স্বাস্থ্যগত ঝুকির কারনে চীনে রামজানে রোজা রাখা নিষিদ্ধ ........।
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ০৪ জুলাই, ২০১৪, ০১:১০:০০ রাত
আমরা জানি- সৌদি আরবে অন্য ধর্মালম্বীদের ধর্মকর্ম করার সুযোগ নেই। সে দেশে গির্জা, মন্দির, মূর্ত্তিপুজা, প্যাগোডা নির্মান নিঃষিদ্ধ।
যদিও মুসলিমরা দাবি করেন- ভারত নাকি ইসলামের শত্রু, ইসরাইল ইসলামের শত্রু, আমেরিকা ইসলামের শত্রু, পশ্চিমা দেশ ও মিডিয়া ইসলামের শত্রু........., সবাই ইসলামকে ধ্বংস করতে চায়।
কিন্তু অবাক কান্ড! এখন দেখছি প্রচ্যের চীনও ইসলামের শত্রু। তাহলে ইসলামের কি এতই ইতর মানুষের ধর্ম যে সবাই তাদের ঘৃনা করে?
আন্তর্জাতিক ডেস্ক
মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে স্কুল ও সরকারি দফতর গুলিতে রামজানের উপবাসে নিষেধাজ্ঞা জারি করল চিন সরকার। স্কুল ও সরকারি দফতরের ওয়েবসাইটের মাধ্যমে সরকারের তরফ থেকে স্পষ্ট ভাবে জানানো হয়েছে “সরকারি কর্মচারি ও ছাত্র-ছাত্রীরা কোনও রকম উপবাস বা ধর্মীয় আচার-আচারণে অংশ গ্রহণ করতে পারবেন না।“
চিন কম্যুউনিস্ট পার্টি ও জিনজিয়াং-এর স্থানীয় প্রশাসন কোনও রকম বড় ধর্মীয় প্রার্থনা সভা বা ধর্মীয় জমায়েতের বিরুদ্ধেও প্রচার শুরু করেছে। তারা দাবি করেছেন এর ফলে দেশে সন্ত্রাসী মানসিকতা বৃদ্ধি পাবে।
চীন সরকার বলেছে- স্কুল ও সরকারি দফতরের কর্মচারীদের উপর রামজান নিষেধাজ্ঞা তারা স্বাস্থ্যগত কারনে করেছেন।
তথ্যসূত্র- Click this link
বিষয়: বিবিধ
১৭৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন