এই প্রথম প্রকাশ্য রাজপথে- "রংধনু".....
লিখেছেন লিখেছেন খেলাঘর বাধঁতে এসেছি ২১ এপ্রিল, ২০১৪, ০৮:২৫:১৪ সকাল
“পহেলা বৈশাখে সমকামীদের প্রথম প্রকাশ্য র্যালি”- এ খবর নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আলোচনার ঝড় উঠেছে। এক দিকে কাটমোল্লাদের ছি ছি, অন্যদিকে প্রগতিশীলেরা সমকামীদের অধিকারের বিষয়ে সোচ্চার হয়ে উঠেছেন। এটি খুবই আশার কথা যে আমাদের নতুন প্রজন্ম থেকে বুদ্ধিজীবী একটি অংশের সৃষ্টি হয়েছে, যারা এখন কুসংস্কারের ঊর্ধ্বে উঠে নিজের মতকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারছেন বিশ্বের প্রান্তিক জনপদ মুসলিম বাংলাদেশে। যারা মনে করেন সমকামিতা প্রকৃতিবিরুদ্ধ, ধর্মবিরুদ্ধ এবং সবকিছুতে ইহুদী-নাসারা-নাস্তিক-ইন্ডিয়া'র ষড়যন্ত্র আবিস্কার করেন তাদের জন্য এই রংধনু প্যারেড প্রথম এবং প্রকাশ্য চপটাঘাত।
“গে প্রাইড প্যারেড” সম্পর্কে অনেকেই হয়তো জানেন। পশ্চিমা দেশগুলোর বিভিন্ন এলাকায় (বিশেষত যেসব দেশে সমকামিতা আইনের দৃষ্টিতে বৈধ) LGBT (Lesbian, Gay, Bisexual & Transgender) গ্রুপগুলো এই প্যারেডের আয়োজন করে। এই প্রাইড প্যারেডগুলোর মূল লক্ষ্য সমাজকে জানানো যে সমকামীরা যে ভিনগ্রহ থেকে উড়ে আসা কোন গোষ্ঠী নয়, বরং সমাজেরই একটি অংশ। এই বৈচিত্র্য লুকিয়ে রাখার কোন বিষয় নয়, বরং এটি প্রকাশ্যেই উদযাপন করা উচিত। এই “Pride” এর প্রতীকস্বরূপ ব্যবহার করা হয় রংধনু রঙের পতাকা।
সামাজিক কুসংস্কার এবং ইসলাম ধর্মের হারামের জালে আটকে পরা বিকলাঙ্গ বাংলাদেশে বিলম্বে হলেও গ্লোবাল ভিলেজের সুস্থ হাওয়া বইতে শুরু করেছে।
বিষয়: বিবিধ
১৩২৫ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
[url=http://www.shodalap.org/fz-karim/24123/]
এই লেখাটা পড়েন। এরপর আপনার ইচ্ছা হলে রাস্তায় রাস্তায় প্যারেডিং করবেন, অসুভিদা নাই। ছাগলা কোথাকার। এটা ব্যক্তি, সমাজ,নিয়ম সব কিছুরই বিরুদ্ধে[/url]
আমি অবাক হলাম,এটা জেনে যে,লেখাটা ১০০ জন পড়েছে, অথচ এই প্রকাশ্য অপরাধের বিরুদ্ধে টু শব্দ করল না কেউ । হায়রে বাঙ্গালী!
খেলা ঘর ভাই, যারা এই কাজে সহায়তা করে তারা নিজেরাও এর সাথে জরিত। তাই তারা সাপোর্ট দিবেই (স্বাভাবিক) । বললেন, অনেক দেশে এটা আইন গত বৈধতা দিয়েছে (!) [কোনো দেশের নাম উল্লেখ করেন নাই] ভাই, মদ, জুয়া এসব করতেও আইনগত বৈধতা আছে কিছু দেশে। অনেক দেশে নাই। ঠিক? মদ সিগারেট খাওয়া যে অন্যায় সেটা জানে দেশ গুলো, তবুও অনুমতি দিচ্ছে। তাহলে ভেবে দেখুন তথাকথিত সমকামী বৈধ দেশ গুলোর দিকে, তারা অন্যায় করতে বাধা দেয় না। সুতরাং, তারা যে সঠিক পথে চলছেন সেটাও না। আমরাই সঠিক পথে হাটছি। ভ্যা ভ্যা করবেন না, যুক্তি দেখান
পৃথিবীর সব উন্নত দেশে মদ বৈধ। প্রেসিডেন্ড ওবামা তিনি মদ খান, বৃটেনের রাণী তিনিও মদ খান, বিজ্ঞানী আইনস্টাইন, মহাত্মাগান্ধী, নেলসন ম্যন্ডেলা....... সহ পৃথিবীর মহামানবদের সবাই মদ খেতেন। তাতে কোন সমস্যার সৃষ্টি হয়েছে বলে শোনা যায় না। তো?? সুতরাং মদ নিয়ে ঠকবাজ মূর্খ বাংলাদেশী মুমিনদের আল্লা কি বলেছেন সেটা এক্কেবারেই গোনার বাইরে ফাল্তু বিষয়। ধন্যবাদ।
আমি অবাক হলাম,এটা জেনে যে,লেখাটা ১০০ জন পড়েছে, অথচ এই প্রকাশ্য অপরাধের বিরুদ্ধে টু শব্দ করল না কেউ । হায়রে বাঙ্গালী!
