শূন্যতা তোমাকেই দিলাম !
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৭ এপ্রিল, ২০১৪, ০২:৩৮:৪৯ রাত
ঠিক এইরকমই একটা মেঘলা আকাশের দিন ছিল...ঝিরি ঝিরি করে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছিল, যেদিন আমি তোমায় প্রথম দেখেছিলাম...আমার তখন প্রথম প্রেমে ধাক্কা খেয়ে দিশেহারা অবস্থা !
দেখলাম তুমি হা করে দেখছো আমায়...তখনই মনে হয়েছিল এবার কিছু একটা হল... বেশ কয়েক মাস তারপর কেটে গেল, আমার বলার অক্ষমতার জন্য কিছুই হল না...
একদিন মনের মধ্যে অনেক সাহস সঞ্চয় করে বলেই ফেললাম, তোমায় ভালবাসি...
এরপর শুরু হল আমাদের পথ চলা, নির্জন রাস্তায় হাতে হাত ধরে পাশাপাশি হাটা...
দেখতে দেখতে বছর ২ কেটে গেল, ভালবাসা যেন গলার ফাঁস হয়ে উঠতে আরম্ভ করলো তোমার...সব কিছুতেই শুরু হল তোমার খবরদারী...ভীষণ একঘেয়েমিতে আক্রান্ত হতে শুরু করলো মন...আস্তে আস্তে তোমার মন থেকে হারিয়ে যেতে শুরু করলাম আমি...কোন এক অজানা কারনে তুমি পালিয়ে বেড়াতে থাকলে আমার কাছ থেকে...একদিন সাহস করে আমার মুখোমুখি হয়ে সত্যি কথাটা বলেই দিলে " তোমায় আর ভালবাসিনা " শুনে আমি জনবহুল রাস্তার উপরে বসে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম...তুমি বললে তুমি এখানেই বসে কেঁদে মরো...আমি চললাম... সেই শেষ দেখা তোমার সাথে আমার...তারপর আর কখনও পেছনে ফিরে দেখার ইচ্ছে হয়নি তোমার...উফ কি শান্তি তখন তোমার মনে...আমি নেই তোমার পাশে, এখন তুমি প্রজাপতি...!!
কিছুদিন পর কয়েকজন বন্ধুর মারফতে খবর পেলে আমি নাকি মানসিক ভারসাম্য হারাতে বসেছি প্রায়...কিন্তু তোমার মনে তখন শুধু মুক্তি পাবার আনন্দ, তাই আমার খবর তোমাকে বিচলিত করলো না...
সময় এগুতে থাকলো...খবর পেলাম তুমি আবার প্রেমে পরেছ, তখন তোমার এমন পরিবর্তনের রহস্য বুঝতে কষ্ট হলনা আমার...
তোমার আর কোন খবর জানিনা, শুধু শুনেছিলাম তুমি বিয়ে করেছ তাকেই যাকে আমার পরে ভালবেসেছিলে...আমি বেশ কিছুদিন পর কালের নিয়মে সব ভুলে যাবার চেষ্টা করে বেঁচে থাকতে শিখলাম... প্রতিদিনের জীবন যুদ্ধে নিজেকে প্রতিষ্ঠা করার অবিরাম লড়ায়ে মেতে উঠলাম...
এভাবেই কেটে গেল প্রায় ১০ বছর...সত্যি বলতে কি আজো তোমার সব স্মৃতি ভুলে যেতে পারিনি...তোমার স্মৃতিগুলি প্রতি রাতে তাড়া করে কাঁদায় আমায়...
জানি এবং মানি মৃত্যুর পর সব শেষ, তবুও আমার দুচোখ কেঁদে গড়িয়ে পড়া দু ফোঁটা জল রইলো তোমার জন্য...
আমি আবার সব ভুলে যেতে চাই, আবার আনন্দে মেতে উঠতে চাই কোন সাধারণ কারণে...তবুও আমার এই লেখা আর প্রতি রাতের শূন্যতা তোমাকেই দিলাম !
জানি ভালো আছো...ভালো থেকো.....!!!
বিষয়: বিবিধ
৯৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন