মা (প্রবন্ধ)
লিখেছেন লিখেছেন অলীক সুখ ১১ মে, ২০১৪, ১১:০৪:৩০ সকাল
ছবিতেঃ ছোটবেলায় আম্মুর কোলে আমি
কি করে যে বুঝাই বল আমার অনুভব
মা তোমায় হয়নি বলা, তুমি আমার সব!
আসলেই এ দুনিয়াতে মা-ই সব। কিন্তু আমার মত অনেকেই আছে যারা তার মায়ের প্রতি নিজের অনুভূতি কখনোই প্রকাশ করতে পারেননি।
“মা” কথাটি অতি ছোট্ট কিন্তু অতি মধুর। আমি ভুমিষ্ঠ হবার পর সর্বপ্রথম আমার মা আমাকে কোলে নিয়েছেন। বেঁচে থাকার জন্য খাদ্য প্র্যোজন। সেই প্রথম খাবারও আমার মা আমাকে দিয়েছেন। আমার দৈনন্দিন যা প্রয়োজন আমার মা আমার সব চাহিদা মিটিয়েছেন।
এ দুনিয়াতে অনেকেই আছেন যাদের মা বেঁচে নেই। তারা বুঝেন মায়ের অভাব কি জিনিস? মা মিশে আছেন তাদের রন্ধ্রে রন্ধ্রে। সকলের কাছেই তার মা পৃথিবীর শ্রেষ্ঠ মা। কিন্তু অনেকেই আছেন যারা তার মা-কে দেখতে পারেন না। মা-কে অসহ্য লাগে। এটা ঠিক না। মা যত খারাপই হোক, সবসময় মায়ের যত্ন নেওয়া সকলের কর্তব্য।
আমরা সবাই অকারণে মা-কে কষ্ট দেই। এটা হয়তো মনের অজান্তে বা অনিচ্ছাকৃতভাবে। কিন্তু মাকে কষ্ট দেওয়া অত্যন্ত গর্হিত কাজ। প্রত্যেক ধর্মেই মা-র প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। মা-কে ভালবাসতে কোন দিবস লাগে না।
তারপরেও আজকে যখন “মা” দিবস, আসুন এই “মা” দিবসে সবাই শপথ নিই- “মাকে কখনো কষ্ট দিব না। সবসময় মায়ের যত্ন নিব। মায়ের দেওয়া কাজগুলো মনোযোগের সাথে পালন করব। মা যদি কোন ভুল সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দেয় তাহলে মা-কে একটুও কষ্ট না দিয়ে কোমলতার সাথে তাকে বুঝাব।”
ছবিতেঃ আম্মুর সাথে আমি
বিষয়: বিবিধ
২০২০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন