রমজান মাস বরকতের মাস! রমজান মাস ফজিলতের মাস!!
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ৩০ জুন, ২০১৪, ১২:১৩:৪২ রাত
রমজন মাসে আমেরিকান বরকত মাথায় নিয়ে বাড়ী ফিরছেন এক মুমিন।
মুমিন মুসলমানরা দাবি করেন- রমজান মাস বরকতের মাস, ফজিলতের মাস। রমজান মাস- আত্মিক পরিশুদ্ধির মাস, সামাজিক পরিশুদ্ধির মাস, নৈতিক পরিশুদ্ধির মাস, দৈহিক পরিশুদ্ধির মাস। এই মাসে আল্লাহ নাকি জান্নাতের দরজা উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তান কে তালা, চাবি, হ্যান্ডকাফ মেরে জেলখানায় ঢুকিয়ে দেন। একজন রোজাদার রমজান মাসে তার প্রতিটি অঙ্গ বিশেষত হাত, পা, চোখ, মুখ, উদরকে অবৈধ ও গর্হিত কাজ হতে বিরত রেখে সংযমী হয়। যার কারণে ইবাদত, জিকির, তেলাওয়াত, কৃচ্ছ্র সাধন ও আল্লাহর একনিষ্ঠ আনুগত্যের স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয়।
কিন্তু আমার কাছে এ বিষয় গুলো নিছক চাপাবাজি মনে হয়। রমজান মাসে বরংচ আল্লা শয়তানের কাঁধের উপর আরো ১০টি হাত যোগ করে দেন।
৯০% মুমিন মুসলমানের বাংলাদেশে রমজান আসাতে না আসতেই দেশের চেহাড়া পাল্টে যায়। অসৎ লোকের দান, ভিক্ষা, জাকাত, ফিৎরার টাকায় মোল্লা, মওলবী, হাফেজ, মুফতীদের কপাল খুলে যায়। দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। মওজুতদারী, খাদ্যে ভেজাল, ধাপ্পা, ফরমালিন, চুরি, ছেঁচরামি, ঘুষ, দূর্নীতি, বাস-ট্রেনের টিকেট কালোবাজারীদের.................... দাপটে এক কথায় সমাজের প্রতিস্তরে স্বর্গীয় হরিলুটের তান্ডব নেমে আসে।
আমেরিকান বরকত মাথায় নিয়ে বাড়ী ফিরছেন এক মুমিন নারী।
বিষয়: বিবিধ
২০০৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি আমনের হেই লিকার উত্তর মারছিলাম। আমনের পক্ষে আমার উত্তর দেবার সাহস হয়নি, কারুন বিচাডা ফাটা বাশের চিপাতে আটকা পড়ছে।
দুই দিন থাইমা ছিলেন!
আসলে আমনে থাইমা থাহেন নাই, এইডাতো আমনের চাকুরী। বহুত কষ্ট কইরা গুগুল থেইকা দুইডা ফটো জুগাড় করছেন, তারপর দাদাদের পোষা দোকানে গিয়া ফটোশপ খুইলা জুত মত দুই খান ছবি মারতে পারছেন। যাক বেতন যেহেতু লইছেন তাই দুই দিনের কাজের একটা হিসাব দিতে পারবেন।
আমার প্রশ্ন হইল, শুধু মাত্র হেডিং বদলাইয়া একই কাহিনী দুই বার পোষ্ট করার হেতু কি? আমার প্রশ্নের উত্তর মারতে পাইরেন না বইলা গায়ের গোস্বা রইল নাকি। যেহেতু বিষয় বস্তু একই, শুধু হেডিং আলাদা! আশা করি আমনে আগে আমার আগের প্রশ্নের উত্তর মারবেন, তাইলে আমনের এই প্রশ্নের উত্তর দিব।
তারাতাড়ি আগের উত্তর দেন, এইটার উত্তর দেবার জন্য আমি মসল্লা তৈয়ার ক্ইরা রাখছি।
আমনে আগে ভয়ে উত্তর না দেওয়া পোষ্টের ফটো নীচে দিলাম।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8984/spevns/48358#240405
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/8984/spevns/48358#.U7GKy5SSw70
মন্তব্য করতে লগইন করুন