একটি ফান পোষ্ট- হাসতে হাস্তে কেউ মারা গেলে আমি দায়ি না।

লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ২৮ এপ্রিল, ২০১৪, ১২:৫৮:২৬ দুপুর



কেউ হাস্তে চাইলে নিজ দায়িত্বে হাসুন........

বিষয়: বিবিধ

২৪৩৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

214344
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor শকুনের দোয়ায় গরু মরে না আর শিবিরের দোয়ায় বৃষ্টি নামবে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৮ এপ্রিল ২০১৪ রাত ১১:০৮
162874
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
214362
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৮
শুভ্র আহমেদ লিখেছেন :
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক
বাংলা মেইলকে বলেন, ২৭ ও ২৮
তারিখে দিকে বৃষ্টি হওয়ার
সম্ভবনা রয়েছে। (বাংলা মেইল ডট কম)

কিন্তু, শুক্রবার অর্থাৎ ২৫ তারিখেই বৃষ্টি নামল, দেশের অনেক গুলো অঞ্চলে। আমিও মোনাজাত করেছিলাম। বিকালে আমাদের এখানেও বৃষ্টি নেমেছিল। তাই হাসার কিছু নেই, আল্লাহ্‌র ইচ্ছাতেই বৃষ্টি হয়েছে। এখানে হাসার কিছু নাই, বরং এটা ভ্রাতৃত্ব। সবাই এক সাথে মিলিত হয়েছে। যেহেতু, এর উপড় কারো হস্তক্ষেপ নেই, তাই স্রষ্টার কাছে চাওয়া হাসার কিছু না।

তবে হাসির ব্যাপার হল, হিন্দুরা গরুকে বিয়ে দিল আধা মাস আগে, মাগার বৃষ্টি হইল এতো দিন পরে! গরুর বিয়ে দিয়ে যৌনতার স্বাধীনতা দিয়েও লাভ হয়নি।

পড়ুনঃ http://www.1newsbd.com/2014/04/19/4231#sthash.ZzcPdiq4.dpbs

বরং নামাজ পড়ার পরে, বিকেলেই বৃষ্টি নামল।
২৮ এপ্রিল ২০১৪ রাত ১১:১০
162875
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : জ্বিনা, গাইবান্ধায় কিশোর-কিশোরী রা ব্যাঙের বিয়ে দেয়ার কারনেই বৃষ্টি হয়েছে।
214398
২৮ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৪১
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : দোয়ার পরে বৃষ্টি হয়েছে। শকুনের দোয়ায় গরু মরেনা তবে শিবিরের দোয়ায় বৃষ্টি ঝরে।

২৮ এপ্রিল ২০১৪ রাত ১১:০৪
162870
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : বৃষ্টি হয় নি, শিলা ঝড়ে ফসল বিনষ্ট হয়েছে, মারাগেছে ২১ জন....
214599
২৮ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৭
সমালোচক লিখেছেন : দোয়ার অব্যবহিত পরে-ই বৃষ্টি হওয়ায় ফান পোষ্ট বুমেরাং হয়ে উল্টো পোষ্টদাতার মাথায় বৃষ্টিসহ বাঁজ হয়ে পড়ার কারণে তিনি মারা গিয়ে থাকলে দোয়াপ্রার্থীরা কিন্তু তার দায়-দায়িত্ব নেবে না ।

আমরা সেই সুপ্রচলিত প্রবাদ বাক্যটি জানি - "ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে ।" আল্লাহপাক কি এই বৃষ্টি দোয়া কবুলের কারণে বর্ষিয়েছেন আমরা তা নিশ্চিত করে জানি না । সুতরাং শিবিরের এখানে কৃতিত্ব নেয়ার কিছু নেই । অন্য সময় শিবির দোয়া করলে-ও যদি বৃষ্টি না হয়, তখন মুখ দেখাবেন কি করে ?

আবার যারা সম্মিলিত মুনাজাত বিদআত বলে চীৎকার করেন, তারা এই গোমরাহী (জাহান্নামী) নিয়ে কি বলবেন ?

ধন্যবাদ ।
২৮ এপ্রিল ২০১৪ রাত ১১:১২
162877
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : জ্বিনা, গাইবান্ধায় কিশোর-কিশোরী রা ব্যাঙের বিয়ে দেয়ার কারনেই বৃষ্টি হয়েছে।

214815
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১২
শুভ্র আহমেদ লিখেছেন : গরুকে বিয়ে দিছে ধর্ম ব্যবসায়ীরা, আর ব্যাঙ কে দিছে কিশোর কিশোরী। ঐ কিশোর কিশোরীরা আদৌ মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা সেটাও জানি না। কিন্তু সে দোষ মুসল্মানদের উপড়ই বর্তাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File