আধুনিক হয় সমাজ কিন্তু মূল্যবোধ বদলায় না
লিখেছেন লিখেছেন রাইহান ২৮ এপ্রিল, ২০১৪, ০৩:২১:৫১ দুপুর
»অনেক বন্ধুকেই আমি দেখেছি,তারা হোটেল
রেস্তোরায় খেয়ে ওয়েটারকে ৫০-১০০টাকা বকশিশ দেয়।
এটা বিরাত প্রেস্টিজের ব্যাপার!রেস্টুরেন্ট থেকে বের হবার পর
মুহূর্তেই কোনকঙ্কালসার
ভিখারিনী ২ টাকা চাইলে,তাদের মুখে "ভাংতি নাই"বলে ধমক দিতে শুনেছি।
»অনেক
প্রবাসী ভাই-
বন্ধুকে দেখেছি,তারা বাবা-মায়ের ঘামের টাকায় বিদেশ যায়।
অতঃপর শালীর জন্য দামি ঘড়ি,মেকাপ বক্স,সেন্ট পাঠায়।
কিন্তু নিজের বোনের খবর রাখার সময় তাদের হাতে নেই।
»মর্ডান ফ্যামেলির অনেক পিতা মাতাকে দেখেছি,তারা হাজার টাকা খরচ করে তাদের ননীর পুতুল সন্তানের জন্য খেলনা কিনেন।সন্তান যখন এই খেলনা ভাঙ্গে তখন তারা মজা পান।
অথচ তাদের বাসার ছোট্ট কাজের মেয়েটা যদি অসতর্কতা বশত একটা গ্লাস ভেঙ্গে ফেলে,তখন তার উপর নেমে আসে অত্যাচারের ষ্টিম রুলার।
»মায়ের অতি আদরের সন্তান প্রতিদিন গালফ্রেন্ডের সাথে ৩-৪ ঘন্টা কথা বলে।
অথচ তার মা একবারের বেশি দুইবার ফোন করতেই সে বিরক্তবোধ করে।
কি আর বলব
বাবা-মায়ের অতি আধুনিক ছেলে মেয়ে সারাদিন ফোনে প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে,গালফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে পার্কে উদ্যানে ডেটিং করে তখন ছেলে মেয়েরা হয় মর্ডান।
আর যখন এই মর্ডান সমাজ ব্যবস্থার কারনে কোন নারী ধর্ষিত হয় তখন ঐ আধুনিকতার নামে হীন চরিত্রকে দোষানো হয় না।
এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা।
সমাজ আধুনিক হলেও মানুষের চরিত্রের পরিবর্তন হচ্ছে না'
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন