প্রেমে পড়ার গল্প - প্রথম পর্ব

লিখেছেন লিখেছেন অলীক সুখ ০২ অক্টোবর, ২০১৪, ০৮:৩৫:০৮ রাত

তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন ই তোমার উপর ক্রাশ খাই। B|

একটা মেয়ে গোসল করে বের হয়েছে, এরপর দাড়িয়ে দাড়িয়ে চুল মুছছে এই দৃশ্য আজো আমার চোখে ভাসে। Winking

প্রথমে আমি তোমার চুলের প্রেমে পড়সি, এরপর প্রেমে পড়সি তোমার চুল মোছার। তারপর প্রেমে পড়সি তোমার কণ্ঠের। এত মায়াবি কণ্ঠ, শুধু শুনতেই ইচ্ছা করে।

তাই তো লিখেছিলাম,

"তুমি বলো, আমি শুনি" Happy

আর সবশেষে প্রেমে পড়লাম তোমার। Kiss

আর সবচেয়ে বড় সত্যি কথা হল গোসলের পর খোলা চুলে তোমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগে। #Supermoon এর আলো ও তার কাছে ম্লান। <3

বিষয়: বিবিধ

১৭৯৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

270908
০২ অক্টোবর ২০১৪ রাত ০৯:০২
ফেরারী মন লিখেছেন : একটা মেয়ে গোসল করে বের হয়েছে, এরপর দাড়িয়ে দাড়িয়ে চুল মুছছে এই দৃশ্য আজো আমার চোখে ভাসে

এটা কিন্তু ভালো খবর নয় কিন্তু হ্যা Time Out Time Out Time Out
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
215294
অলীক সুখ লিখেছেন : কিছুই করার নাই আপু। আমি যখন তার বাসায় যাই সে তখন মাত্র গোসল করে বের হয়েছে। এইটা আমার দোষ। :Thinking :Thinking
০৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০২
215485
ফেরারী মন লিখেছেন : আপু হাহাহাহাহা। ছেলে হয়ে আপু ডাক শুনতে কিন্তু ভালই লাগে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
270927
০২ অক্টোবর ২০১৪ রাত ১০:০৬
আফরা লিখেছেন : মনে যখন রং লাগে সব কিছুই রংঙ্গীন লাগে ।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
215295
অলীক সুখ লিখেছেন : একদম মনের কথাটাই বলছেন। Applause Applause
270960
০২ অক্টোবর ২০১৪ রাত ১১:২৭
পবিত্র লিখেছেন : শুধু বাইরের সৌন্দর্য্য দেখে ভালোবাসলে সেটা ঠিকে না বেশীদিন। Shame On You Shame On You
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৭
215296
অলীক সুখ লিখেছেন : আমি সব সৌন্দর্য দেখেই প্রেমে পড়ছি। Happy
বাকি গুলা যখন লেখব তখন বুঝবেন। Winking Winking
270983
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:০০
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : চরিত্র ও নৈতিকতার শুন্যস্থান কখনও চুল ও কন্ঠ দিয়ে পুরণ করা যাবে না। সুতরাং অস্থায়ী সৌন্দর্য্য'র দিকে না দেখে মৌলিক চারিত্রিক গুণাবলীর দিকে নজর দিন। আশা করা যায় আজীবন শান্তিতে থাকতে পারবেন এবং অনন্ত জীবনেও পাবেন এক সাথে।
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
215298
অলীক সুখ লিখেছেন : তার ভিতরে সব ধরনের গুণাবলি আছে আমি জানি। Happy
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৭
221686
নিরবে লিখেছেন : দারুন কমেন্ট @ হারিকেন
271000
০৩ অক্টোবর ২০১৪ রাত ১২:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


উনি যদি একান্তই আপনার হয়ে থাকেন তবে তো মোবারকবাদ-

তা না হলে কিন্তু খবর আছে


এটা কি গদ্য-কবিতা ?? [গল্প??]


অগ্রীম শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ব্যক্তি ও সমাজ জীবন ত্যাগের আলোকে উদ্ভাসিত হোক
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
215299
অলীক সুখ লিখেছেন : এটা গদ্য-কবিতা কিছুই না। মনের উদ্ভট কল্পনা। Angel
আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা। Happy Applause
278078
২৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : লক্ষন খারাপ মনে হচ্ছে......চলুক তার আপন গতিতে.......।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File