আল্লা কখন "হও" বলবেন- যাতে ইসরাইলের ড্রোন, এফ-১৬, আয়রনডোম সব বিকল হয়ে যায়?
লিখেছেন লিখেছেন গ্রামের পথে পথে ২৪ আগস্ট, ২০১৪, ০১:০৪:১৯ দুপুর
গাজায় আবার নতুন করে হামলা শুরু হয়েছে। গতকালই ইসরাইলের পিনপয়েন্ট রকেট হামলায় ৩ শির্ষ হামাস নেতা শহীদ হয়েছেন। বেপোড়োয়া ইসরাইলকে কোন ভাবেই থামানো যাছ্ছে না। এমতবস্থায় আল্লা কখন "হও" বলবেন- যাতে ইসরাইলের ড্রোন, এফ-১৬, আয়রনডোম সব বিকল হয়ে আকাশে মিশে যাবে?
আল্লা তো হিন্দু ধর্মের মূর্ত্তি না যে ঠায় দাড়িয়ে থাকবেন, তিনি অসীম শক্তিধর আল্লা। শুধু "হও" বল্লেই সব হয়ে যায়। নাকি??
বিষয়: বিবিধ
১৯৩৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিন দিন পরে সিদ্ধান্ত নেন কি করিবেন। হওয়ের জন্য বসিয়া থাকিবেন নাকি নিজেই নিজের কাপড় বরবাদ করিবেন।
যদি হও শুনার জন্য বসিয়া থাহেন, তাইলে আমনের অপবিত্র মুত্র থলে ফাটিবেই। কারুন, তিনি আমনের মুত্র থলে বাচানোর জন্য হও বলবেন না। তিনি হও বইলা এই মুত্র থলি শরীর সহ আগেই আমনেরে বানাই দিছেন। এখন আমনের দায়িত্ব 'হও'য়ের পরীক্ষা লওয়া না, আমনের দায়িত্ব হইল আমনের মুত্র থলে নিজেই বাচানো।
এখন সকল মুসলমানের দায়িত্ব হইল, ইহুদী থেইক্যা জেরুজালেম উদ্ধার করা। আর সেই জন্য হামাসকে অস্ত্র দেওয়া। হামাস কে অস্ত্র দিলেই ইহুদী পানিপথের মালাউনদের মতন কাপড়ে চোপড়ে কইরা পালাইবে। যেই সমাধান মুসলমানদের হাতে আছে, সেটার সমাধান করার জন্য উপরের তিনি হও কইবেন না, ঠিক আমনের মুত্র থলে বাচানোর মত। আশা করি এই জ্ঞান যথাস্থানে হান্দাইছে।
তা ভালো করেছেন,নিয়মিত ধর্ম বিদ্বেষী কথা না লিখলে তো আবার পেমেন্ট বন্ধ হয়ে যাবে,So চালিয়ে যাও মৃত্যুর আগ পর্যন্ত,কেননা মরার পর এ সুযোগ আর পাবে না৷
অ:ট___আমারে কি চিনবার পারছেন!
অ:ট: আমি ভালো আছি! তুমি কেমন আছো?
পরিবারের সবাই ভালো আছে তো?
অনেক দিন পর তোমার সাথে কথা হলো,বেশ ভালো লাগছে আমার৷
বিপক্ষ হলেও কিন্তু আমি তোমাকে ঘৃণা করিনা,তুমি কি করো সেটা জানি না৷ ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন