ফেসবুকে মেয়েদের ছবি, অতঃপর.............

লিখেছেন লিখেছেন ব্যর্থ জীবন ৩০ মার্চ, ২০১৪, ০৮:১০:৩০ রাত

আগে প্রায়ই অনেকে খোঁচা মেরে (পোক) জ্বালাতন করতো। কেউ কেউ আবার ইনবক্সে এসে অযথা বকবক করত।

-আপু,আপনার ছবি নাই কেন?

-এটা কি ফেক আইডি?

- আপনি এতো গাইয়া ক্যান?

-আপনি একটা খ্যাঁত,

-আপনার মনে হয় চেহারা মোটেও সুন্দর না,নাহলে প্রোফাইল পিকচার দেন না ক্যান?

- আপনি একটা বর্ণচোরা,জানেন

তো বর্ণচোরা কাকে বলে?

যে নিজের রং লুকায়,চেহারা লুকায়।

আপনি যা খুশি ভাবতে পারেন।

নিজেকে দুষ্টু লোকের নজর থেকে আড়াল করলে যদি কেউ খ্যাঁত,বর্ণচোরা হয়, কিংবা কেউ যদি ভাবে ফেক আইডি তাতে কারো কিছু যায় আসেনা।

গত কয়েকদিন আগে এক ছোট বোনের আইডিতে এক কল বয়ের মেসেজ আসলো।

সে আমাকে ছেলেটির আইডি লিংক দিয়ে বলল- ভাইয়া, দেখেন তো এই আইডি থেকে আমাকে বাজে বাজে মেসেজ দিচ্ছে।

লিংকের আইডিতে ঢুঁকে তো আমার মাথা নষ্ট হওয়ার যোগাড়।

হিজাবী,শার্ট প্যান্ট পড়া,শাড়ি পড়া কোন ধরনের মেয়ের ছবি বাদ দেয়নি বদমাশটা।

সবগুলো ছবিকেই এডিটিং করে, নিচে ওই আপুদের সম্পর্কে উল্টা পাল্টা অশালীন মন্তব্য (ওই সব কথা লেখার ভাষা আমার

জানা নেই, আপনারাই আন্দাজ করে নিন)। দেখে আমি কিছুটা আঁতকে উঠলাম। যেই হিজাবী আপুটার হাসিমাখা ছবিটির উপরে বাজে একটা কথা লিখা,তার নিচে 500 লাইক,200 শেয়ার। হয়তো সেই আপুটা কস্মিনকালেও ভাবতে পারছেনা যে তার ছবি নিয়ে ভার্চুয়াল জগতের এক প্রান্তে এতো মানুষ নোংরা খেলায়

মেতে উঠেছে।

তাই বোন আপনাকেই বলছি, আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।

আপনি কি আপনার থাকবেন

নাকি পাবলিক প্রপার্টি হয়ে যাবেন? হয়তো আপনার ওয়ালে আপনাকে সবাই সুন্দর, মিষ্টি কিউট বলবে। ১০০/১৫০ লাইক পাবেন হয়তো।

কিন্তু এই জগতের আরেক প্রান্তে কিছু দুষ্ট লোক আপনার অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে অশ্লীল কথার তুবড়ি ছোটাবে। 500,1000 লাইক পড়বে,আপনাকে নিয়ে ভার্চুয়াল জগতে অশ্লীল কথার সয়লাব হয়ে যাবে।

হ্যাঁ এটাই বাস্তবতা।

তাই,ফেসবুকে নিজের যে কোন

ছবি ব্যবহারের আগে ১০১ বার ভেবে দেখুন।

আপনার এই ছবি দিয়ে বেশ কিছু মানুষ ব্যবসা করবে।

ফটোশপে এডিট করে আপনার সুন্দর মুখশ্রীকে অনাবৃত কোন

দেহে জুড়ে দেওয়া হবে। তারপর পর্ণ

পেইজে আপনার ছবিটি পোস্ট করা হবে। আর অশ্লীল মন্তব্য হবে।

যেমনঃ কি হট,ইত্যাদি

আরও বলার অযোগ্য অনেক কথা। তাই আপনাকে বলছি,

আপনার প্রোফাইল পিকচারে নিজের ছবি দেওয়ার আগে একটি বার ভাবুন!

যদি রেডিওর আরজে ছবি ছাড়া মানুষের সাথে সম্পৃক্ত হতে পারে,লেখিকা যদি মুখ না দেখিয়েই

লিখতে পারেন, আমরা যদি আগের দিনের লেখকদের না দেখেই ওনাদের লেখা পড়ে অনুপ্রাণিত হতে পারি,তাহলে কি নিজের ছবি দিয়ে পাবলিক প্রপার্টি হওয়ার কোন মানে আছে?

আজ প্রতিটি মুসলিম নারীর জন্য

সৌন্দর্য্যকে ঢেকে রাখাও একটা বড় পরীক্ষা!!!!

আমি ব্লগে নতুন, তাই comment,picture, ইত্যাদি কীভাবে করব জানি না।

প্লিজ! যারা এই পোস্টটি পড়বেন, তাদের কাছে help চাচ্ছি!!!

আশা করি, সবাই help করবেন।

বিষয়: বিবিধ

৪২৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200508
৩০ মার্চ ২০১৪ রাত ১০:১৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : একদম বাস্তব কথা। সহমত জ্ঞাপন করলাম। আজকাল এসবি হচ্ছে জগতে। কোন কলিকালে যে আইসা পড়লাম আল্লাহ তুমি আমাদের হেদায়েদ দাও
202980
০৫ এপ্রিল ২০১৪ রাত ১০:২০
ব্যর্থ জীবন লিখেছেন : আমীন ছুম্মা আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File