একটিভ সিটিজেন্স(দ্যা হাঙ্গার প্রোজেক্ট) প্রোজেক্ট ওয়াইবিএ(ইয়ুথ বিইং এক্টিভ)
লিখেছেন লিখেছেন অলীক সুখ ১২ এপ্রিল, ২০১৪, ০৩:৩৫:৪৮ দুপুর
একটিভ সিটিজেন্স কর্মসূচি হলো ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্টের অংশীদারিত্বে ২০০৯ সাল থেকে সারাদেশে পরিচালিত একটি কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে তরুণরা সংগঠিত হচ্ছে। তারা তাদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতার সর্বোচ্চ বিকাশ ঘটানোর কাজ করছে পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই কর্মসূচীর মাধ্যমে সারাদেশে এ পর্যন্ত প্রায় ১৬ হাজার তরুণদের অংশগ্রহণে ৪৫০ টি একটিভ সিটিজেন্স ইয়ুথ লিডারশিপ ট্রেইনিং(চারদিনব্যাপী) অনুষ্ঠিত হয়েছে। এই সকল প্রশিক্ষণ থেকে স্থানীয় চাহিদার ভিত্তিতে তরুণরা প্রায় ১১০০ টি নানামূখী সামাজিক উদ্যোগ হাতে নিয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ২২ টি দেশে বর্তমানে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
একটিভ সিটিজেন্স ওয়াই.বি.এ হলো গাজীপুর এর জয়দেবপুর এলাকার তরুণদের তেমনি একটি উদ্যোগ। স্বেচ্ছাব্রতী ছাত্রছাত্রীদের নেতৃত্বেই এই উদ্যোগটি পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের অন্যতম একটি কর্মসূচি হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা সৃষ্টি। এই কর্মসূচির অংশ হিসেবে ১০ এপ্রিল ২০১৪ তারিখ থেকে মাসব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও হাত ধোয়া কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা মনে করি, শিশুদের মাঝে সচেতনতার বীজ বুনলে তা একসময় বৃক্ষ রূপ নেবেই। তাই স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো আমরা স্কুলের শিশুদের মাঝে ছড়িয়ে দিতে চাই, যেন তারা স্বাস্থ্যসচেতন মানসিকতা নিয়েই জীবনে এগিয়ে যেতে পারে। সর্বমোট ২৫ টি স্কুল এবং প্রায় ৬৫০০ জন শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় থাকবে।
আশা করা যাচ্ছে এই কর্মসূচিতে বরেণ্য ব্যক্তিবর্গ, সমমনা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্পন্দন গ্রুপের উপদেষ্টা ও সদস্যরা স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।
অংশগ্রহণকারী সকল স্কুলগুলোকে ধন্যবাদ। আমরা মনে করি এই দুরুহ কাজটি আপনাদের অংশগ্রহণ ছাড়া এককভাবে করা সম্ভব ছিল না। পরবর্তী কর্মসূচীগুলোতেও সবার অংশগ্রহণ আন্তরিকভাবে কাম্য। ধন্যবাদ।
ধন্যবাদান্তেঃ এক্টিভ সিটিজেন্স ইয়ুথ বিইং এক্টিভ, গাজীপুর
বিষয়: বিবিধ
৮৭৩ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন