অশান্তির ধর্ম ইসলাম............................?

লিখেছেন লিখেছেন গ্রামের পথে পথে ১৫ আগস্ট, ২০১৪, ১০:৪৭:০৮ সকাল



বলা হয় ইসলাম শান্তির ধর্ম। কিন্তু আসলে কি তাই?

ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদের মৃত্যুর পরপরই তার ঘনিষ্ঠ আত্মিয় স্বজন এবং সাহাবিরা নিজেদের মধ্যেই মারামারি, কাটাকাটি তে জড়িয়ে পরে। মোহাম্মদের সবচেয়ে প্রিয় স্ত্রী বিবি আইশা স্বয়ং নবী মোহাম্মদের চাচাতো ভাই/জামাতা আলীর সাথে রক্তক্ষয়ি যুদ্ধে লিপ্ত হন। নবীর সাহাবী মুয়াবিয়া-আলী যুদ্ধ। চার খলিফার তিন জন গুপ্তঘাতকের হাতে নিহত হন। এবং কারাবালার রক্তক্ষয়ি যুদ্ধ। ইসলামের ঊষা লগ্ন থেকে শুরু হওয়া ক্ষক্তপাত এখনো চলছে। আপসোস।

বিষয়: বিবিধ

১৭৩০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254488
১৫ আগস্ট ২০১৪ সকাল ১১:০৬
সুন্দরের আহবান লিখেছেন : ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র জীবন বিধান। ইসলাম মুহাম্মদ সা. এর আবিস্কৃত নয়। পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আ. থেকে সব নবীর দীন ছিল ইসলাম। মুহাম্মদ সা. এর মাধ্যমে এ দীন পূর্ণাঙ্গতা লাভ করেছে- তাও আল্লাহর নির্দেশে। যুগে যুগে যত রক্তপাত হয়েছে তা ইসলামের দুশমনদের কারণেই। এখনো পৃথিবীর দেশে যত যুদ্ধ বিগ্রহ রক্তপাত সবই পশ্চিমা সভ্যতার ধরাক যারা কেউ নিজেদের ইয়াহুদী, কেই খৃস্টান, কেউ বৌদ্ধ, কেউ সনাতনী দাবী করে। এরাই সব রক্তপাতের মূল। একামাত্র, কেবলমাত্র মুসলমানরাই কোথাও অন্য ধর্মালম্বীদের নির্মূূলের কোন প্রকার কাজ কখনো করে নাই, যা ইসরাইলে করে ইয়াহুদীরা, ইরাক, আফগানিস্তান,সিরিয়াসহ মুসলিম দেশগুলোতে করে আমেরিকা-বৃটেনের খৃষ্টানরা, ভারতে করে হিন্দুরা, চীন, বার্ম, থাইল্যান্ডে করে বৌদ্ধরা
১৫ আগস্ট ২০১৪ সকাল ১১:২০
198220
গ্রামের পথে পথে লিখেছেন : তো, আলী-আয়শা কি খ্রীষ্টান, বৌদ্ধ নাকি হিন্দু?
254515
১৫ আগস্ট ২০১৪ দুপুর ১২:৪৯
মাহফুজ আহমেদ লিখেছেন : আল্লাহ আপনাকে সত্য ও সুন্দর ধর্ম ইসলামকে বোঝার তৌফিক দান করুন।আমীন
254537
১৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৬
নানা ভাই লিখেছেন : এই হালার পুতরে ব্যান মারেন।
ইনি সূযোগ পাইলেই ইসলামী জ্ঞান দান করতে আসেন!
254552
১৫ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৯
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : শোন ব্যাটা সরিস্রিপ, দাতে-জিভে কামড় খাওয়াটা মজবুত বন্ধনের লক্ষণ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File