পর্নো সিনেমা দেখে ১৩ বছর বয়সী ভাই ধর্ষণ করল ৮ বছরের বোনকে

লিখেছেন লিখেছেন আগামী দিনের প্রধান মন্ত্রী ২৭ মার্চ, ২০১৪, ০৯:০৪:৩৭ সকাল

কিশোর ভাইয়ের হাতে ধর্ষিতা হয়েছে তার ৮ বছরের বোন। ১৩ বছরের ওই কিশোর বাড়িতে পর্নো ছবি দেখার পর নিজের বোনকে ধর্ষণ করে বলে জানা গেছে। এ ঘটনায় আহত বোনকে চিকিৎসা দেওয়ার পর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে রাখা হয়েছে।

ঘটনার দিন তাদের বাবা-মা বাড়িতে ছিলেন না। ওই কিশোর তখন তার এক বন্ধুর সঙ্গে এক্সবক্স গেমস কনসোলে পর্নো ছবি দেখে। ঘটনার পর পুলিশ তাকে ধরে নিয়ে গেছে।

পরে সে পুলিশকে জানায়, অনলাইনে দেখা ছবির কিছু অংশ সে কপি করে রাখে।

এরপর সে ছবির নায়ক-নায়িকা যেসব যৌনক্রিয়া করেছিল সেগুলো অনুকরণ করার চেষ্টা চালায় এবং নিজের বোনের ওপর চড়াও হয়। নিজের অপরাধ স্বীকার করে বলে, বয়স কম হওয়ায় সে তার বোনকেই বেছে নিয়েছিল। আইনগত কারণে ওই কিশোরের নাম প্রকাশ করা হয়নি।

গত বুধবার ছেলেটিকে ইংল্যান্ডের ব্ল্যাকবার্ন আদালতে হাজির করা হয়। ম্যাজিস্টেটের কাছে সে নিজের দোষ স্বীকার করেছে তবে তাকে তার পরিবারের কাছ থেকে আলাদা করে রাখা হয়েছে। আদালত থেকে জামিন পাওয়ার পর সে বর্তমানে এক নিকটাত্মীয়ের বাড়িতে অবস্থান করছে।

এই ঘটনা গোটা যুক্তরাজ্যে অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের নিয়ে আশঙ্কায় রয়েছেন। কেননা ভিডিও গেমস খেলার যন্ত্রের মাধ্যমে শিশুরা সহজেই অনলাইনের পর্নো সাইটগুলোতে যেতে পারে।

অনেকে অবশ্য যন্ত্রটি কেনার সময়ই দোকানিদের সহায়তায় পর্নো সাইটগুলো ব্লক করে দেন। তবে এতেও কাজ হচ্ছে না। বাড়িতে থাকা অন্যান্য উপকরণ যেমন এক্সবক্স, প্লে-স্টেশন, আইপড ও মোবাইল ফোনের মাধ্যমে শিশুদের পক্ষে নিষিদ্ধ সাইটগুলোতে সহজেই প্রবেশ করে ডাউনলোড করা সম্ভব।

সূত্র : দ্য মিরর

বিষয়: বিবিধ

২০৫১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198613
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডিজিটাল!!!!
198617
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:১৯
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : নাউজুবিল্লাহ
198635
২৭ মার্চ ২০১৪ সকাল ১১:১৪
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : রাইট, ভাল লাগলো
198654
২৭ মার্চ ২০১৪ সকাল ১১:৫২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : খুব খারাপ! এগিয়ে ‍যাচ্ছে পৃথিবী!
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
148734
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : Yes
198658
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:২২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। এই সভ্যতাই এখন আমদানী করছি আমরা ।
198709
২৭ মার্চ ২০১৪ দুপুর ০২:০৪
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ভালোতো ভালোনা সবকিছুই আগেভাগে....।
ডিজিটালের খ্যাতাপুড়ি.। মেজাজটাই গরম হয়ে যায়.। ধ্যাত
২৭ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৫৭
148735
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : BABO COOL COOL
199020
২৮ মার্চ ২০১৪ রাত ১২:৪৯
মুফতি যুবায়ের খান রাহমানী। লিখেছেন : আস্তাগফিরুল্লাহ। আমাদের দেশেও যারা শিশু কিশোরদের মেধা বিকাশের জন্য মোবাইল বা কম্পিউটার, ল্যাপটপ তুলে দিচ্ছেন। তাদের এ থেকে শিক্ষা নেয়া উচিত।
199577
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৭
সালাম বাংলাদেশ লিখেছেন : দেশের মানুষ ইন্টারনেট আর ইন্টারনেটের দাম নিয়ে যতই চিল্লাপাল্লা করুক না কেন, আমাদের দেশে ইন্টারনেট সহজলভ্য করলে আরও একটু বেশি সানি লিওন দেখা ছাড়া কিছুই হবেনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File