৯এর নামতা
লিখেছেন লিখেছেন সুন্দর আগামী ১৬ এপ্রিল, ২০১৪, ১২:৩১:০৬ রাত
৯এর নামতা
১এর নামতা এত্ত সহজ;
পরীক্ষায় কেন না আসে ?
ছোটন মণি ভাবছে অতি;
৯এর নামতা কেন সিলেবাসে?
.
.
.
.
খুকি মনির শেখা শেষ,
ছোটন মনির নয়।
ঘণ্টা খানেক পরে তাই,
ছোটন মনির এসিড টেস্ট ।
পড়া পারে না মারবে ব্যাস্ ;
ভাইয়া তা না করে ,
দেয় সাজা কান ধরা ;
খুকি মনির হাঁসির রেশ ।
ভাবতে ভাবতে পড়ল ধরা,
ছোটন মনির চোখে ।
৯এর নামতা এত্ত সহজ,
কে বলেছে কঠিন তারে ?
দশটা ৯ উপর-নিচে;
পাশে দশটা গুণ চিহ্ন,
দাও বসিয়ে ।
ক্রমানুযায়ী ১ থেকে ১০;
পাশে দশটা সমান চিহ্ন,
দাও বসিয়ে ।
এবার দশ অঙ্ক দাও লিখে;
উপর-নিচে আঁখিদ্বয় বন্ধ করে।
আবার দশ অঙ্ক উল্টো করে,
উপর-নিচে দাও লিখে ।
ছোটন মনি হাঁসবে আজ ;
খুকি মনি নয় ।
পড়ালেখা খুবই সহজ,
কঠিন কিছু নয় ।।
বিষয়: বিবিধ
২৪০০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন