ক্ষমতার বড়াই কতদিন??
লিখেছেন লিখেছেন মোস্তাফিজুর রহমান ৩১ মার্চ, ২০১৪, ১১:৩৮:৩৭ সকাল
কি সুন্দর এ পৃথিবী!! অপরুপ সাজে সজ্জিত। কোথাও দিগন্তজুড়ে সবুজের সমারোহ, খাল-বিল নদী নালার অপরুপ মিলন। আবার কোথাও চোখ ধাঁধানো মরুপ্রান্তর। এক মহান স্রষ্টার নিপুন হাতের অপরূপ চিত্র। উত্তল সমুদ্র মানুষের জীবন কেড়ে নেয়, আবার সেই সমুদ্রের ঢেউ দেখার জন্যই মানুষ দূর দূরান্ত থেকে পাড়ি জমায় সমুদ্রকূলে। এ যেন নিষিদ্ধের প্রতি, ভয়ংকর সৌন্দয্যের প্রতি মানুষের চির আকর্ষন। এ পৃথিবী আবাদ করার জন্য আল্লাহ তায়ালা সবচেয়ে সুন্দর ও উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন মানুষকে। সামান্য ৪/৬/৮ফুট দৈর্ঘের মানুষগুলোর একফুটের চাইতে ছোট চেহারার কিন্তু একজনের চেহারার সাথে আরেকজনের মিল নেই। মুলত যাতে করে মানুষ একে অন্যকে চিনতে পারে এজন্যই আল্লাহর এ ব্যবস্থা। পরিচিত আর সুন্দর এই পৃথিবীকে সুন্দর আর নির্দিষ্ট সময় পর্যন্ত আবাসযোগ্য রাখার জন্যই আল্লাহ তায়ালা মানুষকে চেহারা আর আকৃতিতে যেমন ভিন্নতা দিয়েছেন তেমনি ভিন্নতা দিয়েছেন মানুষের বুদ্ধিমত্তা আর ক্ষমতা ও দক্ষতায়। তাইতো দেখি একই আকার আকৃতির একজন মানুষ হাজার লক্ষ নয় বরং কোটি কোটি মানুষকে শাসন করে। শক্তিশালী মহান আল্লাহর অপরিমেয় ক্ষমতা থেকে সামান্য ক্ষমতা দিয়েছেন আল্লাহ মানুষকে। আর এই সামান্য ক্ষমতা পেয়েই যুগে যুগে মানুষ ধরাকে সরা জ্ঞান করতে চেষ্টা করে। সৃষ্টির শুরু থেকেই যুগে যুগে আল্লাহদ্রোহী মানুষগুলো নিজেদের ক্ষমতার অপব্যবহার করে তারই মত মানুষগুলোকে আল্লাহর দাস থেকে নিজের দাসে পরিণত করার চেষ্টা চালায়। আর এই প্রচেষ্টা থেকে জন্ম নিয়েছে ফেরাউন আর নমরুদদের। কিন্তু ইতিহাস সাক্ষী চিরসত্য যে কোন অহংকারী তার অহংকারকে চিরস্থায়ী করতে পারেনি। তাইতো কেউ পানিতে ডুবে (ফেরাউন) কেউ বা জুতার পিঠা খেয়ে (নমরুদ) পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
চিরসবুজের দেশ বাংলাদেশেও একই নজির বিদ্যমান। সৌন্দয্যে আকৃষ্ট হয়ে পর্তুগিজ, ইংরেজ সর্বশেষ পাকিস্তানীরা এদেশের মানুষের উপর জুলুম করে টিকে থাকতে পারেনি। পারেনি বাংলাদেশে নাম ছোট্ট এই রাষ্ট্রের এককালের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব শেখ মুজিবুর রহমান। যে ব্যক্তির জেলমুক্তির জন্য গ্রাম বাংলার হাজার হাজার নারী-পুরুষ রোজা রেখেছে তারাই আবার শেখ মুজিবের মৃত্যুতে স্বস্তির নি:শাস ফেলেছে, অনেক জায়গায় নাকি মিষ্টি ও বিতরন করেছে। এ শুধু সময়ের সামান্য পরিবর্তন। আর এ পরিবর্তন এনেছে সংশ্লিষ্ট ব্যক্তি আর তার আশ-পাশের লোক গুলোর কর্মের ফলে। বাংলার ইতিহাসে ৯বছর দেশ পরিচালনার পর ১০বছরের সাজা পেয়েছেন এমন রাষ্ট্র প্রধান ও আছেন।
আসলে মানুষের ক্ষমতা খুবই অল্প, অতি ক্ষণস্থায়ী শুধুমাত্র এ সত্যটা না বুঝার কারণেই মানুষের জীবনে এমন অনাকাঙ্খিত পরিণামগুলো নেমে আসে। বর্তমান সময়ে বাংলাদেশে অনেক রাজনৈতিক নেতা গুম হয়ে আছেন। গুম হওয়ার আগের দিনও হয়তো তার ভয়ে অসংখ্য লোক ভীত ছিল আর আজকে তাদের লাশের পর্যন্ত কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। আবার যারা গুম করছেন তারাও হয়তো ভাবতেই পারছেনা যে, যে কোন মুহূর্তে একই অবস্থা তারও হতে পারে।
বর্তমান পৃথিবীকে বলা হয় গ্লোবাল ভিলেজ, বিজ্ঞান তথা প্রযুক্তি দিয়ে মানুষ উন্নতির চরম শিখরে আছে। কিন্তু এই উন্নতির যুগে মালয়েশিরার এত বড় একটা বিমান এতগুলো মানুষ নিয়ে হাওয়া হয়ে গেল কেউ বলতে পারলনা, বুঝতে পারলনা কি হয়েছে কোথায় গিয়েছে এতবড় একটা যন্ত্র!!
এ ঘটনা প্রমাণ করে - মানুষ আসলে বিজ্ঞানের কিছুই করতে পারেনি, যে কারণে এত বড় বিমান হারিয়ে গেল অথচ কেউ টের পেলনা অথবা মানুষের ধারণার চাইতেও জ্ঞানী বা বুদ্ধিমান কোন ব্যক্তি বা জাতি আছে যে বা যারা খুব সুন্দরভাবে একটা বিমানকে লুকিয়ে ফেলেছে।
মুলত কথা এটাই সত্য যে আল্লাহ মানুষকে খুব অল্পই জ্ঞান দিয়েছে, খুব অল্পই ক্ষমতা দিয়েছেন আর আমরা সেই স্বল্প জ্ঞানের কারণে সামান্যকে অনেক বেশি মনে করি।
বিষয়: বিবিধ
১৫৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাই
|| জবাব নেই || খুব
সুন্দর বিশ্লেষন
মন্তব্য করতে লগইন করুন