দুঃখে ভরা ২০১৩ সালটি!! মনে পড়ে যায়!! আমার লেখা একটি কবিতা!!

লিখেছেন লিখেছেন খুঁজে পিরি স্বাধীনতা ২৫ এপ্রিল, ২০১৪, ০৪:৩১:০৪ বিকাল

দুঃখে ভরা ২০১৩ সালটি!!

https://www.facebook.com/saifuddin90811

মোঃ সাইফ উদ্দীন।

কষ্ট আর বেদনা!! আর যে সহ্য হয় না!!

দুঃখে ভরা ২০১৩ সালটি ভুলতে যে পারবো না।

কাদের মোল্লার রায় নিয়ে ক্ষেপে উঠে নষ্ট চেতনায়।

আল্লাহ-রাসূলকে কটুক্তি করতে দ্বিধা নাহি পাই!!

১৩ দফা দাবী নিয়ে গর্জে উঠে তৈাহিদী জনতায়।

হেফাজত ঠেকাতে কূটকৈাশলে নারী সমাবেশ চাই।

হাজার তিনেক নারী জমায় ঘাতক রানায়।

ভয় দেখিয়ে ভিতরে প্রবেশ করায়, ফাটল প্লাজায়।

রানা প্লাজার দংশস্তুপে হারিয়ে গেল হাজার জনতা”।

রেশমা নামের নাটকটি নিছক ছলনা!!

BAL (বাংলাদেশ আওয়ামীলীগ) সেনারা কোরআন পুড়ে,

মায়াকান্নায় কেঁদে কেঁদে দোষ চাপাই হেফাজতের ঘাড়ে।

৬ মের কাল রাত্রী পাক-হানাদের হার মানায়!!

প্রতিবাদে জনগনে ৫ সিটিতে BAL (বাংলাদেশ আওয়ামীলীগ) সরকারকে লাল কার্ড দেখায়!!

নির্বাচনী ইসতেহারে দেশে বেড়ে যায় অরাজকতা।

এরশাদ কাকুর নির্বাচন নাটকে একদফা হয় সমালোচনা!!

বিরোধী জোট দমনে সরকার হয় মরিয়া!!

যৈাথবাহিনী নামে দলীয় সন্ত্রাস দিয়ে,

হত্যা করে বিরোধী জোট নেতা!!

এরশাদ কাকুর সন্ধান এখনো মিললো না!!

কাদের মোল্লাকে ফাঁসি দিলো বির্তকিত ট্রাইবুনাল!!

রাষ্টপ্রতির কাছে মাপ না চেয়ে,

আল্লাহর কাছে বিচার দিলো এই দামাল!!

মার্চ ফর ডেমোক্রেসীর ডাক দিয়েছিল খালেদা।

সরকারী অবরোধ এর আগে কেউ দেখেছে কিনা জানিনা?

জনগনে বলে উঠে, ওমা!! হাসিনা মোদেরে তুই আর জাল্বাইস না!!

খালেদার বাড়ির সামনে পুলিশ বেড়ীক্যাট! বালু বোঝাই ট্রাক!!

সুপ্রিমকোর্টে হামলা চালায় সরকারী মদদে!! পুলিশ নির্বাক!!

দেশ কোথায় গোপালি? প্রশ্ন করে খালেদা ।

এই নিয়ে মেতে উঠে নষ্ট চেতনা!!

বছরের শেষ দিনে খালেদার নামে মামলা!

আইনজীবীদের চাপে পরে শেষ হয় এই ঘাপলা!!

নতুন বছরের আগমণ।

অবরোধ দিয়ে নিমন্ত্রণ!!

বিষয়: Contest_father

১৪৫৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213147
২৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : এক কথায় চমৎকার কবিতা হয়েছে। দেশের সামগ্রিক রাজনৈতিক চেহারা ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ
২৯ এপ্রিল ২০১৪ রাত ১১:২৪
163336
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : ভাই এটা লিখেছিলাম ১ জানুয়ারীতে!! তবে সেটা ডাইরীতে সিমাবদ্ধ ছিল!! =Happy =Happy <:-P <:-P <:-P <:-P
213150
২৫ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : আবার মৌলবাদী তালেবানদের পক্ষে সাফাই । Time Out Time Out Time Out মেরে তক্তা বানিয়ে দিবো।
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৯
211925
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : মৌলবাদী কাকে বলে?Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
214829
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০২
সুমাইয়া হাবীবা লিখেছেন : এগিয়ে যান এই কষ্টকে শক্তিতে রুপান্তর করে। আল্লাহতো সাথেই আছেন।
২৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০০
211927
খুঁজে পিরি স্বাধীনতা লিখেছেন : আসলে লিখতে মন চাই না।Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File