ইসলামী দাওয়াত ও কর্মনীতি বইয়ের উপর কয়েকটি প্রশ্ন ও তার উত্তর

লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ০৬ অক্টোবর, ২০১৫, ০৮:২৮:৪০ রাত

বই: ইসলামী দাওয়াত ও কর্মনীতি

লেখক: সাইয়্যেদ আবুল আলা মওদূদী

1. বইটির বক্তব্য কোথা থেকে নেয়া হয়েছে?

উ: ১৯৪৫সালের ১৯ এপ্রিল দারুল ইসলাম পাঠানকোটে জামায়াতে ইসলামীর বার্ষিক সম্মেলনের বক্তব্য।

2. আমাদের আন্দোলান নিরস, শুষ্ক ও স্বাদহীন কেন?

উ: জনগণকে আকৃষ্ট করার মত উপায় উপাদানের অভাব, তার উপর দ্রুত লক্ষ্যে পৌছানোর মত কর্মসূচী নেই।

3. আন্দোলনের দিকে লোকজনের আকর্ষনের কারণ কি?

উ: নিশ্চিত সত্য (ইসলামের) প্রতি আকর্ষন।

4. সম্মেলনের উদ্দেশ্য কি?

উ: সদস্যদের পারস্পরিক পরিচিতি, পরামর্শ, ভবিষ্যত কর্মপন্থা নির্ধারণ, অতীতের কাজের যাচাই বাছাই করা।

5. আমাদের সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা সৃষ্টির কারণ ও সমাধান কি?

উ: পারস্পরিক সাক্ষাতের অভাব ও দূরত্ব।

6. আমাদের দাওয়াত কি? তথা কিসের দিকে?

উ: মানুষের সামগ্রিক জীবনে ইসলাম নির্ধারিত পরিপূর্ণ বিপ্লব সৃষ্টি করা।

7. আমাদের দাওয়াতকে ব্যহত করতে কি কি চানক্য নীতি গ্রহণ করা হয়?

উ: আমরা ক্ষমতা দখল করতে কাজ করি, অথচ রাষ্ট্রক্ষমতা আল্লাহর দান তা দাবী করার বস্তু নয়।

8. আমাদের বিরুদ্ধে অপ-প্রচার চালায় কেন?

উত্তর: সত্যের এই আন্দোলন থেকে মানুষকে দূরে রাখা।

9. আমাদের দাওয়াত কয় দফা ও কি কি?

উত্তর: তিনদফা …..

10. আল্লাহর ইবাদত সম্পর্কে প্রচলিত ধারণা সমূহ কি কি?

উত্তর : শুধুমাত্র মুখে স্বীকৃতি দিলেই চলবে, কর্ম এবং বাস্তব ক্ষেত্রে আল্লাহকে স্থান দেয়ার দরকার নাই; অথবা ব্যক্তিগত জীবনে আমল-আখলাক আকীদা ইত্যাদি ঠিক রাখলে চলবে সামজ রাষ্ট্র বা সামষ্টিক জীবনে আল্লাহ তথা ধর্মকে না টানলেই ভাল।

11. আল্লাহর ইবাদত তথা দাসত্বের অর্থ কি?

উত্তর: আল্লাহকে পূর্ণরুপে ইলাহ, রব, মাবুদ, শাসক, মালিক, মনিব পথ-প্রদর্শক, আইন রচয়িতা, হিসাব গ্রহণকারী এবং প্রতিফল দাতা মানা এবং নিজের সমগ্র জীবন তথা ব্যক্তিগত, সামাজিক, নৈতিক, ধর্মীয়, তামাদ্দুনিক, রাজনৈতিক, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও আদর্শমূলক ব্যাপার সমূহকেও পূর্ণরূপে আল্লাহর বন্দেগীর ভিত্তিতে সুসম্পন্ন করা।

12. মুনাফেকী নীতি বলতে লেখক কি বুঝিয়েছেন?

