হৃদয়....................
লিখেছেন লিখেছেন ব্যর্থ জীবন ০৫ এপ্রিল, ২০১৪, ০৫:৫২:৪৮ বিকাল
"আমার কলমে প্রচন্ড খরা । আমার ক্বলবে ঘোর অন্ধকার ।আমি এক কঠিন অবস্থার মুখোমুখি । আজ এই গোধূলি লগ্নে আমার সামনে অপরূপ সাজে সজ্জিত আকাশ । দিগন্ত জুড়ে যেন বিভিন্ন রঙের প্রদর্শনী চলছে । দেখে আমার কেমন যেন ভালো লাগা হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে । কিন্তু আমি আমার হৃদয়ানুভূতির কথাগুলো বলতে পারছি না । লিখতেও পারছি না । এ আমার কেমন ব্যর্থতা ! এ কেমন মূর্খতা ! আকাশ আমায় তার এক সুন্দর একটা রূপ উপহার দিল অথচ আমার কলম কাগজকে কিছুই দিতে পারলো না । আমি কেন আমার কলম দ্বারা তুলে ধরতে পারছি না আজকের আকাশের দৃশ্য !
ও ! হ্যাঁ ! মনে পড়েছে। আজকের আকাশের রঙ আমার চোখে আঁকা স্বপ্নের মত ।
হ্যাঁ হ্যাঁ সত্যিই তো ! আমার হৃদয়টা তো আমি এভাবেই নানান রঙের স্বপ্ন দিয়ে সাজিয়ে রেখেছি । কী আশ্চর্য এতোক্ষণ আমি ধরতে পারছিলাম না আকাশের সাজটা ঠিক কার মত ! কিন্তু
আকাশটাকে খুব চেনা চেনা মনে হচ্ছিল । অনেকক্ষণ পর এবার বুঝতে পেরেছি এ যে আমারই হৃদয়ের সাথে হুবহু মিলে গেছে । আমি তো আমার হৃদয়কে এভাবেই স্বপ্ন দিয়ে বর্ণিল সাজে সাজিয়ে তুলছি । আকাশটা যেমন মহত্ তেমনি মহত্ এক লক্ষ্য আছে আমার জীবনে । আকাশটাই যেন আমার হৃদয়ের মত ।
আকাশে মেঘ ভেসে বেড়ায়; চাঁদ হাসে । আমার হৃদয়ের ভাবনাগুলো ভেসে বেড়ায়; স্বপ্ন হাসে । আকাশে কালো হয়ে মেঘ জমে আকাশটাকে ভারি করে তুলে । তারপর ঝড় হয় বৃষ্টি নামে । ঝড়ের পর আকাশ শান্ত হয় বৃষ্টি এসে প্রকৃতিকে নতুনত্ব দান করে । তেমনি আমার হৃদয়ে কালো হয়ে মেঘ জমে নিরবে ঝড় বইতে থাকে । দুমড়ে মুচড়ে দেয় হৃদয়কে । বিষন্নতা আঁকড়ে ধরে আমায় অবশেষে নামে বৃষ্টি । আকাশের বৃষ্টি যেমন প্রকৃতিকে ধুইয়ে দেয় আকাশের মেঘও কেটে যায় । তেমনি আমার হৃদয়ের বৃষ্টির সাথে হৃদয়াকাশের মেঘ কেটে যায় । পরিচ্ছন্ন হয়ে যায় হৃদয়ের সমস্ত আকাশ । মনে হয় যেন এখানে এই
হৃদয়াকাশে কোন মেঘ ছিল না ।
তখন নিজেকে আবিস্কার করি প্রত্যয়ী ও প্রশান্তময়ী হিসেবে ।
আজ হয়তো অনেক কবিই আকাশের রূপটাকে তার কলম দিয়ে শব্দের ফুল গেঁথে মালা বানিয়ে ফেলছে । যা আকাশের এই সৌন্দর্যের প্রমাণ দেবে । একদিন মরে যাবে কবি কিন্তু রয়ে যাবে তার আকাশকে নিয়ে রচিত কাব্য । এখানেই আকাশের সাজের সফলতা ।
কিন্তু আমার হৃদয়কে আমি যে স্বপ্ন দিয়ে সাজিয়েছি সেগুলো কি কখনো পূরণ হবে ? যে রঙ দিয়ে আমি আমার হৃদয়কে সাজিয়েছি সে রঙ আমার
জীবনকে কি রাঙাতে পারবে ? আমার হৃদয় তার সাজ- সৌন্দর্যের সফলতা কি পাবে ?
আজ আকাশের যে রঙ যে রূপ দেখছি সে রঙ আর রূপটা যদি আমার জীবনে আসে তাহলে কেমন হয় !!!!!
এমন রঙ আর রূপের জন্য
প্রার্থনা করি আমি আজীবন..........
বিষয়: বিবিধ
১৩৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপূর্ব সুন্দর লিখেছেন। লেখার হাত ভালো আপনার চালিয়ে যান।
মন্তব্য করতে লগইন করুন