সেন্টমার্টিনে মৃত ভাইয়েরা যেন, পরকালে সুখে থাকে
লিখেছেন লিখেছেন অলীক সুখ ১৬ এপ্রিল, ২০১৪, ০১:৪৪:১৬ দুপুর
আমাদের ইন্টারের বইয়ে "একটি ফটোগ্রাফ" নামে একটি কবিতা আছে। কবিতাটা আগে অনেকবার পড়লেও এত গুরুত্ব দেই নাই। কিন্তু আজকে এই কবিতার প্রত্যেকটা লাইন বারবার মনে পরছে।
যখন "আবিদ" মারা গেলেন অনেক কষ্ট পাইছিলাম। তিনি আমার পছন্দের একজন গায়ক ছিলেন। তার প্রত্যেকটা গানই আমি শুনতাম। যেদিন তিনি মারা গেলেন, মনে হইছিলো আমার জীবন থেকেও কিছু একটা হারায় গেছে। কিন্তু যতই দিন গেছে তিনিও মন থেকে হারায় গেছেন। এখন আর তাঁর জন্য আগের মত কষ্ট লাগে না।
কিছুদিন আগে সেন্টমার্টিনে কিছু বড় ভাই মারা গেছেন। তাদেরকে আমি চিনতাম না, কিন্তু তাঁরা তো এদেশেরই মানুষ। আর সব মানুষই ভাই-ভাই। খবরটা শুনার পর কষ্ট লাগছিলো। কিন্তু যতদিন যাবে, তারাও আমাদের মন থেকে হারায় যাবে। এটাই হয়তো বিধির বিধান।
জানিনা মানুষ মারা গেলে, কোথায় যায়? জানিনা দোযখ-বেহেশ্ত বইলা কিছু আছে কিনা?শুধু মন থেকে একটাই চাওয়া ভাইয়ারা মৃত্যুর পর যেখানেই থাকুক, যেন ভালো থাকে।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ সকাল ১০ টা। ভাবী বাংলাদেশে থেকে ফোন করে কাদছে। কি হয়েছে বলতেই বুকভরা আর্তনাদ, ভাইরে আমার ভাতিজাটা আর বেচে নেই। ও সেন্ট মার্টিনের পানিতে চিরদিনের জন্য হারিয়ে গেছে। আপনার ভাই এখনও সেখানে।
..আমার ভাষা নেই। মনটা খুব খারাপ। নেটেও ভাল লাগছিলনা। এর মাঝে আপনার পোষ্টটা দেখে আরও খারাপ লাগল।
এসব মানুষগুলো আমাদের রত্ম। হাসিনা খালেদার সন্তানের মত এরা। কিন্তু এসব আগামী দিনের এ্যাটম বোমাগুলোকে রক্ষার জন্য যেন কেউ নেই। কারো দায়ীত্বের মাঝে পড়েনা। এদের মুখে স্বাধীনতার অহংকার আর বাস্তবতা দেখেলে ঘৃণা হয়। ওরা আমাদের কেউনা মনে হয়।
মন্তব্য করতে লগইন করুন