শুধু দরকার একজন যোগ্য নেতারঃ

লিখেছেন লিখেছেন রাইহান ২৭ মার্চ, ২০১৪, ০৭:৪৮:০০ সন্ধ্যা

বিশ্ব যখন পৌছে গেলে চাঁদে কিংবা মঙ্গলে,

আম্রা এখনো পড়ে আসি বনবাদাড় আর জঙ্গলে।

ব্লগার নীলসালুর ঐ কবিতাটার দু একটা লাইন মনে পড়ল তাই লিখলাম।

তবে আমার মতে,যতদিন আম্রা কুকুর মত আহারের আশায় প্রভুর দিকে চেয়ে বসে থাকব অথ্যাত্সাহায্যের আশায় বিদেশি প্রভুদের দিকে চেয়ে হাত গুটিয়ে বসে থাকব ততদিন আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হবে না।

ভাগ্যের পরিহাস স্বাধীনতার ৪২ বছর পরও সেই কদু সেই লাউ রয়ে গেলাম।

নেই আমাদের উন্নতির চাপ।

এখনো জড়িয়ে আছি আভ্যান্তরিন দাঙ্গা আর কলহে।

বেশি কিছুর দরকার নেই।

শুধুমাত্র দরকার একজন ডঃ মাহাথির মোহাম্মদের।

দরকার একজন হো চি মিনের,

ভিয়েতনামের প্রান পুরুষ হো চি মিন।

মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ভিয়েতনামের উপর ,চালিয়েছিল মার্কিন সাম্রাজ্যবাদের এক নারকীয় অত্যাচার।

একদিকে পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালি দেশ আমেরিকা,

অন্যদিকে এক ক্ষুদ্র সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ ভিয়েতনাম।

সেই অজেয় শক্তির মুখোমুখি দাড়িয়ে সামান্যতম বিচলিত হয়নি ভিয়েতনামের সাধারন মানুষ।

কারন তাদের সাথে ছিলেন তাদের প্রিয় নেতা হো চি মিন।

মার্কিনিরা ভিয়েতনামের বুকে যে পরিমান নাপাম বোমা ফেলেছিল ইতিহাসে তা বিরল।

যুদ্ধবিদ্ধস্থ সেই ভিয়েনাম আজ মাথা তুলে দাড়িয়েছ।

একটা জাতির ভাগ্য বদলানোর জন্য বেশি কিছুর দরকার নেই।

দরকার একজন সত আদর্শ এবং যোগ্য নেতার।

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198904
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একজন নেতা নেতৃত্ব দিতে পারেন। কিন্তু তিনি একাকি কিছু করতে পারেননা। যতদিন না জাতি হিসেবে আমরা ঐক্যবধ্য হতে পরছি ততদিন আমরা কোন উন্নতি করতে পারবোনা। ধন্যবাদ
198918
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:২৯
রাইহান লিখেছেন : যেখানে একজন দিদিয়ের দ্রগবার ডাকে সাড়া দিয়ে বিশ্বকাপ উপলক্ষে আইভরি কোষ্টের জাতিরা গৃহযুদ্ধ হতে বিরতি নিতে পারে সেখান একজন বলিষ্ঠ নেতার পক্ষে একদল জাতিকে সমতায় আনা অসম্ভব কিছু কি?
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৮
148851
সুমাইয়া হাবীবা লিখেছেন : না অসম্ভব নয়। তবে সেরকমই বছরের পর বছর ধরে গৃহযুদ্ধ চলার পর আইভোরি কোষ্টের জনগনের মতই ত্যক্ত বিরক্ত হয়ে পড়বে জাতি, তখন সম্ভব হবে।
198922
২৭ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
ফেরারী মন লিখেছেন : এই জাতির কোনো উন্নতি হৈবে না যত দিন না পর্যন্ত আমরা আমাদের মন মানসিকতার উন্নতি না করতে পারবো।
198967
২৭ মার্চ ২০১৪ রাত ০৯:৫৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : সুন্দর চিন্তা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File