"আফগানিস্তানে আমি আমার আল্লাহকে দেখেছি"

লিখেছেন লিখেছেন আগামী দিনের প্রধান মন্ত্রী ২৭ মার্চ, ২০১৪, ১১:২০:২৭ সকাল

যুবকের মুখ ভর্তি দাড়ি । পাগরিটাও বেধেছে সুন্দর করে। দেখলে কে বলবে যে এই যুবক একজন মোওলানা। মধ্যম গঠন, না বেশ মোটা । আবার না পাতলা। উচ্চতা প্রায় ছয়ফিট ছয় ইঞ্চি।

হাতে রকেট প্রোপাল গ্রেনেড (RPG) ,

উদ্দেশ্য অন্তত শত্রুদের একটা গাড়িকে আর পিজি দিয়ে উড়িয়ে দেয়া।

.

গেরিলা যুদ্ধে বিশেষ করে যখন বিশাল ট্যাংক আর গাড়ি বহরের বিপক্ষে পায়ে হেটে যুদ্ধ করতে হয় তখন এই আর পি জি খুব কাজে দেয়। সব গেরিলা যোদ্ধাদেরই এটা একটা বিশবস্ত সাথি।

.

যুবকটির হাতের আর পি জিটা রাস্তার দিকে তাক করা। শত্রু বাহীনি বেশ কিছু ট্যাংক , গারি সহ বিশাল সৈন্য বহর নিয়ে আসছে।

.

যুবকটি শত্রু বাহিনীর একটা গাড়িকে লক্ষ করে তার হাতের আর পি জি থেকে ফায়ার করল।

সাথে সাথে তার ছোড়া গ্রেনেড উড়িয়ে দিল শত্রু বহরের একটা গাড়ি।

.

এই আকস্মিক আক্রমনে শত্রু বাহিনী হতবিহবল হয়ে পড়ল। তারা যুবকের দিকে এলো পাথারি গুলি করা শুরু করল।

.

যুবকটি তার কয়েকজন সাথিদের নিয়ে রাস্তার পাশের একটা মসজিদে আশ্রয় নিল।

শত্রুদের গুলিতে ক্ষতবিক্ষত হতে শুরু করল মসজিদটির দেয়াল।

.

যুবকটিও থামল না যুদ্ধ চালিয়ে যেতে লাগল। হঠাৎ শত্রুদের একটা বুলেট তার ডান চোখকে ছুয়ে গেল।

.

শত্রুদের বুলেটের আঘাতে যুবকের ডান চোখটা তার চোখের কোটর থেকে বের হয়ে ঝুলতে থাকে। রক্ত ভিজিয়ে দেয় তার পুরো শরীর। সে তবুও ক্ষান্ত হয় না। অবিরাম শত্রুদের ওপর আক্রমন চালিয়ে যেতে থাকে। তার আর পি জি , তার অস্ত্রের গর্জন কাপিয়ে দেয় শত্রুদের সেই বিশাল সৈন্য বহরকে।

.

এই সাহসী নির্ভিক যুবকটি হচ্ছে তালেবান নেতা মুহাম্মাদ ওমর।

মানুষ তাকে মোল্লা মুহাম্মাদ ওমর নামে চেনে তবে অনুসারিরা তাকে আমিরুল মুমিনিন (মুমিনদের আমির) বলেই সম্বধন করেন।

রাশিয়ান আফগান যুদ্ধের সময় এই ভাবেই সহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন তিনি।

.

এই পৃথিবীর প্রায় সব ইসলামিক লিডার গুলো বা দেশ গুলো যখন আমেরিকার দিকে রুকু অবস্থায় বা সেজদা অবস্থায় আছে ঠিক সেই সময় এই ব্যক্তি এবং তার অনুসারিরা আমেরিকার বিরুদ্ধে সাহসিকতার সাথে মাথা উচু করে দাঁড়িয়ে আছে।

.

বুকের তাজা রক্ত দিচ্ছেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে। মুসলিম উম্মাহ আবারও নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে একটি ইসলামিক রাষ্ট্রের ।

.

সত্যি কথা বলতে এই সময়ে যাদেরকে দেখলে ১৪০০ বছর আগের সেই সাহাবিদের কথা মনে পরে তারা আর কেউ না। তারা হলেন তালেবান।

জি আফগানিস্থানের সেই তালেবান।

.

[বিঃদ্রঃ মোল্লাহ মুহাম্মাদ ওমর সম্বন্ধে মৌলানা ডক্টর শের আলি শাহ

বলেনঃ “যখন উলামা গন তার (মুহাম্মাদ ওমরের)

ইমান পরীক্ষা করলেন। তারা কাদতে শুরু করলেন

এবং বললেনঃ আল্লাহর কসম এই মানুষগুলো সাহাবাদের সময়কার মানুষ।”

.

আর আল্লাহ মুমিনদের সম্পর্কে বলেনঃ “আর

তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না।

যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।” [সুলা আল ইমরান আয়াত ১৩৯]

.

আল্লাহ আমাদেরকে তার মুমিন বান্দাদের অন্তর ভুক্ত করুক , মুমিনদেরকে হেফাজত করুক এবং তাদের বিজয় তরান্যিত করুক। আমিন]

.

বিজয় দেখার অপেক্ষায় রইলাম......

.

.

------------- আদিপ্রম

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198645
২৭ মার্চ ২০১৪ সকাল ১১:৩৫
মোস্তাফিজুর রহমান লিখেছেন : মন্তব্য করার অনুমতি পেলাম। কালো পতাকা ধারীতের ব্যাপারে রাসুল সা: সুসংবাদ দিয়েছিলেন।
198648
২৭ মার্চ ২০১৪ সকাল ১১:৪২
প্রান্তিক জনপদ লিখেছেন : আপনার পোষ্ট পড়ে হাসতে হাস্তে মরে গেলাম। মজা পাইছি।

২৭ মার্চ ২০১৪ দুপুর ০১:৩১
148551
মাজহার১৩ লিখেছেন : এখানে হাসির কি পাইলেন?
আপনি কি মানুষ না আওয়ামী লীগ।
198899
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
199028
২৮ মার্চ ২০১৪ রাত ০১:১৯
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : বিজয় নিশান আমরাই তুলবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File