মুমিনের আল্লাকি মুর্ত্তির মতই অক্ষম??
লিখেছেন লিখেছেন গ্রামের পথে পথে ২২ আগস্ট, ২০১৪, ১১:১২:২২ সকাল
"আমর বলার কিছু ছিল না, শুধু চেয়ে চেয়ে দেখলাম"- আল্লার কোরাণের উপর চা-নাস্তার প্লেট বর্তন।
মুমিনরা দাবি করেন হিন্দু মূর্ত্তির কোন ক্ষমতা নেই। মূর্তি নাকি একটি মাছিও তাড়াতে পারে না! এসব নিয়ে তাদের কৌতহলের সীমা নেই। কিন্তু তাদের কাল্পনিক আল্লাও যে মূর্ত্তির মতই ক্ষমতাহীন অক্ষম তা একবারও ভেবে দেখে না। মুমিনের আল্লা এ জীবনে কয়টি মাছি তাড়িয়ে দেখাতে পেরেছেন সে বিষয়ে নিশ্চুপ।
বাস্তবে আমরা কি দেখি? ব্লগ, ফেসবুক, টুইটারে কত মানুষ আল্লাকে যা তা বলে হাস্য কৌতুক করে। টয়লেট পেপারে আল্লা-নবীর ছবি। সালমান রজদী আল্লার কোরান'কে শয়তানের কিতাব বলেছেন। আফগানিস্তানে আমেরিকান সৈন্যরা আল্লার কোরানের উপর দাড়িয়ে হিসু করার শতশত ভিডিও ইউটিউবে ছেড়ে দেয়। ধর্মকারী ব্লগে প্রতিদিন আল্লা-নবী কে নিত্যনতুন কার্টুন, হাস্যরস। এই তো, সেদিন তসলিমা নাসরিন আল্লার কোরাণের উপর চা নাস্তার প্লেট বর্তন রেখে খোশ গল্প করেছেন। তো, এত শক্তিমান!! আল্লাকে এত লানত অপমান দেয়ার পরও তিনি মূর্ত্তির মত ঠায় চুপ মেরে আছেন কেন? তিনি নাকি "হও" বল্লেই সব হয়ে যার?? তিনি নমরুদ-ফেরাউন কে শায়েস্তা করেছেন। তো উনি চেংড়া নাস্তিকদের এত ভয় পান কেন? নাকি উনিও মূর্ত্তির মতই অক্ষম???
বিষয়: বিবিধ
২০৬৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এবার দেখাযাবে কে কাকে সাইজ করে?
তুমরাতো মূর্তির বন্দেগী কর।তুমাদের মূর্তির পূজা করতে কে মানা করছে।জত খুশী কর।তুমাদের স্বর্গে আছে ৭২ বেশ্যা মুছলমানেরা তুমাদের ৭২ বেশ্যার সরগে জাওয়ার আশা করে না।
ফিলিস্তিনের মুছলমানদের ইহুদীরা হত্যা করছে তুমাদের এত খুশী লাগে কেন?হিন্দুদের উস্টা খাওয়ার চাইতে ইহুদীদের উস্টা খাওয়া অনেক ভাল,ওরা তুমাদের মত হাজার মূর্তিরে পূজা দেই না।
যাও তুমাদের ৭২ বেশ্যার স্বর্গে যাও ওদের সাথে সেক্স করে এইডস জীবানু শরীরে ঢুকাও আর মর,বেশ্যাদের স্বর্গে যেখানে মরে শুধু হিন্দুরা।
এটি আসলে খুব সময় উপযোগি বাস্তবতা নির্ভর লেখা। এসব লেখা দিয়েই বেহেস্তের অনৈতিক সুখপুলক লোভি আল্লাপূজারী মুর্খ বর্বরদের মানুষ বানাতে হবে, তাদর জঙ্গি ধর্মানুভুতিকে মানব সভ্যতার অনুকুলে আনতে হবে। তবে জেনে রাখা ভাল আমি কোন ধর্মেরই হকার-ফেরিওয়ালা নই, যেটা আপনার মত মুমিনদের মাঝে প্রকট। যাক এবার মূল প্রসঙ্গে আসি,
দেখুন এই ২১ শতকের বিজ্ঞানময় সভ্যতায় একদেবতা/বহুদেবতার বিষয়টি নিরেট অপ্রাঙ্গিক। আপনি অবিকল ৩০০০/টাকা মাস বেতনের ইমাম-মুয়াজ্জিনদের মত কথা বলছেন- "আল্লা দুইজন হলে এক আল্লা সূর্যকে পূর্ব দিকে, আরেক আল্লা পশ্চিমে উদয় হওয়ার কাইজ্যায় লিপ্ত হতেন", এসব চটকদার কথা বলে ৭ শতকের মূর্খদের সান্তনা দেয়া যায় মাত্র, কিন্তু এ যুগে অচল। বিষয়টি নিজে বুঝেন তো?
বুঝলাম, আপনি এক দেবতার পূজারী। তো আপনার দেবতা পৃথিবীতে আর মানুষ খুঁজে পেলেন্না যে মোহাম্মদের মত একজন বাচাল, ভন্ড, লম্পট কে তার প্রতিনিধি নির্বাচন করলেন!!! এই মোহাম্মদের কাছে মরুভূমির শিয়ালের গর্তে তিনি ওহী নাজিল করতেন। এ কেমন আল্লা? নাকি??????
আসুন জেনে নেই কে এই মোহাম্মদ? তিনি বেশ্যাবৃত্তির(মুতাবিয়ে) প্রচলন করেছেন,
অসহায় ক্রীতদাসীদের সাথে বেসুমার যৌনতা করেছেন। যুদ্ধবন্ধি নারী ধর্ষন করেছেন। তার সাঙ্গপাঙ্গদের মাঝে নারীগনিমত বিলিবন্টন করেছেন, ধর্ষনে উৎসাহিত করেছেন। ৬০ বছরের প্রোঢ় বয়সে ৭ বছরের নাবালিকা আইশাকে মর্দন করেছেন। শতশত নারী-শিশু-বৃদ্ধ হত্যা করেছেন। মানুষের বানিজ্য কাফেলায় ডাকাতি করেছেন। পাথর ছূড়ে নিরীহ অসহায় নারীদের খুঁন করেছেন। দাসদাসী কেনাবেঁচা করেছেন, ব্যাক্তি জীবনে অনৈতিক গহির্ত পত্নী, উপপত্নী, দাসী, বাদীর সাথে যৌনতা............., এভাবে বলতে গেলে এক রিম কাগজেও শেষ হবে না। এগুলো আমার কথা না ভাই, কোরান-হাদীসের ওয়েল ডকুমেন্টেন বয়ান।
দুঃখিত মামুন ভাই, আপনার ধর্মানুভুতিতে আঘাত দেয়ার জন্য দুঃখিত। কিন্তু এটাই বাস্তবতা। এটাই হজম করতে হবে। মুর্তাদ কলত করার ভয় দেখিয়ে ইসলাম ধর্মের অপকর্ম ধামাচাপা দেয়ার সুযোগ এখন আর নেই।
আপনি বলেছেন- "আল্লাহ পাক অনেক ধর্যশীল, তার পাকড়াও বা ধরা নির্ধারিত সময়ের আগে আসবে না, আসেও নাই অতীতে।"
দেখুন, এটা আসলে অক্ষমের সান্তনা। নাঁচতে না জানলে উঠান বাঁকা টাইপের হালকা কথা। উনি মানুষ কে আগুনি পুড়িয়ে শিক কাবাব বানাতে ওস্তাদ, কিন্তু অভুক্ত শিশুকে এক প্লেট ভাত দি্যে পারেন্না। কথায় বলে- "ভাত দেয়ার মুরোদ নেই, কিল দেয়ার গোষাই", নয় কি???
আপনি কোরাণ মুখস্ত করার কথা বলেছেন। হাস্যকর বটেই, মুখস্ত বিদ্যায় কোন কারস্মা নেই। কোরাণ মুখস্ত করে মূর্খ মুমিনদের এই করুন দশা। আমাদের গাঁও গ্রামে এমন অনেক মানুষ আছে যারা নবাব সিরাজুদৌলার যাত্রা পালা মুখস্ত বলে দিতে পারে। আমি নিজেও কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৫০টিরও বেশি কবিতা মুখস্ত বলে দিতে পারি। তো??
ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই গ্যাঞ্জাম খানের খোলা চিঠি। আপনার কথামতই কাজ করেছি।
আর অক্ষম হলেও অসুবিধা নেই আমি বলে দেব। কারণ স্বল্প জ্ঞানের দরূন অন্যের প্রতি অবজ্ঞা প্রকাশ পায়!
শ্লোক:
একং ব্রহ্ম, দ্বিতীয়ং নস্যি, নেহ না নাস্তি কিঞ্চন।
আর অক্ষম হলেও অসুবিধা নেই আমি বলে দেব। কারণ স্বল্প জ্ঞানের দরূন অন্যের প্রতি অবজ্ঞা প্রকাশ পায়!
শ্লোক:
একং ব্রহ্ম, দ্বিতীয়ং নস্যি, নেহ না নাস্তি কিঞ্চন।
আর অক্ষম হলেও অসুবিধা নেই আমি বলে দেব। কারণ স্বল্প জ্ঞানের দরূন অন্যের প্রতি অবজ্ঞা প্রকাশ পায়!
শ্লোক:
একং ব্রহ্ম, দ্বিতীয়ং নস্যি, নেহ না নাস্তি কিঞ্চন।
ধন্যবাদ মামুনভাই, আপনার কথাগুলো ভালই লাগলো।
আসুন জেনে নেই কে এই মোহাম্মদ? তিনি বেশ্যাবৃত্তির(মুতাবিয়ে) প্রচলন করেছেন,
অসহায় ক্রীতদাসীদের সাথে বেসুমার যৌনতা করেছেন। যুদ্ধবন্ধি নারী ধর্ষন করেছেন। তার সাঙ্গপাঙ্গদের মাঝে নারীগনিমত বিলিবন্টন করেছেন, ধর্ষনে উৎসাহিত করেছেন। ৬০ বছরের প্রোঢ় বয়সে ৭ বছরের নাবালিকা আইশাকে মর্দন করেছেন। শতশত নারী-শিশু-বৃদ্ধ হত্যা করেছেন। মানুষের বানিজ্য কাফেলায় ডাকাতি করেছেন। পাথর ছূড়ে নিরীহ অসহায় নারীদের খুঁন করেছেন। দাসদাসী কেনাবেঁচা করেছেন, ব্যাক্তি জীবনে অনৈতিক গহির্ত পত্নী, উপপত্নী, দাসী, বাদীর সাথে যৌনতা............., এভাবে বলতে গেলে এক রিম কাগজেও শেষ হবে না। এগুলো আমার কথা না ভাই, কোরান-হাদীসের ওয়েল ডকুমেন্টেন বয়ান। "- এ গুলো লেখার মত ধৃষ্টতা আপনার থেকে অনেক বড় বড় নাস্তিক এবং খোদা দাবী করনেওয়ালা কাফির ও করে নাই। আপনার জ্ঞান এখনো অজ্ঞানতার পর্যায়ে রয়েছে। তাই আমি সুন্দরভাবে আপনাকে পাশ কাটিয়ে যাচ্ছি। মুর্খদের সাথে অন্তত সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা চলে না। আর একটা কথা নিজের পরিচয় এবং চেহারা না দেখিয়ে অনেকেই টেকনিক্যাল কারনে ফেসবুক এবং ব্লগে লিখেন। তাদের সবারই এই মুখোশের পেছনের দিকটি পজিটিভ। কিন্তু আপনি একজন নেগেটিভ মানুষ। তাই ছায়ার আড়ালে শান্তির ধর্ম ইসলাম এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানবের বিরুদ্ধে যা তা লিখে যাচ্ছেন। আপনি যদি নিজেরমতের উপরে অবিচল থাকেন এবং যুক্তি সহকারে যে কথাগুলো লিখেছেন, আমাকে তা সামনা সামনি প্রমাণ করে দিতে অন্তত একবার আ্মার সাথে দেখা করেন, তবে আপনাকে অন্তত একজন মানুষ মনে করবো। আমি জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় থাকি। যে কোন শুক্রবারে চলে আসতে পারেন। আর না হলে, আপনি একজন পাগল যে কিনা দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভুগছে, কিন্তু নিজেও তা জানে না, মনে করে আপনাকে ব্লক করে দিতে বাধ্য হব। আমি নিজে উন্মুক্ত থাকতে পছন্দ করি, এবং যে কোন ধরণের নেগেটিভ মানষিকতার ফেইক আইডিকে অপছন্দ করি। আপনি আরো পড়াশুনা করেন এবং সঠিক জ্ঞান অর্জন করেন। আর একজন ভালো সাইক্রিয়াটিষ্ট দেখান। @গ্রামের পথে পথে
আপনাদের আল আজহার পন্ডিতরা রিচার্ড ডকিন্স, তসলিমা নাসরিন, ম্যারিয়াম নামাজী, আয়ান হারসী আলী দের সামনে হেগে দেয়, দাড়াতেই পারে না।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> ফুয়াদ পাশা লিখেছেন : mamun সাহেব : অন্যের হেদায়েত না চেয়ে নিজের হেদায়েত চাওয়াই উত্তম। সত্যিকার অর্থে অমুসলিম, ইহুদী, নাসারা, মালাউন, নাস্তিক, ভিন্নধর্মীদের অবলিলায় বোকাঝোকা করে করে মুসলিমদের অভ্যাস খারাপ হয়ে গেছে। যা কখনো তাদের চোখে বাঁধে না। এই বদ অভ্যাস থেকে আপনিও মুক্ত নন। এই যেমন আপনি স্বয়ং নিজের কথাতেই অন্য ধর্মের দেবদেবতাদের চিৎপটাং করে একমাত্র কোরাণ গ্রন্থেই দুনিয়ার মুজেজারস আহরন করলেন। তো, সেটা আপনি করতেই পারেন। তদ্রুপ কোরানগ্রন্থের চিৎপাটাং অবস্থার কারনে অন্য অনেকেই দেবদেবতাদের মাঝে মুজেজা খুঁজে পাতে পারে। এটি ব্যাক্তির পছন্দ, এখানে কোরাণওয়ালাদের তেড়ে আসার এক তরফা এখতিয়ার নেই। তথাকথিত ধর্মানুভুতির কিরা খসমের মুল্যও নেই মোটেও। এই ব্লগেই অন্যধর্মের গিবত গাওয়া অসংখ্য পোষ্ট চোখে পরে। সেখানে কিন্তু আপনাদের মত ইসলামভক্ত সুজনরা তেড়েমেরে ডান্ডা নিয়ে হাজিরা দেন না। বরং আমিন, আলহামদুলিল্লা দোয়া দুরুদ পরে আল্লার শুকরিয়া আদায় করেন। টুডে ব্লগের এই একই পাতায় একটি পোস্ট আমার নজরে এসেছে। দয়া করে সেখানে যেয়ে আপনার পদধুলি দিয়ে আইসেন, এখানে- Click this link ধন্যবাদ।Babri Masjid ko shaheed karne wale Balbir singh Islam le aaye - YouTube
https://www.youtube.com/watch?v=0wO3uFt6uU4
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
মন্তব্য করতে লগইন করুন