রাজঘাটা সাহাবা স্ম্বতি পাঠাগারের উদ্দ্যেগে ইফতার সামগ্রী বিতরণ
লিখেছেন লিখেছেন মুহাম্মদ মুরশেদুল হক ০১ জুলাই, ২০১৪, ০৩:৪৪:৫৭ দুপুর
রাজঘাটা সাহাবা স্ম্বতি পাঠাগারের উদ্দ্যেগে ইফতার সামগ্রী বিতরণ
লোহাগাড়ার অন্যতম স্বনামধন্য সামাজিক উন্নয়নমূলক সংগঠন ও গণ-গ্রন্থাগার রাজঘাটা সাহাবা স্ম্বতি পাঠাগারের ব্যবস্থাপনায় কল্যানমুখী সমাজসেবা মূলক প্রতিষ্ঠান ' ছিদ্দিকীয়া ফাউন্ডশনে'র আর্থিক সহযোগিতায় রাজঘাটা সহ আমিরাবাদের বিভিন্ন এলাকার প্রায় ৪০০ গরিব,অসহায়, এতিম, বিধবা,দুস্থ মহিলা ও পুরুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে গত ২৯ জুন বিকেল ০৩ ঘটিকার সময় সাহাবা স্ম্বতি পাঠাগার কার্যালয়ে পাঠাগার সভাপতি হাফেজ কলিম উল্লাহ এর সভাপতিত্বে এসব ইফতার সামগ্রী বিতরন করা হ্য়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের সদস্য আলহাজ্ব আবুল হাসেম। পাঠাগার সেক্রটারী মু,মুরশেদুল হকের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ছিদ্দিকীয়া ফাউন্ডশনের বাংলাদেশ প্রতিনিধি উদয়মান তরুণ সংগঠক মোহাম্মদ জাহাংগির আলম। পাঠাগার অর্থ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক রেজাউল করিম, আছাদুর রহমান, জুনাইদুল হক, বিশিষ্ট সংগঠক মো: নজরুল ইসলাম, মুহিব্বুল্লাহ আনছারি ও আনছার উদ্দীন প্রমুখ । বক্তারা আসন্ন পবিত্র মাহে রমজানে সবাইকে রমজানের ৩০ রোজা রাখা এবং বেশী বেশী ইবাদত করার তাগিদ দেন এবং ছিদ্দীকিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মোবারক হোসেনের এই মহতি উদ্দ্যেগ কে সাধুবাদ জানান পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত ছিদ্দীকিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মোবারক হোসেন ও ওয়াহিদুল হোসেন সুজনের জন্য দোয়া কামনা করেন । উল্লেখ্য ২০১৩ সালে ও ছিদ্দিকীয়া ফাউন্ডেশন ২০০ জনকে পর্যায়ক্রমে এ বছর ২০১৪ সালে ৪০০ জনকে এই ইফতার সামগ্রী বিতরন করেন । সার্বিক সহযোগিতায় ছিলেন রাজঘাটা সাহাবা স্ম্বতি পাঠাগার।
বিষয়: বিবিধ
১১৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন