কি নাম দিব বুঝতেছি না
লিখেছেন লিখেছেন অলীক সুখ ১৬ আগস্ট, ২০১৪, ০৯:১৩:৪০ রাত
রাত্রি তখন দ্বি-প্রহর। বাসার ছাদে অনিন্দ্য আর নীরা বসে রয়েছে। তাদের চোখে-মুখে আজকে অন্যরকম স্বস্তির ছাপ। তারা আজকেই এই বাসায় উঠেছে।
এই কয়দিন অনিন্দ্যর অনেক ধকল গেছে। নতুন বাড়ি খোঁজা, নিজের পছন্দ, নীরার পছন্দ হবে কিনা তা নিয়ে ভাবা, আগের বাসা থেকে নতুন বাসায় আসা সব ঝামেলা সুন্দরমত শেষ হওয়াতেই অনিন্দ্যর এই স্বস্তি। নীরাও তার পাশে বসে সবকিছুই বুঝতে পারছে। এই কয়দিন সে-ও কম কাজ করেনি। আগের বাসার সবকিছু ঠিকমত গোছানো, সব নেওয়া হল কিনা, কিছু বাদ গেল কিনা তা বারবার দেখা এসব তদারকি তো নীরা-ই করেছে। আর বাড়িটাও তার অনেক পছন্দ হয়েছে, এ জন্য নীরা আরো বেশি খুশি।
এই কয়দিন অনিন্দ্য আর নীরা ঠিকমত কথা বলারই সুযোগ পায়নি। তাই এই রাত-দুপুরে তারা বাসার ছাদের একটি বেঞ্চিতে বসে রয়েছে। অনিন্দ্যর কাঁধে নীরা মাথা দিয়ে রেখেছে। দু'জন চুপচাপ রাতের আকাশ দেখছে। চরদিকে সুনসান নীরবতা। হঠাৎ নীরবতা ভেঙে অনিন্দ্য বললো,
- বাসাটা কেমন হয়েছে বলো তো? তোমার পছন্দ হয়েছে?
- খুব সুন্দর হয়েছে। আমি ভাবতেও পারি নি তুমি এত সুন্দর বাসা পছন্দ করবা। (উম্মম্মাহহহ )
- যাক বাঁচা গেল। আমি তো ভাবছিলাম..................
- কি ভাবছিলা?
- না থাক। তোমার পছন্দ হয়েছে দেখেই আমি খুশি। আমার সবকিছুই তো তোমার জন্য।
এই কথা বলেই তারা চুপ হয়ে গেল। আবার চারদিকে সুনসান নীরবতা। রাতের আকাশটা তাদের কাছে অনেক সুন্দর লাগছে। নীরা তার মাথাটা অনিন্দ্যর কাঁধ থেকে কোলে নিয়ে আসলো। অনিন্দ্য পরম মমতা আর ভালোবাসায় নীরার চুলে বিলি কেটে দিচ্ছে। তাদের মনে এখন কি চলছে এই কথা জানে শুধু তারা দুইজন আর রাতের অন্তরীক্ষ।
বিষয়: সাহিত্য
১৪১২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একটি যন্ত্রের মত
যা ভাবনা তা কখনো
বাস্তবতা হয়না কখনো
হয়।
ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
মন্তব্য করতে লগইন করুন