ইসলামী শিক্ষা সবার জন্য গুরুত্ব পূর্ণ
লিখেছেন লিখেছেন আগামী দিনের প্রধান মন্ত্রী ২০ মে, ২০১৪, ১১:১৭:৩৩ রাত
ছোট বেলা যখন মুদি দোকান থেকে রাজা কনডম কিনতাম ফু দিয়ে ফুলানোর জন্য , তখন মুরুব্বীরা বলতো -
ঐ গুলা মুখে দিছ না ,
ঐ গুলার মধ্যে বিদেশিরা প্রসাব করে রাখছে ।
কে শুনে কার কথা ? আমরা ছিলাম সেই আমল থেকেই জিনিয়াস।
তাই কনডম ফুলাইয়া ভিতরে পানি দিয়া ঝাকি দিয়া দিয়া স্মরণকালের শ্রেষ্ঠ ধোলাই :D দিয়া ধুইতাম , মানে মুত পরিস্কার ।
অবশ্য ছোট বেলায় জানতাম - যত ঝাকি , তত নেকি তাই পানি থাকা অবস্থায় বেলুন অনেক বড় করতাম ফু দিয়ে ।
আর একটু পর পর ঝাকি দিতাম (নেকির লাইগা নারে পাগলা) - ভিতরে পানি থাকলে ঝন ঝন করতো , এইটা শুনতেও একটা আলাদা মজা লাগতো ।
তখন ব্যাপারটা বুঝি নাই , কিন্তু আজ বুঝি ।
মুরুব্বীরা কেন ঐ বেলুন ব্যবহার করার কথা সরাসরি না বলে ' বলতো - ঐটার মধ্যে প্রসাব করে দিছে বিদেশীরা ।
আসলে তারা সত্য গোপন করে রাখতো আমাদের অল্প বয়সে যৌন শিক্ষা থেকে বিরত রাখার জন্য ।
কারন , হয়তো তখন ঐটার সঠিক ব্যবহারের কথা বললে আমরা বুঝতাম না , অথবা তাদের যুক্তি মানতে চাইতাম না ।
কারন - তৎকালীন সময়ে ঐটার সাইজ আর :আমাদের ঐটার সাইজ :p আকাশ পাতাল তফাৎ ছিল ।
আর মুরুব্বিরাও কিভাবে বলে ঐ সব - ছিঃ লজ্জা আছে না
(তবে - এই জামানার পোলাপাইনের কাছে এই কথা কইলে আগে কইবো
- মুরুব্বী এইটার মধ্যে যে প্রসাব আছে সেইটার লিঙ্ক দেন)
মূল কথা যেইটা -আমাদের সমাজের বর্তমান পিতা মাতারা তার ছেলেকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে রাখে ।
কেউ চায় না তার ছেলে মাদ্রাসায় পরুক , অথবা ইসলামী শিক্ষায় শিক্ষিত হোক ।
এর কারন হিসেবে তারা বলে - হুজুর হয়ে কি করবা ? কোথায় চাকরী পাইবা ? সারা জীবন কি মসজিদে আযান আর নামাজ পরাইয়া জীবন কাটাইয়া দিবা ? জীবনে উন্নতি করা লাগবো না ?
-- ঠিক ঐ কনডমের মত অবস্থা ।
সঠিক গোপন করে মিথ্যা কিছু দিয়ে আমাদের ভুলিয়ে রাখা হচ্ছে ।
ছোট বেলার মুরুব্বীরা যেমন লজ্জার কারনে সত্য কথা বলতে পারে নায় , তেমনি এখনকার পিতা-মাতা গুলো সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে সত্য কথা বলতে পারছে না ।
ইসলামী শিক্ষা যে সবার জন্য গুরুত্ব পূর্ণ সেটা যেনেও পিতা-মাতা সেটা থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখছে মিথ্যা কথা বলে ।
কারন তারাও জানে - যদি সত্যি কথা বলে তবে সবার আগে তাদের মুখোশ খুলে যাবে ।
সন্তান যদি সঠিক ইসলাম জেনে ফেলে তবে সবার আগে পিতা-মাতার দিকে তাকিয়ে বলবে - তোমরা কি মুসলিম নাকি বাঙ্গালী?
কারন সেই পিতা-মাতাই সন্তানকে ইসলামী শিক্ষা থেকে দূরে রাখে যে নিজেই ইসলামের কিছু জানে না বা ইসলামের মধ্যে নেই ।
শিশু -কিশোরদের কনডম নিয়ে খেলা থেকে দূরে রাখুন , কিন্তু ইসলামী শিক্ষা গ্রহন থেকে দূরে রাইখেন না ।
কারন , আজ যেই ছেলেটি কিশোর , আগামীকাল সে হয়তো ওমর (রাঃ) অথবা আলী (রাঃ) এর মত ইসলামের খাদেম হবে ।
আর নয়তো আপনার একটা ভুল সিদ্ধান্তের কারনে ' সন্তান হবে জাফর ইকবাল অথবা তসলিমা নাসরিন ।
পছন্দ আপনার ।
তবে একটা কথা মনে রাখবেন - এই দিন দিন না ।
আজ যেই ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তানকে ইসলামী শিক্ষা থেকে বিরত রাখছেন , সে ভবিষ্যৎ কিন্তু আরও একটা আছে ।
সেটার শুরু আছে কিন্তু শেষ নেই ।
সেখানে কি নিয়ে যাচ্ছেন সেটাও আপনার ভাবা উচিত ।
বিষয়: বিবিধ
১৪০৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"সেখানে কি নিয়ে যাচ্ছেন সেটাও আপনার ভাবা উচিত।"
অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন