প্রসঙ্গ- সাইদী রাজাকারে ফাঁসি...
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ২২ এপ্রিল, ২০১৪, ০২:৩৬:০৫ রাত
বাংলাদেশ সুপ্রিম কোর্টে সাইদী রাজাকারের আপিল শুনানি শেষ হয়েছে, এখন যে কোন সময় রায়। কোর্ট সাইদীর আপিল খারিজ করে দিলে কসাই মোল্লর মত দেল্লু রাজাকারও ফাঁসিতে ঝুলে যাবে। শুরু হবে ছাগু কান্না।
বিভিন্ন ছাগুকেল্লা, ছাগুব্লগ থেকে জানা যায় সাইদী একজন মহামানব! তিনি একাধারে দ্বীনে আলেম এবং তাফসিরে কুরআন। তার তাফসিরে কুরআন শুনে মুগ্ধ হয়ে শতশত কাফের, নাস্তিক, পৌত্তলিক নাকি মুসলমান হয়ে গেছেন। এসব বিবেচনা করলে সাইদী নিঃসন্দেহে আল্লার অতি প্রিয় লোক, পেয়ারা বান্দা। কিংবদন্তি আছে- আল্লাহ নাকি সাদ্দাদ, নমরুদ, ফেরাউন... এর মত অসীম শক্তিধর রাজা-বাদশা দের ধ্বংস করে দ্বীনের বান্দাদের উদ্ধার করেছেন।
মওলানা সাইদীর ক্ষেত্রে এমনটি হলে আল্লার শক্তিমত্তা যাচাই করার একটি সুযোগ ছিল। আল্লাহ কি পারেন্না সামান্য আওয়ামী লীগ, ইন্ডিয়া আর মুষ্টিমেয় নাস্তিকের হাত থেকে তারই পেয়ারে তাফসিরে কুরআন মওলানা সাইদীকে উদ্ধার করতে! সাইদীর ফাঁসি বানচাল করতে শিবির সেনাদের পেট্রল বোমা নিয়ে রাস্তায় নেমে আসতে হবে কেন! নাকি পুরো বিষয়টি বানোয়াট! আল্লাহ মুলত অক্ষম! যে কারনে নবীকে ঢাল-তোরওয়াল নিয়ে কাফেরদের বিরুদ্ধে নামতে হয়েছে, যে কারনে জেহাদে উদ্ভুদ্ধ করার জন্য নবী মানুষকে বিচিত্র সব লোভ লালসা দেখিয়ে নিজের দলে ভিড়াতে চেয়েছেন!!
বিষয়: বিবিধ
১৯২৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন