নামায পড়া হারাম !!! কেননা আল্লাহ নামাযের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন ।
লিখেছেন লিখেছেন আগামী দিনের প্রধান মন্ত্রী ২৫ মার্চ, ২০১৪, ১০:৩১:০৯ সকাল
রেফারেন্সঃ আল কুরআনের সূরা নিসার ৪৩ নম্বর আয়াতঃ "ওহে!
তোমরা যারা ঈমান এনেছো,
নামাযের ধারে কাছেও যেয়ো না"
.
কি ভাই আমারে খাইয়া ফেলতে ইচ্ছে করছে দ এইবার শুনেন,
মিথ্যাবাদিরা প্রচার করে মওদূদী রাহিঃ বলেছেন,
"সিনেমা দেখা জায়েয" ।
এটি দেখে অনেকেই তাঁকে ভ্রান্ত বলে । অথচ পরের কথাটি তারা প্রচার করেনা ।
পরের কথাটিতে তিনি বলেন,
"তবে অবৈধ ব্যবহার এটাকে (সিনেমাকে) হারাম করে দেয় ।"
(দেখুনঃ রাসায়েল ও মাসায়েল ২য় খন্ড)
কত বড় মিথ্যাবাদী হলে তথ্য বিকৃত করতে পারে?
মিথ্যাবাদীরা আরো বলে, জাকির নায়েক বলেছেন "কুরআনে ভুল আছে" । অথচ তার আগের কথাটি বলেনা ।
.
জাকির নায়েক এক খ্রিষ্টান পাদ্রীর সাথে বাহাসের এক পর্যায়ে বলেছিলেনঃ "আচ্ছা ধর কুরআনে ভুল আছে" ।
.
এখন চিন্তা করেন অবস্থাটা কি! অথচ এই উক্তিটি তিনি করেছিলেন কুরআনকে শাশ্বত পয়গাম প্রমাণের স্বার্থেই ।
.
এবার বুঝলেন কাট-ছাঁট করে বক্তব্য প্রচার করলে কি অবস্থাটি হয়?
যেমনটা হয়েছে কুরআনের আয়াতের বেলায় ।
.
অথচ আল্লাহ এই আয়াতটির পরের অংশে বলেছেন
"নেশাগ্রস্থ থাকা অবস্থায়" (নামাযের কাছে যেওনা)
------------- আদিপ্রম
বিষয়: বিবিধ
১৫৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন