তোমাকে(খোলা চিঠি)

লিখেছেন লিখেছেন অলীক সুখ ২৪ মার্চ, ২০১৪, ০৬:৪৯:৫১ সন্ধ্যা

তোমাকে,

এখনো কি অন্ধকার ঘরে গান

গেয়ে যাও? চোখের নোনা বেদনায়

গাল সিক্ত হয় তোমার? এখনও কি আমায়

খোঁজ? না পাওয়ার বেদনায়

ডুকরে উঠা কাব্যের মাঝে? এখনও

কি বিষাদের সুরে বাজে তোমার

হারমোনিয়াম এক বাধভাঙা ব্যথার

ছলে?

জানি এখনও হয়ত

তুমি শীতে কুঁকড়ে যাওয়া গাছের শেষ

পাতার মত আঁকড়ে ধরে থাকতে চাও।

তোমার শেষ আপনজন শেষ আশ্রয়।

তবে ভেবোনা পথ হারা পথিক নই

আমি। ফাগুনের প্রথম দিনের হাওয়ায়

যখন তুমি ঝড়ে পড়বে, নতুন কুড়ি খুঁজব

না আর । তোমায় ভালবাসব আমার

কবিতার মত ,ডায়েরির পাতার

ভাঁজে। দুঃখ পেওনা তুমি আর কোন।

জেনো আমি প্রতারক নই।আমি শুধু

অসহায় এক নাবিক

যে দিকে দিকে ব্যর্থ হয়ে আজ বাধ্য

হয়েছি নিজেকে ভাগ্যের

হাতে সঁপে দিতে । তুমিই শুধুআজ শূন্য নও,

নই পূর্ণ আমিও।

ইতি,

আমি

বিষয়: বিবিধ

৯৯৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197193
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
শিশির ভেজা ভোর লিখেছেন : অসাম হয়েছে ভাই অসাম
197231
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
আবু জারীর লিখেছেন : চমৎকার! ধন্যবাদ।
197241
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
অলীক সুখ লিখেছেন : ধন্যবাদ ভাই
197267
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File