মডারেটর ভাইয়া । আপনাকে বলছি । শুনছেন ?
লিখেছেন লিখেছেন সুন্দর আগামী ০১ জুন, ২০১৪, ০৭:২৬:০৮ সন্ধ্যা
ভাইয়া কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছিলাম (অবশেষে বাঘের গর্জন............)এই শিরোনামে । লেখাটি উধাও হয়ে গেছে । সম্ভবত মুছে দিছেন ।কিন্তু কেন,কি কারণে মোছা হল তা সংক্রান্ত কোন নোটিশ আসেনি ।ইমেইল বা ব্লগ কোথাও না ।ভাইয়া একটু বলবেন কি ? কি কারণে মোছা হল ?বললে এই সংক্রান্ত ভুল হতে বিরত থাকার চেষ্টা করব ।ধন্যবাদ ভাইয়া । আশা রাখি রেসপঞ্জ পাব । পাব কি ?
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পোষ্টের বিপরীতে যথোপযুক্ত প্রমাণাদি এবং সত্যতা না থাকায় আপনার পোস্টটি মুছে দেয়া হয়েছে। কোনো অসমর্থিত এবং অপরিচিত সাইটের উদ্ধৃতি দিয়ে জাতীয় কোনো ইস্যু নিয়ে বিভ্রান্ত ছড়ানোকে আমরা প্রশ্রয় দিতে পারি না।
০১ জুন, ২০১৪, ১২:০০:০০ রাত
কিন্তু তথ্যগুলো একটা অনলাইন নিউজ পোর্টালের থেকে নেয়া ছিল ।
তবুও মডারেটর ভাইয়াকে ধন্যবাদ ।
মডারেটর ভাইয়া । এটা আপনার জন্যে -
আপনাকে অজানা কারণে ব্লগীয় বিশেষ ক্ষমতা আইনে কঠিন নজরদারীতে রাখা হয়েছে। বিডি টুডের গঠিত ট্রাইবুনালের বিচারকদের দৃষ্টিতে আপনার কৃত অপরাধ আমলে নেয়ার পর কোর্টে উত্থাপিত হলেই জানা যাবে, আপনি, আপনার দাদা কেউ রাজাকার নামে কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছিল কিনা। তখন আমরা আপনার হয়ে লড়ার জন্য চেস্টা করিব। সে পর্যন্ত আপনার প্রতি সহানুভুতি সাথে থাকল। ধন্যবাদ।
বাংলাদেশের পররাষ্ট্রনীতি হইল '' কাহারো সাথে বৈরিতা নয় , সকলের সাথে বন্ধুত্ব''
* বন্ধু রাষ্ট্র দুই প্রকার
১. স্বাধীনতায় সহায়তাকারী এবং ২.অর্থনৈতিক উন্নয়নে সহায়তাকারী
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8726/sundoragamee/46345#.U41dTnaynXQ
মন্তব্য করতে লগইন করুন