উত্তর: যখন মানুষ নিজের ইমান ও দ্বীন এর সম্পূর্ণ বিপরীত ধরনের জীবন ব্যবস্থাকে নিজের উপর প্রভাবশালী ও সুপ্রতিষ্ঠিত দেখিতে পাইয়া সন্তুষ্ট হয় এবং উহার আমুল পরিবর্তন করিয়া তথায় নিজের দ্বীন ও জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করিতে আদৌ চেষ্টা করেনা বরং সাম্প্রতিক প্রতিষ্ঠিত ফাসিকী ও আল্লাহদ্রোহী মূলক জীবন ব্যবস্থাকে নিজের অনুকূল মনে করিয়া উহাতে নিজের মঙ্গলময় ভবিষ্যত রচনার চিন্তায় মশগুল থাকে।

13. ফিকাহ শাস্ত্রের দৃষ্টিতে ইমান আর ইসলামের দৃষ্টিতে ইমান কি?

উত্তর: মৌখিক স্বীকৃতির পর কিছু ধর্মীয় রীতি নীতি পালন করলে ফিকাহ শাস্ত্রে দৃষ্টিতে সে ইমানদার বিবেচিত হবে কিন্তু ইসলামের দৃষ্টিতে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করলেই সে ইমানদার বিবেচিত হবে, তথা আল্লাহ মুমিনদেরকে যে সকল নির্দেশ দিয়েছেন তা পরিপূর্ণভাবে পালন করলেই সে ইমানদার হতে পারে।

14. অনৈসলামিক রাষ্ট্রব্যবস্থায়ও ইসলামের কিছু বিধান পালনের সুযোগ থাকে কেন?

উত্তর: কারণ সেগুলো অনৈসলামিক রাষ্ট্রব্যবস্থার জন্য ক্ষতিকর নয়।

15. বাতিল রাষ্ট্র ব্যবস্থায় সন্তুষ্ট থাকা সম্পর্কে আপনি কি মনে করেন?

উত্তর:??

16. কর্মীয় বৈসাদৃশ্য কাকে বলে?

উত্তর: যে জীবন বিধান ও কর্মপদ্ধতির দিকে মানুষকে আহবান করা হয় তার বিপরীত দিকে নিজে চলা এবং অনৈসলামিক প্রতিষ্ঠান এবং আইন আদালতের প্রতি বিচার প্রার্থী হওয়া।

17. ইমানদার ইসলাম বিরোধী কর্মকান্ডে কতক্ষণ সন্তুষ্ট থাকতে পারে। গুণাহের কাজ হয়ে গেলে কি করতে হবে?

উত্তর: মানবিক দূর্বলতার কারণে ক্রুটি বিচ্যুতি ঘটিলে সঙ্গে সঙ্গেই নিজের ক্রটি স্বীকার করে আল্লাহর বন্দেগীর দিকে ফিরে আসবে। তথা তওবা করতে হবে।

18. মানুষ আল্লাহর পরিবর্তে কার কার দাসত্ব করে?

উত্তর: তিন ধরনের প্রভু বা ইলাহ। যাদের সাথে পার্থিব সম্পর্ক রয়েছে, বা যাদের ভয়-ভীতি করার কোন কারণ রয়েছে। যেমন, নফস, পিতৃ-পুরুষ, সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা বিভিন্ন কুসংস্কার ইত্যাদি।

19. কারা কেন ইসলামকে বিকৃতরুপে আমাদের সামনে তুলে ধরে?

উত্তর: স্বার্থবাদী ধর্মীয় নেতা ও সুবিধাভোগী দুনিয়াদাররা।

20. লবনের খনি বলতে লিখক কি বুঝিয়েছেন?

উত্তর: ইসলাম বিরোধী বিভিন্ন মতবাদ ও কুসংস্কার।

21. নেতৃত্বের আমুল পরিবর্তন বলতে কি বুঝায়? পরিবর্তন জরুরী কেন?

