কি হচ্ছে এসব ??? ঢাবিতে নামায কক্ষ থেকে ধরে ৩ ছাত্রীকে হলছাড়া করল কতৃপক্ষ!
লিখেছেন লিখেছেন সুন্দর আগামী ০৩ নভেম্বর, ২০১৪, ১০:৪৯:২৪ রাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে ফজরের নামায আদায়কালে তিন ছাত্রীকে আটক করে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রশাসন ও ছাত্রলীগের দাবি তারা ছাত্রী সংস্থা ও হিযবুত তাহরীরের রাজনীতির সঙ্গে জড়িত। তবে দুই দফা দীর্ঘ ৬ ঘন্টার জিজ্ঞাসবাদের পরও কে কোন সংগঠনের সঙ্গে জড়িত তা বলতে পারেন নি কর্তৃপক্ষ। আজ ভোরে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ফাহমিদা আকতার (কক্ষ-১০৯), বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের উম্মে কুলসুম পলি (কক্ষ-৪০০৬) এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের ছাত্রী মায়মুনা আকতার। এছাড়া ইসরাত জাহান ইলা ৪র্থ বর্ষ, (কক্ষ নং ১০৯) নামে আরও এক ছাত্রীকে সন্দেহের তালিকায় রেখেছে প্রশাসন। এ বিষয়ে হল প্রভোস্ট ড. সাজেদা বানু বলেন, ছাত্রী সংস্থা ও নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কর্মী সন্দেহে তিন ছাত্রীকে আটক করা হয়েছে। তবে কে কোন দলের সে বিষয়টি এখনও জানা যায়নি। তাদের কাছে কোন প্রমাণ পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তাদের কাছে ১৫ থেকে ২০টি ইসলামী বই পাওয়া গেছে। ওই ছাত্রীদের হলের সিট বাতিল করা হয়েছে এবং স্থানীয় অভিভাবকের কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ বলেন, হিযবুত তাহরীর ও ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত সন্দেহে আটক ছাত্রীদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তাদের সঙ্গে আর কারও যোগাযোগ রয়েছে কিনা খতিয়ে দেখা হবে। এর আগে সুফিয়া কামাল হল থেকে একই অভিযোগে ২০ ছাত্রীকে বের করে দেয় হল কর্তৃপক্ষ ও হল শাখা ছাত্রলীগ।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঢাকা যাবে না। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন