উড়ো চিঠি
লিখেছেন লিখেছেন উড়ালপঙ্খী ০৪ এপ্রিল, ২০১৪, ০৪:১৬:২৪ রাত
একদিন সেই চিঠি
ঠিক পৌঁছে যাবে তোমার দরজায়,হয়ত বা পিয়নের হাতে নয়,নয় কোন পায়রার পাখায়,হয়ত পৌঁছে দেবে কোনো মুদি দোকানের ছেঁড়া কোন মুড়ির ঠোঙায়,তবুও একদিন পৌঁছে যাবে সেই চিঠি ঠিক তোমার দরজায়।
সেদিন আর বেঁধো না বরং খুলে দিয়ো মন,না হয় রইলাম অপেক্ষায় আরো কিছুক্ষণ,
তবুও একবার দেখে নিয়ো শুরু থেকে শেষ পর্যন্ত কি রয়েছে সেই লেখায়,এভাবেই একদিন পৌঁছে যাবে সেই চিঠি তোমার দরজায়।
বিষয়: বিবিধ
১৯৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না হয় রইলাম অপেক্ষায় আরো কিছুক্ষণ
এক কথায় অসাম হয়েছে অসাম... চালিয়ে যান ||
মন্তব্য করতে লগইন করুন