সহীহ আকিদা কি?

লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ৩১ মে, ২০১৬, ১১:৪৯:২৪ সকাল

কারো আকিদা তথা বিশ্বাস যদি কুরআন এবং হাদিসের সাথে না মিলে তাহলে তার ইমান পরিপূর্ণ নয়। আর যার বিশ্বাস ও কর্ম কুরআন ও হাদিসের সাথে মিলে যায় তার আকীদা সহীহ যাকে মু'মিন, মুসলিম ইত্যাদি নামে ডাকা হয়। (যদিও মু'মিন এবং মুসলিমের মধ্যে পার্থক্য রয়েছে) কিন্তু সহীহ আকিদা কি?

সহীহ আকিদা মানে কি- শুধু বুকের উপর হাত বাঁধা?

প্রত্যেক রাকাতে সুরা ফাতিহা বাধ্যতামূলক করা??

সুরা ফাতিহা শেষে জোরে আমিন বলা???

কেউ যদি কুরআনের কোন আয়াতকে অমান্য করে; অস্বীকার করে বা কুরআনে আল্লাহ যা বলেছেন তার বিপরীত করে তাহলে তাকে কি বলা যায়?

আল্লাহ যাকে/যাদের কাফের, ফাসেক, জালিম বলেছেন তাদের সমর্থন যারা করে, সমর্থন করার জন্য অন্যকে উৎসাহিত করে, সময় সুযোগ এবং ক্ষমতা অনুসারে উপদেশ বা নির্দেশ দান করে তাদের আকিদা কতটুকু সহীহ??

বুকের উপর হাত বেঁধে, জোরে আমিন বললে, লম্বা জামা পরলে আর মুখভর্তি দাঁড়ি রাখলে কি তাদের আকিদা সহীহ হবে??

কিছুদিন আগে এক আলেম ফতোয়া দিয়েছেন- হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বলা যাবেনা, তার বিরুদ্ধে আন্দোলন করা যাবেন।

যে সরকার পাঠ্য পুস্তকে যুক্ত করেছে যে, দেব দেবীর নামে পশু জবাই করলে তা খাওয়া হালাল। এমন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যারা নিষেধ করে তারা আসলে কতটুকু সহীহ আকিদা লালন করে??

তিরমিযি শরীফের একটা হাদিসে পড়েছিলাম "যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন মতের দিকে মানুষকে ডাকবে সে জাহান্নামের লাকড়ি হবে, যদিও রোজা রাখে, নামাজ পড়ে এবং নিজেকে মুসলমান দাবী করে।"

বিষয়: বিবিধ

৩২৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370527
৩১ মে ২০১৬ দুপুর ১২:২৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : নব্য আহলে হাদীসদের প্রচারণা আর মাযহাবপন্থীদের সাথে কাঁদা ছোঁড়াছুড়িতে এটাই মনে হওয়া স্বাভাবিক যে-সহীহ আকীদা মানে বুকের উপর হাত বাঁধা, রাফে ইয়াদীন করা, জোরে আমীন বলা।
৩১ মে ২০১৬ দুপুর ০১:০৪
307454
মোস্তাফিজুর রহমান লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের বুঝ দান করুক, আমিন।
371043
০৫ জুন ২০১৬ সকাল ১০:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যটি এই পোস্ট রিলেটেড নয়।
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File