উত্তর: সমাজ ও রাষ্ট্রের নীতি নির্ধারক তথা আইন প্রণয়ন ও বাস্তবায়নকারী সকল স্তরের দায়িত্বপ্রাপ্ত ও কর্তৃত্বশীল পরিবর্তন করা। কারণ এদের পরিবর্তন করা ছাড়া বিপ্লব সম্ভব নয়।

22. দেশের নেতৃত্বে বর্তমান অবস্থায় থাকলে আমাদের পরবর্তী প্রজন্মের কি ক্ষতি হতে পারে।

উত্তর: দেশের নেতৃত্ব বর্তমান অবস্থায় থাকলে আমাদের পরবর্তী প্রজন্মকে ইসলামের উপর বিশ্বাসী রেখে যাওয়া ও অসম্ভব ব্যাপারে পরিণত হতে পারে।

23. নেতৃত্ব কিভাবে পরিবর্তিত হতে পারে?

উত্তর: সামরিক বিপ্লব, গণ বিপ্লব, পরিকল্পিতভাবে বিভিন্ন স্তরে লোক সৃষ্টি করে।

24. নেতৃত্বের কি কি গুণাবলী থাকা প্রয়োজন?

উত্তর: মজবুত ইমান, ইসলামের পরিপূর্ণ অনুসারী, চলমান বিশ্বের বাস্তব জীবন ধারা সম্পর্কে অভিজ্ঞ এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বর্তমান নেতৃত্বের চেয়ে ও অধিক যোগ্য।

25. আমাদের নেতৃবৃন্দের কেমন যোগ্যতা থাকা চাই?

26. উত্তর: মজবুত ইমান, ইসলামের পরিপূর্ণ অনুসারী, চলমান বিশ্বের বাস্তব জীবন ধারা সম্পর্কে অভিজ্ঞ এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বর্তমান নেতৃত্বের চেয়ে ও অধিক যোগ্য।

27. আমাদের আন্দোলনের প্রথম বিরোধীতাকারী কারা?

উত্তর: মুসলমানরা।

28. আন্দোলন সম্পর্কে অমুসলমানদের ধারণা কি?

উত্তর: মিথ্যা পতিপন্ন করেনি, বরং মতামত পেশ করেছে যে, ইসলাম আরো আগে তার বাস্তব অবস্থা পেশ করতে পারলে রাষ্ট্রের অবস্থা আরো ভাল হত।

29. আমাদের বিরোধীদের চরিত্র কেমন?

উত্তর: বাস্তবতার কারণে সরাসরি আঘাত হানতে পারেনা, তাই বিবিন্ন অজুহাত তুলে ধরে এর বিরোধীতা করে।

30. জ্ঞান ও গবেষণামূলক আন্দোলন কাকে বলে?

উত্তর: কোরআন হাদিস বাদ দিয়ে সমাজ রাষ্ট্র বা বিশ্বের কোন ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনা বা পরিস্থিতির আলোকে বাহ্যিক দিক চিন্তা করে আন্দোলন পরিচালনা করা।

আমাদের দাওয়াত ও কর্মনীতি কোথা থেকে নেয়া হয়েছে? আমাদের দাওয়াত গ্রহণ করার পর লোকদের সামাজিক ও আর্থিক পরিস্থিতি কেমন হয়?

উত্তর: সরাসরি কুরআন ও রাসুলুল্লাহর জীবনী তথা হাদিস থেকে। পরিবার পরিজন সবাই শক্রু হয়ে যায়। আর্থিক ও সামাজিকভাবে লাঞ্চিত ও বঞ্চিত হতে হয়।

31. জামায়াতের সদস্যদের প্রধান দায়িত্ব কি? দায়িত্ব পালনে সমস্যা ও সুবিধা কি?

