আনকমন সমাধান

লিখেছেন লিখেছেন নিয়াজুল হক সাগর ১৫ জুলাই, ২০১৫, ০৯:২২:৪৪ রাত

আমার চার বন্ধু। তাদের এক এক জনের এক এক রকম সমস্যা। সমস্যাগুলো খুবই কমন। কিন্তু তার সমাধানগুলো আনকমন। সবার কাছে নাও হতে পারে। কারণ সমাধানগুলো আমিই দিয়েছি তাদের। কিন্তু তাই বলে খুব একটা খারাপ সমাধান আমি দিইনি। কারণ আমরা সবাই সচরাচর এসব সমাধান দেখি, শুনি। কিন্তু খেয়াল করিনা। কি করম, একটু বলি।

প্রথম জন। তার সমস্যা হলো সে বাসা থেকে বের হয় না। কখনো মায়ের শাসন, কখনো আবার গার্লফ্রেন্ড এর সাথে টাইম পাস করাতেই দিন কেটে যায়। বেশ মোটা হয়ে গেছে। তো আমি কি সাজেশন দিলাম। বললাম, "এখন যা, একটা গ্রামীণফোন সিম কিন, আর ইউজ কর।"

- কেন?!

- গ্রামীণফোন এর সাথে "বহুদূর " যাবি। দেখবি পেট কমে গেছে।

- ভাড়া কে দিবে?

- কেন? গ্রামীণফোন দিবে?

দ্বিতীয় জন। তার সমস্যা হলো, মেয়ে পটানোর জন্য নতুন ফন্দি আটা। কিন্তু তাও তো আর বেশিদিন চলে না। আইডিয়ায় তো একটু হইলেও শর্ট পড়ে। তাই আমি বললাম

- কিচ্ছু লাগবে না। একটা বাংলালিংক সিম চালাবি। ব্যস।

- কিভাবে?

- সিম থেকে অনুপ্রেরণা নিয়ে "নতুন কিছু একটা করতে" পারবি না?

- যাহ। এটা হয় নাকি?

- আমি জানিনা তো। ওরা তো অলটাইম তাই বলে। নতুন কিছু করো, নতুন কিছু করো।

তৃতীয় জন। সে আবার আমার দ্বিতীয় বন্ধুর ওপর জেলাস। খুব অধৈর্য ও বটে। নতুন নতুন টাংকি মারা, তার চোখে সয় না। নিজেও করতে চায়। কিন্তু পারে না। তাই আমি বললাম,

- এরকম হইলে হবে না। তুই "নতুন কিছু তো করতেও পারবি না। আর বহুদূর ও তো যাইতে পারবি না" পারবি?

- না।

- তাইলে তোরে আপন শক্তিতে জ্বলে উঠতে হবে। এর জন্য তোর একটা রবি সিম দরকার।

- কেন? ওরা কি জ্বালানির টাকা দেয়?

- আমি জানি না। কিন্তু এটাই সমাধান।

চতুর্থ জন। তার সমস্যা বেশ গুরুতর। শরীর পাতলা। শক্তি কম। সে আসলে অনেক কিছু করার চেষ্টা করেছে। সে বহুদূর গেছে, নতুন কিছু করছে, আবার আপন শক্তিতে জ্বলার প্রাণপন চেষ্টাও করেছে। কিন্তু শক্তি নাই। একবার তো জ্বলে উঠার সময় জামা কাপড় সব পুড়ে ছাই করে ফেলেছে। কিন্তু কোনোভাবেই কিছু হয় নাই। সে খুবই হতাশ। আমি তার সমস্যার গভীরতা বুঝতে পেরে বললাম,

- না তোর জন্য আমার কাছে অসাধারণ সমাধান আছে।

- কি?

- তুই, গিয়ে এখনই কাপ্তাই এ পানির বাধ ভেংগে ফেলবি।

- কেন? কিভাবে?

- এটাই তো চরম সমাধান। তুই যাস্ট একটা টেলিটক সিম ইউজ করবি। আর কিচ্ছু লাগবে না। ওরা বাধ ভাংগার ফ্রি ট্রেনিং দেয়। একারণেই দেখবি তারা প্রায়ই "বাধ ভাংতে বলে"। বাধ ভেংগে দাও!

তবে এসব সমাধান এর ফলস্বরুপ ওদেরকে ভুগতেও হয়েছে অনেক। সেটা পরে বলব।

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330210
১৬ জুলাই ২০১৫ সকাল ১০:৪৮
হতভাগা লিখেছেন : টেলি-কমিউনিকেশন কোম্পানীদের টার্গেট হল সেই সব ছেলেরা যারা তাদের প্রেমিকাদের জন্য অহেতুক সীমাহীন খরচ করতে পারে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File