খেলা ঘর ভাই, যারা এই কাজে সহায়তা করে তারা নিজেরাও এর সাথে জরিত। তাই তারা সাপোর্ট দিবেই (স্বাভাবিক) । বললেন, অনেক দেশে এটা আইন গত বৈধতা দিয়েছে (!) [কোনো দেশের নাম উল্লেখ করেন নাই] ভাই, মদ, জুয়া এসব করতেও আইনগত বৈধতা আছে কিছু দেশে। অনেক দেশে নাই। ঠিক? মদ সিগারেট খাওয়া যে অন্যায় সেটা জানে দেশ গুলো, তবুও অনুমতি দিচ্ছে। তাহলে ভেবে দেখুন তথাকথিত সমকামী বৈধ দেশ গুলোর দিকে, তারা অন্যায় করতে বাধা দেয় না। সুতরাং, তারা যে সঠিক পথে চলছেন সেটাও না। আমরাই সঠিক পথে হাটছি। ভ্যা ভ্যা করবেন না, যুক্তি দেখান
অসৎ, বাটপার, ভেজাল, ধাপ্পাবাজ, ঘুষখোরের স্বর্গরাজ্য বাংলাদেশের কোরাণ পুজারী মূর্খ মুমিনরাই শুধু বুঝতে পারে সমকামিতা ভয়ংকর!!
পক্ষান্তরে- জীবন, মান, শিক্ষা, বিজ্ঞান, আবিস্কার, সততা, চরিত্র, নৈতিকতার ইনডেক্সে পৃথিবীর সর্বোচ্চ স্থানে থাকা সুইডেন, বেলজিয়ান, হল্যান্ড নিউজিল্যান্ড, জার্মানী, ফ্রান্স, আমেরিকা, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া .... সহ পৃথিবীর শ্রেষ্ট জাতিসমুহ সমকামিতাকে স্বীকৃতি দিয়ে মহা ভুল করেছে??? মারহাবা।
আপনাকে বলছি আমি মুসলিম তাই পবিত্র কোরআন শরিফ এর পূজা তো করবই,অবশ্য এটাকে পূজা করা বুঝায় না। কোরআন এমন একটি ধর্মগ্রন্থ যা একটি পরিপূর্ণ জীবন বিধান। আর আপনি বিজ্ঞান এর কথা বলছেন? কোরআন হচ্ছে সবচেয়ে বড় বিজ্ঞান গ্রন্থ। আর আপনি মনে হয় এই পৃথিবীতে নতুন,তাই ডেড সি এর ইতিহাস জানেন না।ভাল করে জানুন,তারপর কথা বল হারামজাদা...ব্লাডই সুয়াইন
আমার মন্তব্য ভালো ভাবে না বোঝাটা আপনার বিরায় বড় ব্যার্থতা। আমি বলেছি, যেটা খারাপ আমরা সেটা মানবো না। ঠিক আছে? মদ খেয়ে মানুষ মৃত্যুর পরিসংখ্যানটা জানেন?
প্রতি ৮ সেকেন্ডে ১ জনের মৃত্যু হচ্ছে অ্যালকোহল সেবনের জন্যে। মানুষ মারা কোনো কাজের বিষয় না।
আপনি এই লিংকে যান, দেখেন বৈজ্ঞানিক ভাবেই এটা অবৈধ। ক্ষতিকারক, সমকামিতা বিরাট বড় ধরনের অসামাজকতা।
ধর্ম গ্রন্থের সিদ্ধান্ত সর্বদা মানবিক। মানুষ ভুল করে ঈশ্বর ভুল করেন না। তার সিদ্ধান্ত ভুল হয় না। ওকে?
পড়ে দেখবেন অবশ্যই
লিংক
এখানে ক্লিক করুন
মন্তব্য করতে লগইন করুন