উত্তর: যে সত্যের আলো তারা লাভ করেছে তা নিজেদের নিকটবর্তী লোকদের নিকট তুলে ধরা তথা প্রচার করা।

32. আদর্শ প্রচারে আমরা কোন নীতি গ্রহণ করি?

উত্তর: কুরআনে উপস্থাপিত কর্মনীতি।আর তা হল যুক্তি, জ্ঞান, বুদ্ধি এবং মহৎ উপদেশের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে আহবান। তাড়াহুড়া না করে মনোচিকিৎসকের ভূমিকা পালন করা।

33. দাওয়াত দানের ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেব?

উত্তর: যারা সত্যকে গ্রহণ করতে আগ্রহী তাদের।

34. কিভাবে সমাজের অধিকাংশকে আমাদের আন্দোলনের সহযোগী করা যায়?

উত্তর: গভীর অর্ন্তদৃষ্টি, গাম্ভীর্য, বুদ্ধিমত্তা, কর্মদক্ষতা ও প্রত্যুৎপন্নমতিতা নিয়ে কাজ করলে।

35. জামায়াত কর্মীদের উচ্চমান ও নিম্নমান বলতে লেখক কি বুঝিয়েছেন?

উত্তর: যারা আল্লাহর সন্তুষ্টির উদ্যেশ্যে সমাজে প্রাপ্য অধিকার আল্লাহর রাহে ত্যাগ করতে পারে এমন কর্মীদের উচ্চমানের কর্মী বলেছেন। আর যারা এতটুকু ত্যাগ করার হিম্মত রাখেনা তবে মিথ্যা মামলা, মিথ্যা স্বাক্ষ্য, অতিরিক্ত লোভ, অন্যের মান সম্মানে আঘাত হানা থেকে মুক্ত তাদেরকে নিম্নমানের কর্মী বলেছেন। যারা এসবে সাথে জড়িত থাকে তাদেরকে সংগঠন ভূক্ত নয় বলে মত দিয়েছেন।

36. যারা আল্লাহর আইন ছাড়া বিচার করে তাদের পরিচয় কি?

উত্তর: কাফির, ফাসিক, জালিম।

37. আইনগত সম্পর্ক ও নৈতিক সম্পর্ক কাকে বলে?

উত্তর: ???

38. নিরপেক্ষ ও বিরোধীদের প্রতি আহবান কি?

উত্তর: আমাদের কর্মনীতি মনযোগের সহিত অনুধবান করে আল্লাহ ও রাসুল সা: এর বিধানের সহিত সামঞ্জস্যতা যাচাই করুন এবং দ্বীনকে বিজয়ী ও বাতিলকে নির্মুল করার জন্য কতটুকু কার্যকরী তা ভাবুন।

39. আলেম ও পীরদের ব্যাপারে লোকদের প্রশ্ন ও আমাদের বক্তব্য কি?

উত্তর: সাধারণের প্রশ্ন: দেশের আলেম ওলামার মতামতের সহিত জামায়াতের মিল নেই কেন? আলেম সমাজ কম বুঝেন নাকি জামায়াতের কর্মপদ্ধতিই ইসলাম বর্হিভূত?

জবাব: আলেম ওলামার দৃষ্টিতে ইসলামকে না দেখে কুরআন ও হাদিসের দৃষ্টিতে দেখুন।

40. দরবেশীর অভিযোগের কারন বনাম রাজনৈতিক সমস্যার সমাধান কি?

উত্তর: স্থুল দৃষ্টিভঙ্গীর কারণে কিছু লোকের দৃষ্টিতে জামায়াত শুধুমাত্র একটা ধর্মীয় দল; তাদের দিয়ে সমাজ পরিবর্তন সম্ভব নয়। (আবার কারো দৃষ্টিতে শুধুমাত্র রাজনৈতিক দল।) অথচ রাজনৈতিক সমস্যার সমাধানের জন্য প্রয়োজন মূল সমস্যা চিহ্নিত করন এবং সে অনুসারে কাজ করা যা জামায়াতে ইসলামী করে যাচ্ছে।

41. পৃথিবীর ভাঙ্গনের কারণ কি আর পরিত্রানের উপায় কি?

