হাতদুটো অসাধ্যের বাধনে বাঁধা

লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০১:১০ দুপুর



রাস্তায় যখন কোন অসহায় বৃদ্ধকে দেখি মনটা হাহাকার করে উঠে; তারও হয়তো আমার মত দু একটা ছেলে আছে। তার বয়স আমার বাবার বয়সের চাইতে কিছুটা কম বা বেশি। কোন ছিন্নমুলক শিশুকে যখন দেখি ডাস্টবিনে কাক আর কুকুরের সাথে পাল্লা দিয়ে নিজের জন্য খাবার খুঁজছে তখন চোখ থেকে পানি ঝরে, আহারে সে ও আমার মতই মানুষ। তার বয়সী আমার ভাই আছে আমার ভাতিজা আছে। যখন শুনি টাকার অভাবে কোন দরিদ্র পিতা তার মেয়েকে বিয়ে দিতে পারছেনা তখন খুব কষ্ট লাগে; আমার বোনগুলোকে বিয়ে দিয়ে বাবা এখন প্রশান্তিতে আছেন। যখন দেখি কোন বৃদ্ধা মহিলা তার সন্তানদের দ্বারা নির্যাতিত; তখন বুকের ভিতর ব্যথা অনুভব করি। সেই বৃদ্ধ মহিলার মাঝে আমার মায়ের প্রতিচ্ছবি খুজে পাই। যখন কোন তরুন-যুবক আইনী কিংবা বেআইনী কোন সন্ত্রাসী কতৃক আহত কিংবা নিহত হয় তখন আঁ‍ৎকে উঠি কারণ একই বয়সী আমার ভাইয়েরা আছে। নির্যাতিত তরুন যুবকের মাঝে আমার ভাইদের চেহারা দেখে; চোখগুলো হয় অশ্রুসিক্ত হয়। মন চায় সমাজের অসহায় নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষগুলোকে শোষণ নিপীড়ন আর বঞ্চনা থেকে উদ্ধার করে শান্তি সুখের সুন্দর পরিবেশে নিয়ে আসি। কণ্যাদায়গ্রস্থ পিতাকে তার মেয়ের জন্য জন্য একটা ভাল ছেলে খুজে দিয়ে তাকে দায়মুক্ত করি। মন চায় গর্ভজাত সন্তান কতৃক অবহেলিত বৃদ্ধ/ বৃদ্ধাকে নিজ বাড়িতে নিয়ে আসি।

মন চায় অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে আলোতে ভরিয়ে দিই।

কিন্তু.......

অসাধ্যের বাঁধনে হাত দুটো বাঁধা।

সাধ থাকাতেও সাধ্যে কুলায়না; তাইতো শুধু নিরবে অশ্রু বিসর্জন.......

বিষয়: বিবিধ

১২৩১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261412
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:১১
আফরা লিখেছেন : মনের আবেগ দিয়ে লিখেছেন ভাল লাগল ।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৯
205454
মোস্তাফিজুর রহমান লিখেছেন : ধন্যবাদ মুহতারাম।
261529
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:০৮
কাহাফ লিখেছেন : আল্লাহ সবাই কে এমন মন-মানসিকতা দান করুন। অনেক ধন্যবাদ ভাই.......।
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫০
205455
মোস্তাফিজুর রহমান লিখেছেন : আল্লাহ সবাই কে এমন মন-মানসিকতা দান করুন। আমিন, আমিন ইয়া রব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File