ক্লাস সিক্সে থাকতে হুজুর স্যার কে একবার কাঁদতে দেখেছিলাম। সেই প্রথম সেই শেষ। তারপর আর কোনদিন স্যার কে কাঁদতে দেখি নি।
লিখেছেন লিখেছেন আগামী দিনের প্রধান মন্ত্রী ১২ এপ্রিল, ২০১৪, ০৫:৪৯:৩৫ বিকাল
খুব যত্ন করে ইসলাম শিক্ষা পড়াতেন। ক্লাস
সিক্স থেকে টেন পর্যন্ত সব ইসলাম শিক্ষা ক্লাস তিনি নিতেন।
ক্লাসের শেষে একদম চুপচাপ থাকেতেন তিনি।
কারো সঙ্গে মিশতেন না,কোথাও বলতেন না।
একা বসে বসে তসবিহ জপতেন। তবে কেও
এগিয়ে কথা বলতে আসলে তিনি তসবিহ
জপা বাদ দিএ খুব মনোযোগ সহকারে তার
কথা শুনতেন। যেন এর চাইতে জরুরী কোন কাজ
তারেখন নেই।
তারপর কথা শুনে অনেক সুন্দর
একটা হাসি দিয়ে সব প্রশ্নের জবাব দিতেন...
হুজুর স্যারের দাড়ি অনেক লম্বা লম্বা ছিল।
আর তিনি লম্বায় অনেক খাটো ছিলেন।
তাই আমরা তাঁকে "ছোট হুজুর" বলে ডাকতাম।
হুজুর অনেক সময় তা শুনে ফেলত এবং মিষ্টি করে একটা হাসি দিতো...
হুজুর স্যার খুব ই কম নতুন পাঞ্জাবি,পাজামা
পড়তেন। আর তিনি নিজেকে মূর্খ মনে করতেন...
সেদিন স্কুল পরিদর্শনের জন্য ঢাকা থেকে বড় এক স্কুল পরিদর্শক আসবে।
তাই আমাদের সবাইকে নতুন স্কুল ড্রেস পরে আসার আদেশ দিলো স্যার। আমাদের হুজুর স্যার ও সেদিন মোটামুটি নতুন একটা পাঞ্জাবি পরে স্কুলে এলেন...
পরিদর্শক সাহেব এলেন ।
হেডস্যার কে নিয়ে সব ক্লাস ঘুরে ঘুরে দেখে সবশেষে আমাদের ক্লাসে এলেন।
আমাদের ক্লাসে এসে হুজুর স্যার কে দেখেই কেমন যেন চমকে উঠলেন পরিদর্শক সাহেব!!
কিছুক্ষন ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন হুজুর স্যার এর দিকে...
স্যারের কাছে দ্রুত এগিয়ে এসে একদম পায়ে হাত দিয়ে সালাম করা শুরু করলেন পরিদর্শক সাহেব!!
হুজুর স্যার হতভম্ভ হয়ে বললেন
"করেন কি?
"করেন কি?"
পরিদর্শক তখন পায়ে থেকে হাত সরিয়ে বললেন " স্যার চিনতে পারেন নি?
ক্লাস সেভেনে পড়া অবস্থায় আমি একজনকে 'কুকুর' বলে গালি দিয়েছিলাম।
তারপর আপনার কাছে নালিশ দিয়েছিল।
আপনি সবার সামনে আমাকে লজ্জা না দিয়ে ক্লাস ছুটির পর আমাকে আর তাঁকে আলাদা ডেকে নিয়েছিলেন আপনার রুমে। তারপর আমার মাথায় হাত রেখে আদর করে জিজ্ঞেস করেছিলেন-
-বল তো বাবা তোমার হাত কয়টা?
আমি বলেছিলাম ২ টা।
-বল তো বাবা তোমার নাক কয়টা? কান কয়টা?
আমি বলেছিলাম ১ টা নাক ২ টা কান।
তারপর আপনি বলেছিলেন- তাহলে এইসবই ওর কয়টা করে?
আমি বলেছিলাম "সবই তো সমান সমান"
তখন আপনি হেসে শুধু বলেছিলেন "ও যদি কুকুর হয় তাহলে তুমি কি?"
তারপর আমি চুপচাপ দাড়িয়ে ছিলাম এবং তখন আপনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন
"শুনো বাবা, সৎ মানুষেরা কাউকে গালি দেয় না,সৎ হও,দেখবে জীবন কত সুন্দর কত আনন্দময়"
স্যার সে কথাটি আমি আজো মনে রেখেছি।
সত্যি স্যার জীবন অনেক সুন্দর,অনেক আনন্দময়...সৎ হওয়ার মতো আনন্দ পৃথিবীতে আর একটিও নেই...
পুরো ক্লাসের সবার সামনে স্যার সেদিন ঝরঝর করে কেদেছিলেন।
হেডস্যারও কেদে ফেললেন পরিদর্শকের এমন কথায়।
আমাদের মধ্য থেকে কয়েকজন ও কেদেছিল
সেদিন...
ছোট ছোট কিছু ভুল শুধ্রে নিলে হয়তো বড় কোন ভুলের জন্ম আর হবে না কোনদিন ৷আসুন আজ থেকেই শপথ নেই ভালো থাকার ,সৎ হওয়ার...
আগে ব্যক্তিগত ভাবে শুরু করি। দেখবেন একদিন সবাই বদলে যাবে...
আর তখন পৃথিবী টা হবে একটি জান্নাতের
টুকরো...
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো অনেক ধন্যবাদ
"ছোট ছোট কিছু ভুল শুধ্রে নিলে হয়তো বড় কোন ভুলের জন্ম আর হবে না কোনদিন ৷আসুন আজ থেকেই শপথ নেই ভালো থাকার,সৎ হওয়ার..."
অসাধারণ এক ব্যক্তিত্ব হুজুর স্যার।
অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন