নির্বাক মানবতা ! নিঃস্তব্ধ সভ্যতা ! ঘৃণ্য আধুনিকতা !
লিখেছেন লিখেছেন সুন্দর আগামী ১১ মে, ২০১৪, ০১:১৫:১৫ দুপুর
মেঝেতে কাঁতরাচ্ছে দগ্ধ বধূ, সিরিয়ালে মগ্ন শাশুড়ি
বাড়ির ভিতর থেকে ভেসে আসছে তারস্বরে চলা টিভির আওয়াজ। সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে মাংস পোড়া কটু গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। কয়েক জন মিলে বাড়িতে ঢুকে দেখেন, টিভির সামনে বসে গৃহকর্ত্রী। আর ঘরের মেঝেতে পড়ে কাঁতরাচ্ছেন আগুনে অর্ধেকেরও বেশি পুড়ে যাওয়া ওই বাড়িরই সদ্য বিবাহিত বৌটি। তাঁকে সামলানোর চেষ্টা করছে তার শ্বশুর। আর ওই গৃহবধূর স্বামী আগুনে পোড়া বৌয়ের জন্য মাটিতে শুয়ে কান্নাকাটি করছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে কলকাতার বেলুড়ের বি কে পাল টেম্পল রোডে।
এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছিলেন প্রতিবেশীরা। সন্দেহও হয়েছিল। কিন্তু সময় নষ্ট না করে তারা এলাকারই একটি গাড়ি করে ওই গৃহবধূকে পাঠিয়ে দেন হাসপাতালে। পরে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার মেডিকেল কলেজ। সেখানেই মৃত্যু হয় ওই গৃহবধূর।
তার বাড়ির লোকের অভিযোগ, মৃত্যুর আগে রুম্পা নিয়োগী (২২) নামে ওই বধূ অভিযোগ করে গিয়েছেন, তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে দিয়েছে। দলবদ্ধ ভাবে বধূ নির্যাতন ও তাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে পুলিশ রুম্পার স্বামী রাজ নিয়োগী, শ্বশুর চঞ্চল নিয়োগী এবং শাশুড়ি মিঠু নিয়োগীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, যৌতুকের জন্যই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা ধারণা করছেন।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন