ২০১৪, ০৫:৫২:৪৮ বিকাল

"আমার কলমে প্রচন্ড খরা । আমার ক্বলবে ঘোর অন্ধকার ।আমি এক কঠিন অবস্থার মুখোমুখি । আজ এই গোধূলি লগ্নে আমার সামনে অপরূপ সাজে সজ্জিত আকাশ । দিগন্ত জুড়ে যেন বিভিন্ন রঙের প্রদর্শনী চলছে । দেখে আমার কেমন যেন ভালো লাগা হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে । কিন্তু আমি আমার হৃদয়ানুভূতির কথাগুলো বলতে পারছি না । লিখতেও পারছি না । এ আমার কেমন ব্যর্থতা ! এ কেমন মূর্খতা ! আকাশ আমায় তার এক সুন্দর একটা রূপ উপহার দিল অথচ আমার কলম কাগজকে কিছুই দিতে পারলো না । আমি কেন আমার কলম দ্বারা তুলে ধরতে পারছি না আজকের আকাশের দৃশ্য !

ও ! হ্যাঁ ! মনে পড়েছে। আজকের আকাশের রঙ আমার চোখে আঁকা স্বপ্নের মত ।

হ্যাঁ হ্যাঁ সত্যিই তো ! আমার হৃদয়টা তো আমি এভাবেই নানান রঙের স্বপ্ন দিয়ে সাজিয়ে রেখেছি । কী আশ্চর্য এতোক্ষণ আমি ধরতে পারছিলাম না আকাশের সাজটা ঠিক কার মত ! কিন্তু

আকাশটাকে খুব চেনা চেনা মনে হচ্ছিল । অনেকক্ষণ পর এবার বুঝতে পেরেছি এ যে আমারই হৃদয়ের সাথে হুবহু মিলে গেছে । আমি তো আমার হৃদয়কে এভাবেই স্বপ্ন দিয়ে বর্ণিল সাজে সাজিয়ে তুলছি । আকাশটা যেমন মহত্‍ তেমনি মহত্‍ এক লক্ষ্য আছে আমার জীবনে । আকাশটাই যেন আমার হৃদয়ের মত ।

আকাশে মেঘ ভেসে বেড়ায়; চাঁদ হাসে । আমার হৃদয়ের ভাবনাগুলো ভেসে বেড়ায়; স্বপ্ন হাসে । আকাশে কালো হয়ে মেঘ জমে আকাশটাকে ভারি করে তুলে । তারপর ঝড় হয় বৃষ্টি নামে । ঝড়ের পর আকাশ শান্ত হয় বৃষ্টি এসে প্রকৃতিকে নতুনত্ব দান করে । তেমনি আমার হৃদয়ে কালো হয়ে মেঘ জমে নিরবে ঝড় বইতে থাকে । দুমড়ে মুচড়ে দেয় হৃদয়কে । বিষন্নতা আঁকড়ে ধরে আমায় অবশেষে নামে বৃষ্টি । আকাশের বৃষ্টি যেমন প্রকৃতিকে ধুইয়ে দেয় আকাশের মেঘও কেটে যায় । তেমনি আমার হৃদয়ের বৃষ্টির সাথে হৃদয়াকাশের মেঘ কেটে যায় । পরিচ্ছন্ন হয়ে যায় হৃদয়ের সমস্ত আকাশ । মনে হয় যেন এখানে এই

হৃদয়াকাশে কোন মেঘ ছিল না ।

তখন নিজেকে আবিস্কার করি প্রত্যয়ী ও প্রশান্তময়ী হিসেবে ।

আজ হয়তো অনেক কবিই আকাশের রূপটাকে তার কলম দিয়ে শব্দের ফুল গেঁথে মালা বানিয়ে ফেলছে । যা আকাশের এই সৌন্দর্যের প্রমাণ দেবে । একদিন মরে যাবে কবি কিন্তু রয়ে যাবে তার আকাশকে নিয়ে রচিত কাব্য । এখানেই আকাশের সাজের সফলতা ।

কিন্তু আমার হৃদয়কে আমি যে স্বপ্ন দিয়ে সাজিয়েছি সেগুলো কি কখনো পূরণ হবে ? যে রঙ দিয়ে আমি আমার হৃদয়কে সাজিয়েছি সে রঙ আমার

জীবনকে কি রাঙাতে পারবে ? আমার হৃদয় তার সাজ- সৌন্দর্যের সফলতা কি পাবে ?

আজ আকাশের যে রঙ যে রূপ দেখছি সে রঙ আর রূপটা যদি আমার জীবনে আসে তাহলে কেমন হয় !!!!!

এমন রঙ আর রূপের জন্য

প্রার্থনা করি আমি আজীবন..........

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

202844
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১১
শিশির ভেজা ভোর লিখেছেন : আজ আকাশের যে রঙ যে রূপ দেখছি সে রঙ আর রূপটা যদি আমার জীবনে আসে তাহলে কেমন হয় !!!!!

অপূর্ব সুন্দর লিখেছেন। লেখার হাত ভালো আপনার চালিয়ে যান।
202849
০৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৬
ব্যর্থ জীবন লিখেছেন : ধন্যবাদ.........
202917
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৩
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : চমৎকার অনুভূতি সম্পন্ন লেখা আপনার লেখাতে পেলাম। ইচ্ছে হলো হারিয়ে যাই দুর অজানায়। চমৎকার লিখেছেন জনাব এই জন্য সাধুবাদ
202952
০৫ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৩
নীল জোছনা লিখেছেন : সত্যি হৃদয় ছুঁয়ে গেলো লেখাটা। জাজাকাল্লা খায়র... অনেক ভালো লাগলো পড়ে। আরো বেশী বেশী লিখুন
202971
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:১৫
ব্যর্থ জীবন লিখেছেন : ধন্যবাদ...........
203046
০৫ এপ্রিল ২০১৪ রাত ১১:২১
ভিশু লিখেছেন : Rose Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File