এক চার এবং তিন

লিখেছেন লিখেছেন নিয়াজুল হক সাগর ২৭ মার্চ, ২০১৪, ১০:৩১:২৪ রাত

ভাবছি আজ যুথি বরাবরের চেয়ে একটু আগেই এসে গেছে। যদিও আমি তার খুব কাছা কাছি তারপর ও সে আমাকে চিনতে পারবে না। কেননা আমি এখন একজন সম্মানিত ভিখারির ছদ্দবেশে আছি।

আমি আস্তে করে যুথির পাশে বসে পড়লাম। যুথি অন্য দিকে তাকাল। আমি বললাম “লাল ড্রেসে তোমায় একদম মানায় নি।"

যুথি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকাল। আমি সাবলিল ভংগিতে পর্চুলাটা খুলে নিলাম।

“এই রাতের বেলায় ও এইটা পড়ে থাকা লাগে?"

“আহা রাতের এক্সপেরিয়েনস টাও তো দরকার।"

“তোমাকে মানুষ পাগল বলবে।"

“ভিখারি হওয়ার অভিগ্গতা অর্জন করছি। খারাপ কিছু করলাম নাকি?"

“গাভী একটা..আইস ক্রিম খাবে?"

“হুমম....খাওয়া যায।"

“তাহলে আনো গিয়ে যাও।"

“অারে আমার কাছে টাকা আছে নাকি? আমি এখন ভিখারি। মনে নাই তোমার?" আমি মুচকি হাসলাম।

“ আচ্ছা" বলে ব্যাগ থেকে টাকা বের করে আমার হাতে ধরিয়ে দিল।

আমি আইস ক্রিম আনতে চললাম। রাতের এই সময়ে আমার আইস ক্রিম কিনতে যাওয়াটা মনে হয় অন্যদের কাছে অবাক এর বিষয় । অন্তত তাদের চাহনি তাই বলে। দু' হাতে দুইটা কোণ আইস ক্রিম নিয়ে ফিরছি। আসার পথে হঠাত এক ছোট ছেলের আগমন। সামনে হাত বাড়িয়ে আমার দিকে তাকিয়ে। বোধ হয় বোবা ছেলেটা। কিন্তু তার চেয়ে জরুরী ব্যাপার হলো আমার কাছে তাকে দেওয়ার মতো কিছু নেই। আচ্ছা আইস ক্রিম আছে। একটা দিয়ে দিলাম। বেশ খুশি হল।

“অারেকটা কই? তুমি খাবা না?"

আমি ইশারায় দেখালাম ছেলেটাকে। সে এখন বেশ মজা করে আইস ক্রিম খাওয়ায় ব্যস্ত।

“ দাঁড়াও আরেকটা আনছি।"

ভাবছি বাহ এত দরদ! এই মেয়ের প্রেমে পড়ার জন্য একেবারে উপযুক্ত।

“তুমি আমার কাছ থেকে কত টাকা পাও? কাল দিয়ে দেব।" বললাম।

“দরকার নাই। আচ্ছা কাল আসবে নাকি আবার?"

“আসব কিন্তু এক শর্তে।"

“কি?"

“অামি তোমার কাছে একটা ধাঁধাঁর উত্তর পাই। সেটার উওর দিতে পারলে আসব।"

“কি ছিল? মনে নাই।"

“একটা পাখি চারটা পাখি তিনটা পাখি।"

“অামি জানিনা। বায়।" তার ঠোঁটের কোণে হাসি দেখতে পেলাম।

যুথি চলে গেল। আমি তার গমন পথের দিকে তাকিয়ে রইলাম।

“ মামা!"

আরে এত রাতে ভাইগ্না কোথা থেকে আসলো। আমি অবাক চোখে পেছনে তাকিয়ে দেখি সেই ছেলেটা। না সে কথা বলতে পারে।

“এইটা নেন। ওই আপু আপনাকে দিতে বলচিল।"

একটা কাগজ ছেলেটার হাতে। আমি সেখানে কিছু লেখা এই মৃদু আলোতেও পড়তে পারছি।

“একটা গাভী চারটা গাভী তিনটা গাভী।"

বিষয়: সাহিত্য

১৩৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198999
২৭ মার্চ ২০১৪ রাত ১০:৩৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভাল লাগলো, ধন্যবাদ সুন্দর লেখার জন্য
199012
২৭ মার্চ ২০১৪ রাত ১১:৪৫
ফেরারী মন লিখেছেন : শেষ করে দিলেন? আমি ভাবছিলাম আরো কিছু পর্ব আছে। ভালো লাগলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File