আজ তুমি আমি...
লিখেছেন লিখেছেন নিয়াজুল হক সাগর ২০ জুলাই, ২০১৪, ০১:৫১:৫৬ রাত
আজ তুমি নদী আমি সাগর
তুমি পাখি আমি বাঁদর
আজ তুমি দেখো না আমি দেখি
তুমি পাতা আমি লেখি
আজ তুমি বৃস্টি আমি মেঘ
তুমি মানুষ আমি আরেক
আজ তুমি রোদ আমি সূর্য
তুমি ময়লা আমি বর্জ্য
আজ তুমি গল্প আমি বই
তুমি সুন্দরী আমি নই
আজ তুমি চশমা আমি চোখ
তুমি গোলাপি আমি ঠোঁট
আজ তুমি ঠিক আমি ভুল
তুমি জুঁই আমি ফুল
আজ তুমি পদ্য আমি গদ্য
তুমি আগামী আমি সদ্য
আজ তুমি ভালো আমি খারাপ
তুমি প্রেম আমি পাপ।
বিষয়: সাহিত্য
১০২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন