শেখ মুজিব তার জীবদ্দশায় জনাব তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী মেনে নেননি...!
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৫ এপ্রিল, ২০১৪, ০৪:০৯:৪৭ বিকাল
শেখ মুজিব তার জীবদ্দশায় জনাব তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী মেনে নেননি,মুজিবনগর সরকারকে স্বীকৃতি দেননি ,মুজিবনগর পরিদর্শনও করেননি !
আব্বু বলতেন,
একটা কষ্ট আমার মনে রয়েই গেল ।
যে মুজিব ভাইকে আমি তিল তিল করে আমার মনে ধারণ করেছিলাম, যাকে আমি কোনদিন নিজ থেকে আলাদা করে ভাবতে পারিনি, সেই মুজিব ভাই একটা দিনের জন্যও আমার কাছ থেকে জানতে চাইলেন না,
তাজউদ্দীন, ১৯৭১-এ আমি যখন ছিলাম না তোমরা তখন কি করে কি করলে ?
একবারও বললেন না,
তাজউদ্দীন তুমি বল, আমি ১৯৭১ এর কথা শুনব ।
(আমার ছোটবেলা ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ ―সিমিন হোসেন রিমি)
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন