আমার গালে জুতা মারুনঃ

লিখেছেন লিখেছেন আগামী দিনের প্রধান মন্ত্রী ২৫ মার্চ, ২০১৪, ০২:০৪:৩০ দুপুর

দেখিনি কোনো হিন্দু নারী কে শাখা সিদুর ছেড়ে দিতে অথবা ঘর থেকে দেবদেবীর মুর্তি বের করে দিয়ে মন্দিরে যাওয়া বাদ দিতে।

এমন কোনো খ্রীস্টান কে ও আমি দেখিনি তার গলা থেকে ক্রসচিহ্নিত লকেট টা খুলে ফেলতে!

কোনো বৌদ্ধ কি আজ পর্যন্ত প্যাগোডায় যাওয়া বন্ধ করেছে?

অথচ আমরা ধর্মনিরপেক্ষতার নামে দাড়ি টুপি বোরকা হিজাব ছেড়ে দিয়েছি এমন কি নামাযের জন্যে মসজিদে যাওয়া টা ও ছেড়ে দিয়েছি কিন্তু আজ ও ছাড়তে পারিনি শাহবাগের বিরানিচত্বর।

কি রে ভাই ধর্মনিরপেক্ষতা কি শুধু মুসলমানদের জন্যে প্রযোজ্য?

বিশ্বের আর কোথাও কি এমন নজির আছে যে ধর্মনিরপেক্ষতার নামে কেউ নিজের ধর্মকর্ম ছেড়ে দিয়েছে?

যে দেশের ৯১ ভাগ মানুষ মুসলমান সেদেশে নিরপেক্ষতার প্রশ্ন

টা আসে কোথা থেকে?

যারা ধর্ম নিরপেক্ষতার কলের গান বাজাচ্ছেন তারা আদৌ কি কোনো ধর্মের লোক?

উচিত্ কথা কইছি তো তাই আমার গালে ২ডা জুতা মারেন!!

বিষয়: বিবিধ

১৫২৩ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197619
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ধর্মনিরপেক্ষতা জিনিসটা হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়িদের জন্য।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:২৪
147549
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : রাইট,
197626
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:২৩
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : ধন্যবাদ..
197634
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৩১
রানা লিখেছেন : আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ হলো ইসলামকে ঘৃণা করা। যে যত বেশী ঘৃণা করতে পারবে সে তত বড় ধর্ম নিরপেক্ষ।
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৯
147627
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : এক্কেবারে খাটি কথা কইছেন ভাই ।
197656
২৫ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৯
নূর আল আমিন লিখেছেন : আগামী দিনের প্রধান
মন্ত্রী
ভাই আমরা মুসলমান থেকে বহিস্কৃত হয়ে গেছি বাতিলের কাছে হেরে
197691
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৫
197729
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৪
সিমপল লিখেছেন : প্রতিটা ধর্ম থেকেই মানুষ দুরে সরে যাচ্ছে ।আমরা মুসলমান বলে আমাদের কাছে মুসলমানদেরটা ধরা পড়ছে ।বিভিন্ন দেশ ঘুরে মানুষের সাথে মিশে দেখেছি প্রতিটা ধর্ম থেকেই মানুষ দুরে যাচ্ছে ।
197763
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪১
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : আমাদের দেশের ধর্ম নিরপেক্ষ হলো ইসলামকে ঘৃণা করা। যে যত বেশী ঘৃণা করতে পারবে সে তত বড় ধর্ম নিরপেক্ষ।

২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
147797
আগামী দিনের প্রধান মন্ত্রী লিখেছেন : Yes. Yes. Yes. Yes. Yes.
197820
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
নীল জোছনা লিখেছেন : হাচা কথা ভাই। মুসলমানদের মধ্যে এই একটা প্রবলেম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File