ফেসবুক আসক্তি!!

লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ২৪ মে, ২০১৬, ১১:৪৪:৫০ সকাল

ফেসবুক বর্তমান পৃথিবীর বহুল পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম/সাইট।

হারানো বন্ধুদের খুজে পাওয়া কিংবা বিবেক বন্ধকরাখা মিডিয়াগুলোর বিকল্প মিডিয়া হিসেবেই ফেসবুক বাংলাদেশে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ। দেশের সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলো কোন খবর প্রচার করার আগেই ফেসবুকের কল্যাণে আসল খবরটা অনেক আগেই পাওয়া সম্ভব হয়। কারণ প্রত্যেক ব্যবহবারকারীই এক একজন সাংবাদিক।

এতো দেখি শুধু কল্যাণ আর কল্যাণ...... মুদ্রার বিপরীত দিকে -

ফেসবুকের কল্যাণেই ভূয়া আর অসত্য নিউজগুলো খুব দ্রুত প্রচার হয়। ফলে প্রকৃত ঘটনা কি তা নিয়ে সন্দেহ থেকেই যায়।

ফেসবুকের কারণেই মনে হয় পোলিও রোগের মত সেলফি রোগের আর্ভিভাব।

ফেসবুকের কারণেই কেউ বাথরুমে যাচ্ছে, কারো বদনা থেকে পানি ছুইয়ে ছুইয়ে পড়ছে এমন যন্ত্রণাদায়ক ছবি আর স্ট্যটাস দেয়া যায়।

সব চেয়ে বড় যে বিষয়টা তা হচ্ছে-

সামাজিক যোগাযোগের এই মাধ্যমটাই আমাদেরকে অসামাজিক করে রেখেছে।।

অতীতে যখন গাড়ির জন্য অপেক্ষা করছি কিংবা কারো বাড়িতে বেড়াতে গেছি অথবা সফরে তথা যাত্রাপথে আছি এমন সময় পাশের জনের সাথে পরিচিত হতাম, খোজ খবর নিতাম। কিন্তু! বর্তমানে সেই সময় নাই; সবাই ফেসবুক নিয়ে ব্যস্ত।

আগে ছাত্ররা পড়ালিখা আর খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ত; সকাল বেলা সুস্থ সবল হয়ে উঠত। আর বর্তমানে রুমের দরজা বন্ধ করে কিংবা কম্বলের নিচে লুকিয়ে সারারাত ফেসবুক / ইন্টারনেট নিয়ে ব্যস্ত থেকে সকাল বেলা রানীক্ষেতে আক্রান্ত মুরগীর মত ঝিমাতে ঝিমাতে দিনশুরু। ক্লাশে গিয়ে ঝিমানো। চাকুরীজীবিদেরও অনেকের একই অবস্থা।

পরকীয়া, অবৈধ প্রেম ভালবাসা, ভুয়া আইডির প্রকোপ ইত্যাদি আরো কতশত সমস্যা।

ফেসবুক সমস্য নয় মূলত ফেসবুকের প্রতি অতিরিক্ত আসক্তিই এর মূল কারণ।

প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রযুক্তি থেকে উপকারটুকু গ্রহণ করি এটাই কামনা।

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369952
২৪ মে ২০১৬ সকাল ১১:৪৮
আফরা লিখেছেন : জী ঠিক কথাই বলেছেন তবে আমি ফেবুতে যাই না । অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া ।
২৪ মে ২০১৬ সকাল ১১:৫৪
307030
মোস্তাফিজুর রহমান লিখেছেন : মোবাইল থেকে ফেসবুক ডিলিট করেছি; কিন্তু কমিউটার থেকে পারিনি. চেষ্টায় আছি কমানোর জন্য। ধন্যবাদ আপনাকেও।
369972
২৪ মে ২০১৬ দুপুর ১২:৫৩
369973
২৪ মে ২০১৬ দুপুর ০১:০৩
বাকপ্রবাস লিখেছেন : ব্লগ না জমাতে ফেইসবুকে মজে আছি
২৪ মে ২০১৬ দুপুর ০১:০৫
307039
মোস্তাফিজুর রহমান লিখেছেন : শতভাগ সহমত! তবে ফেসবুকে মজে থাকাতেই মনে হয় ব্লগ ঠান্ডা গেছে।
২৪ মে ২০১৬ দুপুর ০১:৩৫
307046
বাকপ্রবাস লিখেছেন : যখন ব্লগে ছিলাম ফেবু ওপেনই করতামনা, সরকার ব্লগগুলো ব্লক করে দিয়েছে সবাই ফেবুতে ঝাপিয়ে পড়েছে। সোনারবাংলা গেছে, এখন দেখছি সামু ওপেন করতে পারছিনা, টুডে অনেক কষ্টে টিকে আছে
370005
২৪ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৯
ক্রুসেড বিজেতা লিখেছেন : ব্লগ থেকে ফেবু বেশ জমজমাট,, বর্তমানে বেশ ভালো ভালো লেখক ফেবুতে সক্রিয়,, মাঝে মাঝে ব্লগের আসার পথ নীরবে ব্লক হয়ে যায় । সব মিলিয়েই ফেবু অনেকের মতো আমারও স্বাচ্ছেন্দ্যর জায়গা ।
২৪ মে ২০১৬ রাত ০৮:২৫
307065
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আপনার কথার সাথে একমত। তবে ফেসবুকে কন্ট্রোল না থাকায় অনেক কিছুই ওয়ালে আসে যা পছন্দনীয় নয়; আপত্তিকর। ব্লগে মডারেটর থাকায় সে সমস্যা কম।
২৪ মে ২০১৬ রাত ১০:২৬
307082
ক্রুসেড বিজেতা লিখেছেন : ধন্যবাদ,,, সহমত জেনে প্রীত হলাম। ভালো থাকবেন সর্বদা- শুভরাত্রি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File