ক্রিকেটার আশরাফুল ভাই.........
লিখেছেন লিখেছেন ব্যর্থ জীবন ৩০ মার্চ, ২০১৪, ০১:০৬:২৮ দুপুর
*****আশরাফুল*** *
সবাই পড়বেন
আশা করি...
যখন এমন সময় ছিল
যে আশরাফুল
ভালো
খেললে বাংলাদেশ জয়
লাভ
করতো।
সেদিন সারা দেশ
আনন্দ
ভাসতো।
আজ
খেলা দেখি ক্রিকেট
প্রতি ভালোবাসা
বাংলাদেশের ক্রিকেট
প্রতি অনেক
আগ্রহ।
সব কিছু যেন
হয়েছে আশরাফুলের
জন্য।
আজ তার একটা ভুলের
জন্য তাকে
আমরা খারাপ ভাষায়
কথা বলি
তাকে গালাগালি দেয়।
যারা এইদেশের
ক্ষতি করে ভালো হতে
চায়।আজ তাদের কেও
কিছু
বলেনা।
যারা আশরাফুলকে খারাপ
কাজ
করতে
বাধ্য করেছে।
আমি চায় তাদের
বিচার
হওয়া দরকার।
আজ সাকিব তামিম
মুশফিক অনেক
ভালো খেলে কিন্তু
তারা আগে কেমন
খলতো
বাংলাদেশের ক্রিকেট
যদি কারো বেশি
অবদান
থাকে সে আমাদের
সবার
প্রিয়
মোহাম্মদ আশরাফুল।
আজ
তাকে দেখলে
কষ্ট লাগে।মায়া হয়
যে দেশের
জন্য
এত কিছু করলো আজ
তাকে আমরা
ভুলে গিলাম।
আমি জানি তুমি ভুল
করেছো
তাই
তোমাকে শাস্তি পেতে হবে।
কিন্তু
শাস্তি যাতে আশরাফুলের
ক্যারিয়ার
চিন্তা করে দেওয়া হয়
যাতে আশরাফুল
আবার মাঠ
কাপাতে পারেন।
ভয়ংকর
রুপে আশরাফুলকে দেখতে চাই।
কথা আছে না পাপকে ঘৃনা কর
পাপী নয়
আমার
মতে আশরাফুলকে আরেক
বার
সুযোগ দেওয়া দরকার
কারন এখন
বাংলাদেশ
দলে আশরাফুল
থাকলে
অনেক
শক্তিশালী হবে টিম।
ফিরতে হবে ১৬
কোটি মানুষের
জন্য।
বিসিবি পারলে আশরাফুলকে ফিরে আনতে
কিন্তু বিসিবির
যে কান্ড
দেখতিছি তাতে
মনে হচ্ছে না আশরাফুলের
শাস্তি কম
দিবে।
তোমরা যদি আশরাফুলকে এক
বিন্দু
ভালোবেসে
থাকো তাহলে আশরাফুলের
জন্য
কিছু
করো।
মানুষ বলে যে দশের
লাঠি একের বুঝা।
তোমরা মানববন্ধন
করো।যে যাই
পারো
আশরাফুলের জন্য
কিছু করো।
আমরা চায়
না যাতে আশরাফুলের
কোন ক্ষতি হয়।
আশরাফুল
তুমি ফিরে আসো
মহানায়ক হয়ে।...
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন