ইসরাইলি সিংহের ভয়ে মুমিন বাহিনী সটকে পরেছে..............।

লিখেছেন লিখেছেন গ্রামের পথে পথে ০৭ আগস্ট, ২০১৪, ০৮:১২:২২ সকাল



ইহুদী সিংহের কাছে মুমিনের যুদ্ধ জিহাদ, দোয়া মোনাজাত, কান্না আহাজারি.............. সব বিফল। আজকে যে হামাস ইসরাইল সংঘাত , এর পেছনে যতটা না ফিলিস্তিনীদের স্বার্থ নিহীত তার চাইতে ইসলাম ধর্মের দুরভিসন্ধি বেশী জড়িত। যা শুরু হয়েছিল ১৪০০ বছর আগে নবীর আমল থেকে। বস্তুত: মুসলিম মুমিনরা চায় না ইহুদীদের কাছে তাদের ধর্মীয় দম্ভ ধুলায় মিশে যাক।

অনেকে দাবি করেন নিজেদের অনৈক্যই নাকি মুসলিমদের পরাজয়ের প্রধান কারন। কিন্তু তা আদৌও ঠিক না। ৫ ই জুন '১৯৬৭ সালে মিশর , সিরিয়া , জর্ডান , ইরাক এক যোগে ইসরাইল আক্রমন করে। যুদ্ধ চলে ১০ই জুন পর্যন্ত। যা ইতিহাসে Six-Day War নামে পরিচিত। এই যুদ্ধে মুসলিম জাহান সৌদি আরব , কুয়েত, কাতার , লিবিয়া, মরক্কো , পাকিস্তান , সুদান ইত্যাদি সকল মুসলমান দেশ মিশর , সিরিয়া , জর্ডানকে সাহায্য করে। বিস্ময়করভাবে ইসরাইল এবার যুদ্ধ কৌশলে এমন দক্ষতা প্রদর্শন করে যার তুলনা মেলা ভার। তারা সম্মিলিত মুসলিম বাহিনীকে পরাজিত করে মিশরের সিনাই , জর্ডানরে পশ্চিম তীর , সিরিয়ার গোলান হাইটসহ বিশাল অঞ্চল দখল করে নেয়। গোটা বিশ্ব হতবাক হয়ে যায়। আরব দেশগুলোকে চিরতরে যুদ্ধ করার খায়েশ মিটিয়ে দেয় ইসরাইল।

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251816
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:০১
বুড়া মিয়া লিখেছেন : এসব পুরান ইতিহাস ব্যাকেই জানে! এই না হেই দিন মাইর খাইলো হিযবুল্লাহ এর কাছে আর বিধ্বস্ত ত্যানা হাতে নিয়া দৌড়াইয়া পলাইছিলো!
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৬
195995
গ্রামের পথে পথে লিখেছেন : তো গাজা নিয়ে মুমিনদের এত হাউমাউ কাঁন্না! তো হেজবুল্লা ভয়ে শিয়ালের গর্তে ঢুকে গেল নাকি?
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫৩
195999
বুড়া মিয়া লিখেছেন : উহু, একটা অবলা-কে দুই দিক থেকে দুইজনের আক্রমণ শোভা পায় না ... তাই ঘুমাচ্ছে!
251827
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৩৬
শেখের পোলা লিখেছেন : সুকুমার রায়ের বাবুরাম সাপুড়ে আবর সিংহের চামড়া গায়ে জড়ালো কবে?
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৯
195996
গ্রামের পথে পথে লিখেছেন : চারদিকে হাউমাউ কাঁন্না, মোহাম্মদের সিংহের ছানারা কই গেল?
251832
০৭ আগস্ট ২০১৪ সকাল ১০:০০
কাহাফ লিখেছেন : আপনি চোখে কেমন দেখেন...?ডাক্তারের কাছে যান.........।
251872
০৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:৩২
বেআক্কেল লিখেছেন :
আমনে এই গুরুর লাল কাপড় তুইলা তার রানের বর্ধিত চামড়ার সাথে চোখ দুটারে ঘইষা নেন। তবে চোখের আলো মেইলা যাইব। সব কিছু ফকফখা দেখিতে পাইবেন। তাইলে আবোল তাবোল পোষ্ট দেবার মত বদ অভ্যাস দূরীভুত হইবে।
251884
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০১:০৬
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : http://www.onbangladesh.org/newsdetail/detail/200/8671
যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চায় ইসরাইল, রাজি নয় হামাস ।
কে ভয় পেল পড়ে দেখুন না একবার ।
252612
০৯ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
সজল আহমেদ লিখেছেন : ভাবছিলাম আপনারে আর কিছু কমুনা কিন্তু না তা আর আপ্নে নিজেই বজায় রাখলেননা।
আপনের আগের নিক"খেলাঘর বাঁধতে এসেছি এখানে"ঐটার মত এইটারেও ব্যান খাওয়াইতে হইবেক দ্যাক্তাচি!
252781
১০ আগস্ট ২০১৪ সকাল ০৮:১৯

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File