জানি হবে দেখা ______অলীক সুখ
লিখেছেন লিখেছেন অলীক সুখ ১০ আগস্ট, ২০১৪, ০৯:৩১:৩৫ রাত
তার বাসার পাশে আমি
জানি হবে দেখা,
কি যেন কি কারণে
পেলাম না তার দেখা।
একা একা ট্রেনে বসে
ভাবি তার কথা,
মনে মম ইচ্ছা আছে
পাবো তার দেখা।
তবুও আমি পাইনি দেখা
গেলাম আমি ফিরে,
কথা দিলাম দেখতে তোমায়
আসবো আবার এ শহরে।
বিষয়: সাহিত্য
১১৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন