অলৌকিক গ্রন্থ ঋগবেদে আধুনিক বিজ্ঞান।

লিখেছেন লিখেছেন গ্রামের পথে পথে ১৬ আগস্ট, ২০১৪, ০৬:১৩:৪৩ সকাল



বিজ্ঞানীরা মাত্র কয়েক দশক আগে প্রমান করেছেন আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল। অথচ অলৌকিক গ্রন্থ ঋগবেদে হাজার বছর আগেই নিখুঁত ভাবে আলোর গতিবেগ গানিতিক ভাবে প্রমান করে দিয়েছে

পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই ভগবান মনোনিত সত্য, শান্তি এবং বিজ্ঞানময় ধর্ম।

ঋগবেদ গ্রন্থে নিখুঁত আলোর গতিবেগ।

প্রমান-১ :

“যোজনম্‌ সহস্ত্রে দোয়ে, দোয়ে শতে, দোয়ে চঃ যোজনে।

একিনম্‌ নিমির্ষাদ্ধেন কর্মেনঃ নমস্তুতে।।”

অর্থাৎ 2202 যোজন পথ নিমিষের অর্ধেক সময়ে (যিনি অতিক্রম) কর্ম্ম করেন তাঁকেনমষ্কার।


এখানে দূরত্বের একক যোজন এবং সময়ের একক নিমিষকে যদি আধুনিক মিটার ও সেকেন্ডে নেওয়া যায়, তাহলে কি হয় দেখা যাক।

1 যোজন = 4 ক্রোশ্‌

1 ক্রোশ্‌ = 8000 গজ্‌

1 গজ্‌ = 0.9144 মিটার

অর্থাৎ 1 যোজন = 4 x 8000 x 0.9144 = 29260.80 মিটার

15 নিমিষ = 1 ক্ষত

15 ক্ষত = 1 লঘু

30 লঘু = 1 মুহূর্ত

30 মুহূর্ত = 1 দিবারাত্র

1 নিমিষ = (24 x 60 x 60) / (30 x 30 x 15 x 15) = 0.4267সেকেন্ড

তাহলে 1/2 নিমিষে অতিক্রম করে 2202 যোজন মানে

1/2 x 0.4267 সেকেন্ডে অতিক্রম করে 2202 x 29260.80 মিটার

বা 1 সেকেন্ডে অতিক্রম করে (2202 x 29260.80 x 2) / 0.4267 = 302002726.04 মিটার

বা 3.02 x 10^8 মিটার যা বর্ত্তমানে নির্ধারিত আলোকের গতিবেগের প্রায় সমান।

প্রমান ২ :

ঋগবেদের প্রথম মণ্ডলের ৫০ সূক্তের চতুর্থ মন্ত্রটি বলে,

“তরণির্বিশ্বদর্শতো জ্যোতিষ্ক্রদসি সূর্য।

বিশ্বমা ভাসিরোচনম।”

যার অর্থ, হে দ্রুতগামী সূর্য, আলোকের স্রষ্টা, তুমি সারা বিশ্বকে আলোকিত কর।


তাঁর ঋগবেদের টীকায়, চতুর্দশ শতকে বিজয়নগর রাজ্যের (কর্ণাটক) রাজা বুক্কের সভার পণ্ডিত সায়নাচার্য লিখছেন,

“তথা চ স্মর্য়তে যোজনম।

সহস্রে দ্বে দ্বে শতে দ্বে চ যোজনে

একেন নিমিষার্ধেন ক্রমমান।”

যার অর্থ, ‘এখানে স্মরণ করা হচ্ছে যে সূর্য (আলো) অতিক্রম করে ২২০২ যোজন অর্ধেক নিমিষে।’

মহাভারতের শান্তিপর্বের মোক্ষধর্ম পর্বে নিমিষ সম্পর্কে বলা হয়েছে,

১৫ নিমিষ = ১ ক্ষত

৩০ ক্ষত = ১ কাল

৩০.৩ কাল = ১ মুহূর্ত

৩০ মুহূর্ত = ১ দিবারাত্র

তার মানে ২৪ ঘন্টা বা ৮৬,৪০০ সেকেন্ডে ৩০ x ৩০.৩ x ৩০ x ১৫ = ৪০৯,০৫০ নিমিষ।

১ নিমিষ = ০.২১১২ সেকেন্ড।

প্রাচীন বৈদিক গ্রন্থ বিষ্ণুপুরাণের প্রথম মণ্ডলের ষষ্ঠ অধ্যায়ে যোজন সম্পর্কে বলা আছে,

১০ যবোদর = ১ যব

১০ যব = ১ আঙ্গুল (৩/৪ ইঞ্চি)

৬ আঙ্গুল = ১ পদ

২ পদ = ১ বিতস্তি

২ বিতস্তি = ১ হস্ত

৪ হস্ত = ১ ধনু, দণ্ড বা পৌরুষ (কোনো পুরুষের উচ্চতা, ৬ ফুট)

২০০০ ধনু = ১ গব্যুতি (যতদূর অবধি কোনো গরুর হাম্বারব পৌঁছয়, ১২০০০ ফুট)

৪ গব্যুতি = ১ যোজন (৯.০৯ মাইল)

তাহলে ২২০২ যোজন যায় অর্ধেক নিমিষে,

২২০২ x ৯.০৯ = ২০,০১৬.১৮ মাইল যায় ০.১০৫৬ সেকেন্ডে,

১৮৯,৫৪৭ মাইল প্রতি সেকেন্ডে।

আর আধুনিক বিজ্ঞান অনুসারে আলোর গতিবেগ সেকেন্ডে ১৮৬,০০০ মাইল!

বিষয়: বিবিধ

১৬২৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254784
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৭:২৯
মাহফুজ আহমেদ লিখেছেন : ও! আপনি হিন্দু!! আমি মনে করতাম নাস্তিক।
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৭:৫৩
198534
গ্রামের পথে পথে লিখেছেন : না, আমি হিন্দু নই। বিজ্ঞানের আদি উৎসের কথা বর্ণনা করেছি মাত্র। ধন্যবাদ।
254789
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৮:২৭
মুজতাহিদ বাপ্পী লিখেছেন : হুম হতে পারে । বেদ বেশ প্রাচীন গ্রন্থ । এটাকে আসমানী কিতাব হিসেবে সন্দেহ করেছেন অনেক মুসলিম মনীষী । কিন্তু কালের বিবর্তনে এটি বিকৃত হয়েছে । তবে একজন নাস্তিক যদি বলে হিন্দুধর্ম সবচেয়ে সত্য, তখন সন্দেহের কারণ থাকে । কোন ধর্মকেই সত্য ভাবা তার জন্য বাতুলতা হবে । আর যদি সত্য ভাবতেই হয়, তবে সর্বশেষ আসমানী কিতাবকে সত্য ভাবুন । কারণ ওখানে এরকম হাজারটা বৈজ্ঞানিক উদাহরণ খুঁজে পাবেন । ধন্যবাদ । পোস্ট ভালো লেগেছে । কিন্তু উপসংহার গুলো একপেশে ছিলো ভ্রাতা ।
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৪
198538
গ্রামের পথে পথে লিখেছেন : কেন ভাই, ঋগবেদ কে বিজ্ঞানময় বলার কারনে আপনি এত বেজার কেন? বেদগ্রন্থ পড়েছেন কখনো, নাকি মোহাম্মদের কোরাণ পড়ে সব কিছুতে পন্ডিত বনে গেছেন? ধন্যবাদ।
254798
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩০
আহ জীবন লিখেছেন : এইবার বাইবেল থেকে একটা উদাহরন দিন।
তারপর ত্রিপিটক থেকে।
বন্ধুদের থেকে সাহায্য নিতে পারেন।
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৮
198554
গ্রামের পথে পথে লিখেছেন : আপনে ভাই বেজার ক্যান, আল্লার কোরাণেই শুধু বিজ্ঞান আছে? নাকি??
১৬ আগস্ট ২০১৪ সকাল ১১:১৫
198577
আহ জীবন লিখেছেন : না না, বেজার হওয়ার কি আছে। লিখে যান।
254802
১৬ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৮
গ্রামের পথে পথে লিখেছেন : আপনে ভাই বেজার ক্যান, আল্লার কোরাণেই শুধু বিজ্ঞান আছে? নাকি??
254820
১৬ আগস্ট ২০১৪ সকাল ১১:১৩
নিশিকাব্য লিখেছেন : খুব ভাল হয়েচে রে।দেখ তো নোবেল দেয়া যায় নাকি।
১৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪০
198602
গ্রামের পথে পথে লিখেছেন : মুমিনের হিংশা লাগে?
254827
১৬ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৪
ফয়সাল বিন লোকমান লিখেছেন : যাক আশ্বস্ত হলাম, আপনি হিন্দু ধর্মাবলম্বী। অন্তত নাস্তিকের চেয়ে ভালো। ধর্ম মানুষকে অবশ্যই ভদ্রতা নম্রতা এবং মনুষ্যত্ব শেখায়। ধন্যবাদ আপনাকে।
১৬ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩৭
198600
গ্রামের পথে পথে লিখেছেন : ধর্মই যদি মানুষকে ভদ্রতা নম্রতা মনুষ্যত্ব শিখায় তাহলে কি আল্লার মুমিন আলী-আয়শা কামড়া কামড়ি করে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File