উত্তর: মানুষ তার অবস্থান থেকে সরে গেছে। তথা নিজস্ব তাহযীব তামাদ্দুন, অর্থনীতি রাজনীতি বাদ দিয়ে আল্লাহদ্রোহীতার উপর নির্ভর করছে। এর সমাধান হচ্ছে ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহকে একমাত্র হুকুমদাতা মেনে নেয়া। এবং সমাজ ও রাষ্ট্রের সকল স্তরের নেতৃত্ব ইসলাম ভীরু সৎলোকদের উপর ন্যাস্ত করা।

42. জামায়াত কর্মীদের প্রতি লেখক কি কি অনুরোধ করেছেন?

উত্তর: আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যে দায়িত্ব নিয়েছি তা শুধু নিজে পালন না করে সমাজ রাষ্ট্র তথা সারা বিশ্বে প্রচারের কাজ করা। দ্বীনের ব্যাপারে খুটিঁনাটি বিষয়ে মতবিরোধ না করে ইমান ও আকিদাগত মৌলিক বিষয়ের প্রতি গুরুত্ব দেয়া।

43. মুসলিম সমাজে দলীয় ক্রোন্দল ও ভাঙ্গনের কারণ কি?

উত্তর: মৌলিক বিষয় বাদ দিয়ে খুঁটিনাটি ব্যাপারে গুরুত্বদেয়ার কারণে।

44. আল্লাহর গযব থেকে বাঁচার উপায় কি?

উত্তর: দাওয়াতী কাজ বন্ধ হলে বাতিল ব্যবস্থা পৃথিবীতে জয়ী হবে আর বাতিল পৃথিবীতে জয়ী অবস্থায় থাকলে যে কোন সময় আল্লাহর গযব আসতে পারে। তাই দ্বীন ইসলাম কায়েমের জন্য শক্তি, ধন, সময়, জান-প্রাণ, মস্তিষ্ক, ভাষা ইত্যাদি সবকিছু ত্যাগ করা।

45. চিন্তাহীন প্রাচীন রোগ বলতে লেখক কি বুঝিয়েছেন?

উত্তর: দ্রুত ফল লাভের চিন্তা/চেষ্টা।

46. ইসলামী আন্দোলনে সাফল্য লাভের পন্থা কি?

উত্তর: অত্যন্ত ধৈর্য নিয়ে ধীরস্থিরভাবে কাজ করাই ইসলামী আন্দোলনের সাফল্য লাভের পন্থা।

47. দাওয়াত দানকারীর চরিত্র কেমন হওয়া উচিত?

উত্তর: দাওয়াতী চরিত্র এমন হতে হবে যাতে লোকজন দায়ীর নিকটবর্তী হয় (সুরা আল ইমরান ১৫৯ নং আয়াত দ্রষ্টব্য)।

48. রোগাক্রান্ত এলাকায় সুস্থব্যক্তির অবস্থা বনাম আমাদের দায়িত্ব কি?

উত্তর: সমাজের পথহারা, দ্বীন সম্পর্কে বেখেয়াল ও গোমরাহ লোকগুলোকে দ্বীনের পথে নিয়ে আসতে হবে এতে আমাদের সাময়িক ক্ষতি ক্ষতি যা-ই হোক না কেন।

বিষয়: বিবিধ

৪৫৭১ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344681
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৩
286068
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।
344684
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৯:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৪
286069
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
344696
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৪
286070
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
344699
০৬ অক্টোবর ২০১৫ রাত ১০:৪০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সুন্দর কাজ নিঃসন্দেহে Thumbs Up Rose

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ.. Praying
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৫
286071
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:১০
286078
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ওয়া আলইকুমুস সালাম, আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File