*** বোশাখ ***

লিখেছেন লিখেছেন সুন্দর আগামী ১৪ এপ্রিল, ২০১৪, ১০:৩১:৩৭ সকাল



বোশাখ

চৈত্র সংক্রান্তির পরে;

বৈশাখ এলো ফিরে ।

একটি বছর গেছে চলে;

প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব না কষে;

ছুটে চলি করতে বরণ লয়ে,

রমনার বটমূলে ।।

শাড়ি,ছুড়ি আর টিপে,

কিংবা পাঞ্জাবি-ধুতি পরে;

বাঙ্গালীর চিরায়ত সাজে,

এলো বৈশাখ ফিরে;

চৈত্র সংক্রান্তির পরে;

বৈশাখ এলো ফিরে ।।

আজ চৈত্রের শেষ দিনে;

বিদায় জানায়,বিদায়ী বছরকে,

ডায়েরীর সুখময় দিনগুলি টেনে;

তৃপ্তির ঢেঁকুর তুলে,

ভুলি সকল অপ্রাপ্তি-হতাশাকে ।।

সুন্দর দিনের প্রত্যাশা করে,

রমনার বটমূলে;

নেচে-গেয়ে আর পান্তা ইলিশ খেয়ে,

প্ল্যাকার্ড-ফেস্টুন-ব্যানার;

নতুবা মূর্তি-কার্টুন হাতে লয়ে,

মঙ্গল শোভাযাত্রায় শরীক হয়ে;

নতুন বছরকে করব বরণ লয়ে,

নেচে-গেয়ে আর আনন্দ-ফূর্তিতে ।।

চলে এসো বাঙ্গালীর সাজে;একদিনের তরে,

শাড়ি-ছুড়ি আর মাঝ কপালে বড় টিপ দিয়ে;

কিংবা পাঞ্জাবি-ধুতি পরে,

রমনার বটমূলে;রমনার বটমূলে ।।

বিষয়: বিবিধ

১০৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207508
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৭
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৩
156089
সুন্দর আগামী লিখেছেন : Happy Happy Happy Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File