জামাত VS জঙ্গি
লিখেছেন লিখেছেন আগামী দিনের প্রধান মন্ত্রী ৩১ মার্চ, ২০১৪, ০৬:০৬:২৪ সন্ধ্যা
জামাতিঃ আপনি একটা ফেবু জেহাদি
জঙ্গিঃ কেন কেন?
জমাতিঃ সারাক্ষণ ফেইসবুকে জিহাদ জিহাদ বলে চিল্লান।পারলে ময়দানে নেমে কিছু করে দেখান।
জঙ্গীঃ চলেন ময়দানে নামি আজই এক্ষনি
জামাতিঃ বাংলাদেশে এখনো জিহাদের পরিস্থিতি আসে নাই
জঙ্গীঃ আপনি না বললেন ময়দানে নামতে ?
জামাতিঃ আপনার মত মাথা মোটা জিহাদি দিয়ে ইসলাম কায়েম সম্ভব না।
জঙ্গীঃ তাইল কিভাবে ইসলাম কায়েম সম্ভব?
জমাতিঃইসলাম প্রতিষ্ঠা করতে হলে রাজপথে আন্দোলন করতে হবে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে।আপনার মত শুধু ফেবুতে স্টাটাস মারাইলে ইসলাম কায়েম হবেনা।
জঙ্গীঃ আমি তো ময়দানে নামতে বললাম।আপনি বললেন বাংলাদেশে এখনো জিহাদের সময় আসে নাই,
জামাতিঃ কই কখন বললাম?
জঙ্গিঃ আচ্ছা বলেন নাই ভাল কথা চলেন এক্ষুনি জিহাদে নামি।
জমাতিঃ আপনি জিহাদের মানে জানেন না।
জঙ্গীঃজিহাদের মানে কি?
জামাতিঃ জিহাদ মানে হচ্ছে হরতালের দিন রাস্তায় গাড়ি ঘোড়া চলতে না দেয়া।কেউ পেটের দায়ে গাড়ি নিয়ে বের হলে গাড়ি ভেঙ্গে ফেলা।এছাড়াও মিছিল করা আর মিছিলে পুলিশ গুলি করা শুরু করলে পিছন দিক দিয়ে দৌড় মেরে পালানো
জঙ্গিঃ এতে লাভ?
জামাতিঃ মানুষ গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় বের না হতে পারলে কাজ না করতে পারলে এক সময় জনগণ না খেয়ে মরার উপক্রম হবে।জনগণের দুঃখ কষ্ট সইতে না পেরে একসময় সরকার আমাদের দাবি মেনে নিবে হয়ে যাবে ইসলাম কায়েম
জঙ্গিঃ এত দিনেও ইসলাম কায়েম হইল না কেন?
জমাতিঃ আপনার মত অনেকে হরতাল জিহাদে শরীক হয় নাই তাই।সবাই আপনার মত কিবোর্ড ফালাইয়া রাস্তায় নামলে ডেইলি হরতাল ডাকা সম্ভব হইত,এত দিনে ঠিকি জালেম হাসিনার পতন ঘতায়া ইসলাম কায়েম সম্ভব হত
জঙ্গিঃ আল্লাহর রাসুল (সঃ) কি হরতাল করে ইসলাম কায়েম করছে?
জামাতিঃ আপনি কি হুদায় বিয়ার সন্ধি পড়েন নাই?
জঙ্গিঃ হুদাইবিয়ার সন্ধিতে কত নাম্বার ধারাতে হরতাল করার কথা আছে?
জামাতিঃ আছে না আবার না থাকলে আমাগ নেতারা এমনিতেঈ হরতাল ডাকে?
জঙ্গিঃ আচ্ছা বাদ দেন। বার্মায় সিরিয়ায় আমাদের মুসলিম ভাইদের মারছে,তাদের পক্ষে জিহাদ করা তো আমাদের জন্য ফরজ তাই না?
জামাতিঃ হ্যা সেটাই বলছি।পারলে এবার এসব মুসলিমদের জন্য কিছু করেন।
জঙ্গীঃ তাদের জন্য কিছু করতেই তো মানষকে জিহাদের জন্য ডাকি।তখন তো আপনিই কম্বল জিহাদি ফেবু জেহাদি বলেন।
জামাতিঃ তাদের জন্য কিবোর্ড যুদ্ধ বাদ দিয়া অস্ত্রের জিহাদ করেন তাইলে আর ফেবু জেহাদি কমু না
জঙ্গিঃ কিন্তু আমার মত হাতে গোনা দু চার জন দিয়ে দিয়ে অস্ত্রের লড়াই হয় না।পর্যাপ্ত লোক যোগার করতেই কিবোর্ড জিহাদ করা লাগছে।আপনারা আমাদের সাথে যোগ দিলেই তো আর কিবোর্ড জিহাদ করা লাগে না
জামাতিঃআমরা তো বাঙ্গালদেশে হরতাল জিহাদ করতে করতে ক্লান্ত।অন্য দেশের জন্য জিহাদ করমু কখন?
জঙ্গীঃ আপনারা নিজেরাও করবেন না অন্যরা সাধ্য অনুযায়ি করার চেষ্টা করলে কম্বল জিহাদি ট্যাগ দিবেন আপনাদের সমস্যাটা কি?
জামাতিঃ আপনারা অস্ত্রের জিহাদের দাওয়াত না দিয়ে হরতাল জিহাদের দাওয়াত দেন তাইলে আর ফেবু জেহাদীও কমু না কম্বল জিহাদিও কমু না
জঙ্গিঃ বার্মায় কি হরতাল জিহাদ চলবে?
বিষয়: বিবিধ
১৩৩০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন