নির্বাক মানবতা ! নিঃস্তব্ধ সভ্যতা ! ঘৃণ্য আধুনিকতা !

লিখেছেন লিখেছেন সুন্দর আগামী ১১ মে, ২০১৪, ০১:১৫:১৫ দুপুর

মেঝেতে কাঁতরাচ্ছে দগ্ধ বধূ, সিরিয়ালে মগ্ন শাশুড়ি



বাড়ির ভিতর থেকে ভেসে আসছে তারস্বরে চলা টিভির আওয়াজ। সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে মাংস পোড়া কটু গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। কয়েক জন মিলে বাড়িতে ঢুকে দেখেন, টিভির সামনে বসে গৃহকর্ত্রী। আর ঘরের মেঝেতে পড়ে কাঁতরাচ্ছেন আগুনে অর্ধেকেরও বেশি পুড়ে যাওয়া ওই বাড়িরই সদ্য বিবাহিত বৌটি। তাঁকে সামলানোর চেষ্টা করছে তার শ্বশুর। আর ওই গৃহবধূর স্বামী আগুনে পোড়া বৌয়ের জন্য মাটিতে শুয়ে কান্নাকাটি করছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে কলকাতার বেলুড়ের বি কে পাল টেম্পল রোডে।

এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলেন প্রতিবেশীরা। সন্দেহও হয়েছিল। কিন্তু সময় নষ্ট না করে তারা এলাকারই একটি গাড়ি করে ওই গৃহবধূকে পাঠিয়ে দেন হাসপাতালে। পরে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার মেডিকেল কলেজ। সেখানেই মৃত্যু হয় ওই গৃহবধূর।

তার বাড়ির লোকের অভিযোগ, মৃত্যুর আগে রুম্পা নিয়োগী (২২) নামে ওই বধূ অভিযোগ করে গিয়েছেন, তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে দিয়েছে। দলবদ্ধ ভাবে বধূ নির্যাতন ও তাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে পুলিশ রুম্পার স্বামী রাজ নিয়োগী, শ্বশুর চঞ্চল নিয়োগী এবং শাশুড়ি মিঠু নিয়োগীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, যৌতুকের জন্যই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা ধারণা করছেন।

বিষয়: বিবিধ

১১৯০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

220187
১১ মে ২০১৪ দুপুর ০১:৩৬
সুশীল লিখেছেন : Applause Applause Applause
১১ মে ২০১৪ বিকাল ০৪:১১
167918
সুন্দর আগামী লিখেছেন : Good Luck Good Luck Good Luck
220192
১১ মে ২০১৪ দুপুর ০১:৫৭
বিন হারুন লিখেছেন : ধিক্কার জানাই সেসব কুলাঙ্গারদের, যাদের হৃদয়ে মানবতা নেই.
১১ মে ২০১৪ বিকাল ০৪:১৫
167919
সুন্দর আগামী লিখেছেন : মানবের এই প্রজাতি থেকে মনুষত্ব লোপ পাইয়াছে । মনুষত্বের বদলি যাহা জায়গা পাইয়াছে তাহাকে পশুত্ব বলিলে পশুদের ছোট করা হইবে এবং তাহারা লজ্জা পাইবে । এই প্রজাতির কি নাম রাখা যায় বলবেন ভাইয়া ?
220195
১১ মে ২০১৪ দুপুর ০২:০৬
কইবো কথা বাসর রাতে লিখেছেন : এতো কলকাতায় হয়েছে কয়দিন পর আমাদের দেশেও ঘটবে। সিরিয়ালে এত ভক্ত মেয়েরা যে কি বলব। ওদের যদি তিনদিন খেতে নাও দেয়া হয় তাহলেও চলবে।
১১ মে ২০১৪ বিকাল ০৪:১৫
167920
সুন্দর আগামী লিখেছেন : এটা তো শুরু হয়ে গেছে প্রায়ই।Good Luck Good Luck
220213
১১ মে ২০১৪ দুপুর ০২:৩৫
হতভাগা লিখেছেন : জীবন মানেই


১১ মে ২০১৪ বিকাল ০৪:১৭
167921
সুন্দর আগামী লিখেছেন : মানবের এই প্রজাতি থেকে মনুষত্ব লোপ পাইয়াছে । মনুষত্বের বদলি যাহা জায়গা পাইয়াছে তাহাকে পশুত্ব বলিলে পশুদের ছোট করা হইবে এবং তাহারা লজ্জা পাইবে । এই প্রজাতির কি নাম রাখা যায় বলবেন ভাইয়া ?
220215
১১ মে ২০১৪ দুপুর ০২:৩৬
ভিশু লিখেছেন : এগুলোই হলো সেই স্বনামধন্য অপসংস্ক্রৃতি - যা মানুষকে পশুর চেয়েও নিকৃষ্ট করে তুলছে!
১১ মে ২০১৪ বিকাল ০৪:১৭
167922
সুন্দর আগামী লিখেছেন : মানবের এই প্রজাতি থেকে মনুষত্ব লোপ পাইয়াছে । মনুষত্বের বদলি যাহা জায়গা পাইয়াছে তাহাকে পশুত্ব বলিলে পশুদের ছোট করা হইবে এবং তাহারা লজ্জা পাইবে । এই প্রজাতির কি নাম রাখা যায় বলবেন ভাইয়া ?
220506
১২ মে ২০১৪ সকাল ১০:০২
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমরা যেভাবে সিরিয়ালে ডুবে যাচ্ছি, ক'দিন পর আমাদেরো ঘরে লোক মারা গেলে আগে সিরিয়াল শেষ করতে হবে, তারপর কবর দেয়ার ব্যাবস্থা।
১২ মে ২০১৪ বিকাল ০৪:১৯
168228
সুন্দর আগামী লিখেছেন : ধন্যবাদ ভাইয়া ।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File