পুলিশ মরে না কেন???
লিখেছেন লিখেছেন খুঁজে পিরি স্বাধীনতা ৩০ এপ্রিল, ২০১৪, ১২:৪৮:০৬ রাত
বন্দুক যুদ্ধে পুলিশ –র্যাব মরে না কেন ???
খুব ছোট বেলা থেকে শুনতাম শিবিরের কাছে নাকি বড় বড় অস্ত্র আছে। সেগুলো দিয়ে সহজেই মানুষ হত্যা করা যায় ।
তাই আমার স্যার আমাকে নিষেধ করেছিল শিবির কর না যেন , শিবির করলে মানুষ হতে পারবে না ।
কিন্তু বড় হয়ে দেখলাম সেই বড় অস্ত্র মানে ৫ ফুট বাঁশ আর ইটের খোয়া ব্যতীত আর কিছু নেই । ) ) ) )
“হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ”
এই বাঁশ গুলিকে কানা মিডিয়া গুলো বড় বড় অস্ত্র বলে ।
#আজকাল নিয়মিত খবরে দেখা যাচ্ছে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে জামায়াত-শিবির বা বিএনপির উমুক নেতা!!
নিহত দুই পুলিশ গুরুতর আহত !!!!
যে প্রশ্নটি জাগে সেটি হল এত সাধারণ মানুষ পুলিশের সাথে যুদ্ধে নিহত হচ্ছে ??
বেকুব মিডিয়া বার বার সেটি বলছে
এইসব ভারতীয় দালাল মিডিয়া একটু দেখাতে পারবে কোথাও কোন পুলিশ সেইসব বড় বড় অস্ত্র দিয়ে গুলিবিদ্ধ হয়েছে ?
পারবে না ১০০% নিশ্চয়তা দিতে পারি ।
তাই বলি সময় এসেছে এদেশের জনগণের জেগে উঠার!!!
যেভাবে ৭৫ সালে জেগেছিল!! ^^ ] ]
আশা করি অচিরেই এদেশে জনগণ!!
আবার জাগবে >>
আরেকটি ৭৫ অপেক্ষা করছে বাকশালিদের জন্য ,
সেটি আর বেশি দূরে নয় ।
বিষয়: Contest_father
১৫০০ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
।। তাবিজ-কবজ দিয়া বশীকরন করলেইতো ল্যাটা চুকে যায় ।।
ধন্যবাদ।
<:-P <:-P <:-P <:-P
= = = =
মন্তব্য করতে লগইন করুন