বন্ধুর অনুশোচনা।
লিখেছেন লিখেছেন আহ জীবন ০৫ আগস্ট, ২০১৪, ০৭:১৯:৩১ সন্ধ্যা
নিষেধ, অন্ধকার, অজানার প্রতি মানুষের আগ্রহ চিরকালের, এটি পুরাতন সত্য। তবুও এই জালে ফেঁসে গিয়েছিলাম। আমারও একদিন ইচ্ছে হল একটি নিষেধ অমান্য করার, একটি অন্ধকারে আলো জ্বালানোর, একটি অজানাকে জয় করার। তাই ওই লক্ষ্যটির প্রতি লাগাম হীন ঘোড়ার মত ছুটতে থাকলাম। বহুদিন পর আমার সেই কাঙ্খিত দ্বার উন্মোচন হল। কিন্তু এখন আমার আর কিছুই ভালো লাগেনা। সব সময় মনে হয় কেন পাহাড়ের ওই পাড়ে গেলাম? কেন সব জানতে চাইলাম? ভালো লাগেনা, আজ কিছুই ভালো লাগেনা। তাই তোমাদের প্রতি অনুরুধ সব দ্বার উন্মোচন করতে যেওনা।
বিষয়: বিবিধ
১৩৮৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষের জীবনটাই একটা ধাঁধাঁ। ভালো বলেছেন। ধন্যবাদ।
দার্শনিক হয়া গেলেন বুঝি
আমার ব্লগে স্বাগতম।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন